Bollywood Gossip: বিগ বসের ঘরে বিয়ে, তারপরেই ডিভোর্স, বাথটবে স্নান ভিডিও লিক, সুন্দরী অভিনেত্রীর সেরা গসিপ এক ক্লিকে

Last Updated:
Bollywood Gossip: স্নান ভিডিওটি সম্পর্কে, সারা একটি শোতে বলেছিলেন যে, "আমার বোন ভুল করে ভিডিওটি আপলোড করে ফেলেছিল, এতে এত হট্টগোল করার কিছু ছিল না। কিন্তু তারপরও মানুষ আমাকে সোশ্যাল মিডিয়ায় অনেক গসিপ করে৷’’
1/9
হিন্দি টিভির দুনিয়ার জনপ্রিয় অভিনেত্রী সারা খান৷ জন্মদিনে আরও একবছর বয়স বাড়লেও তাঁর হ্যাপি বার্থডেতে ফের একবার তাঁকে জড়িয়ে থাকা গসিপই হট ট্রেন্ডিং৷  সারা খান ২০০৭ সালে 'সপনা বাবুল কা বিদাই' সিরিয়াল দিয়ে তাঁর অভিনেত্রীর কেরিয়ারের শুরু৷ এরপর সারা 'সসুরাল সিমার কা', 'কবচ' এবং 'বিদাই'-এর মতো অনেক টিভি শো-তে দাপটের সঙ্গে অভিনয় করেন৷
হিন্দি টিভির দুনিয়ার জনপ্রিয় অভিনেত্রী সারা খান৷ জন্মদিনে আরও একবছর বয়স বাড়লেও তাঁর হ্যাপি বার্থডেতে ফের একবার তাঁকে জড়িয়ে থাকা গসিপই হট ট্রেন্ডিং৷  সারা খান ২০০৭ সালে 'সপনা বাবুল কা বিদাই' সিরিয়াল দিয়ে তাঁর অভিনেত্রীর কেরিয়ারের শুরু৷ এরপর সারা 'সসুরাল সিমার কা', 'কবচ' এবং 'বিদাই'-এর মতো অনেক টিভি শো-তে দাপটের সঙ্গে অভিনয় করেন৷
advertisement
2/9
তবে  অভিনেত্রীর জীবনের মোড় ঘুরে যায়৷  বিতর্ক শুরু হয় যখন অভিনেত্রী টিভির  'বিগ বস ৪’-এ অংশ নেন। এই শো থেকেই অভিনেত্রীর নাম নিয়ে শুরু হয়ে যায় তুমুল তোলপাড়৷
তবে  অভিনেত্রীর জীবনের মোড় ঘুরে যায়৷  বিতর্ক শুরু হয় যখন অভিনেত্রী টিভির  'বিগ বস ৪’-এ অংশ নেন। এই শো থেকেই অভিনেত্রীর নাম নিয়ে শুরু হয়ে যায় তুমুল তোলপাড়৷
advertisement
3/9
শোতে, সারা খান অভিনেতা আলি মার্চেন্টের প্রেমে পড়েন এবং বিগ বসের ঘরে দুজনে বিয়ে করেন। কিন্তু এই বিয়ে -প্রেম সবই ভণ্ডুল হয়ে যায় জাস্ট বিগ বস শেষ হওয়ার পরপরেই৷
শোতে, সারা খান অভিনেতা আলি মার্চেন্টের প্রেমে পড়েন এবং বিগ বসের ঘরে দুজনে বিয়ে করেন। কিন্তু এই বিয়ে -প্রেম সবই ভণ্ডুল হয়ে যায় জাস্ট বিগ বস শেষ হওয়ার পরপরেই৷
advertisement
4/9
দুজনের মধ্যে দূরত্ব ও তিক্ততা এতটাই বেড়ে গিয়েছিল যে, মাত্র ২ মাসের মধ্যেই টিভি শো-তে করা বিয়ে ভেঙে দেন আলি ও সারা। বিয়ের কথা বলার সময়, আলি পরে বলেছিলেন যে তিনি শোতে বিয়ে করার জন্য নির্মাতাদের কাছ থেকে অর্থ পেয়েছিলেন। যদিও এই বক্তব্যকে মিথ্যা কথা বলেছেন সারা।
দুজনের মধ্যে দূরত্ব ও তিক্ততা এতটাই বেড়ে গিয়েছিল যে, মাত্র ২ মাসের মধ্যেই টিভি শো-তে করা বিয়ে ভেঙে দেন আলি ও সারা। বিয়ের কথা বলার সময়, আলি পরে বলেছিলেন যে তিনি শোতে বিয়ে করার জন্য নির্মাতাদের কাছ থেকে অর্থ পেয়েছিলেন। যদিও এই বক্তব্যকে মিথ্যা কথা বলেছেন সারা।
advertisement
5/9
সারা খান পাকিস্তানে গিয়েছিলেন। পোশাকের কারণে তাঁকে একাধিকবার সমালোচনার মুখে পড়তে হয়েছিল। সারা নিজে এই নিয়ে কথা বলেন। তিনি বলেছেন, "আমি যখন পাকিস্তানে শ্যুট করতে গিয়েছিলাম, হোটেলের লবিতে শর্টস পরে ঘুরে বেড়াচ্ছিলাম। তাই লোকেরা আমার দিকে তাকিয়ে অদ্ভুতভাবে কথা বলতে শুরু করে। এরপরে আমাকে পোশাক পরিবর্তন করতে হয়েছিল।"
সারা খান পাকিস্তানে গিয়েছিলেন। পোশাকের কারণে তাঁকে একাধিকবার সমালোচনার মুখে পড়তে হয়েছিল। সারা নিজে এই নিয়ে কথা বলেন। তিনি বলেছেন, "আমি যখন পাকিস্তানে শ্যুট করতে গিয়েছিলাম, হোটেলের লবিতে শর্টস পরে ঘুরে বেড়াচ্ছিলাম। তাই লোকেরা আমার দিকে তাকিয়ে অদ্ভুতভাবে কথা বলতে শুরু করে। এরপরে আমাকে পোশাক পরিবর্তন করতে হয়েছিল।"
advertisement
6/9
এরপর ফের একবার সারাকে নিয়ে গুজব চরমে ওঠে  যখন তার বাথটাবে স্নান একটি ভিডিও হঠাৎ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এই ভিডিওটি নাকি অভিনেত্রীর বোন ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন। যা কিছুক্ষণ পরেই ডিলিট করে দেওয়া হয়। কিন্তু ওই অল্প সময়ের মধ্যেই তা ভাইরাল হয়ে যায়৷
এরপর ফের একবার সারাকে নিয়ে গুজব চরমে ওঠে  যখন তার বাথটাবে স্নান একটি ভিডিও হঠাৎ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এই ভিডিওটি নাকি অভিনেত্রীর বোন ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন। যা কিছুক্ষণ পরেই ডিলিট করে দেওয়া হয়। কিন্তু ওই অল্প সময়ের মধ্যেই তা ভাইরাল হয়ে যায়৷
advertisement
7/9
এই ভিডিওটি সম্পর্কে, সারা একটি শোতে বলেছিলেন যে, "আমার বোন ভুল করে ভিডিওটি আপলোড করে ফেলেছিল, এতে এত হট্টগোল করার কিছু ছিল না। কিন্তু তারপরও মানুষ আমাকে সোশ্যাল মিডিয়ায় অনেক গসিপ করে৷’’
এই ভিডিওটি সম্পর্কে, সারা একটি শোতে বলেছিলেন যে, "আমার বোন ভুল করে ভিডিওটি আপলোড করে ফেলেছিল, এতে এত হট্টগোল করার কিছু ছিল না। কিন্তু তারপরও মানুষ আমাকে সোশ্যাল মিডিয়ায় অনেক গসিপ করে৷’’
advertisement
8/9
সার এরপর ফের একবার বিতর্কে জড়ান যখন অভিনেত্রী পূজা বোসের সঙ্গে চুম্বনের ছবি ইন্টারনেটে শেয়ার করেন। এরপরেই সোশ্যাল মিডিয়া তোলপাড়  হয়েছিল। পরে তিনি এই ছবি  ডিলিট করে দেন৷
সার এরপর ফের একবার বিতর্কে জড়ান যখন অভিনেত্রী পূজা বোসের সঙ্গে চুম্বনের ছবি ইন্টারনেটে শেয়ার করেন। এরপরেই সোশ্যাল মিডিয়া তোলপাড়  হয়েছিল। পরে তিনি এই ছবি  ডিলিট করে দেন৷
advertisement
9/9
রূপের তুফান তোলা সুন্দরীর জীবনে তাই সাফল্য ও বিতর্ক পাশাপাশি হাঁটে৷
রূপের তুফান তোলা সুন্দরীর জীবনে তাই সাফল্য ও বিতর্ক পাশাপাশি হাঁটে৷
advertisement
advertisement
advertisement