Aamir Khan Unheard Story: আমিরের জোড়া ব্লক বাস্টার ছবি বক্স অফিসে সুপারহিট! একটি ঝড় পরিবারকে তাসের ঘরের মত ভেঙেছে, ৪ বছর জীবনের অন্ধকার যুগ

Last Updated:
Aamir Khan Unheard Story: কান্নায় ভিজেছে, বুকে পাথর রেখে, যন্ত্রণাকে সরিয়ে সংসারের ধ্বংসস্তুপ একটু একটু পরিষ্কার করেন সবার মনের আমির
1/13
বলিউডের মিস্টার পারফেকশনিস্ট বিগত ৩৫ বছর ধরে দর্শকদের বিনোদন করে আসছেন ৷ বর্তমানে তাঁর বয়স ৫৮ বছর, লাগাতার ২৩ ধরেই লাগাতার অভিনয় করে যাচ্ছেন ৷ ফাইল ছবি ৷
বলিউডের মিস্টার পারফেকশনিস্ট বিগত ৩৫ বছর ধরে দর্শকদের বিনোদন করে আসছেন ৷ বর্তমানে তাঁর বয়স ৫৮ বছর, লাগাতার ২৩ ধরেই লাগাতার অভিনয় করে যাচ্ছেন ৷ ফাইল ছবি ৷
advertisement
2/13
এই সময়ে একের এক ছবিতে তিনি অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন ৷ একের পর সুপারহিট ছবিতে দর্শকদের মন জয় করেছেন ৷ ফাইল ছবি ৷
এই সময়ে একের এক ছবিতে তিনি অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন ৷ একের পর সুপারহিট ছবিতে দর্শকদের মন জয় করেছেন ৷ ফাইল ছবি ৷
advertisement
3/13
কিন্তু আমিরের জীবনেও যন্ত্রণার সময়, কঠিন সময় এসেছিল, একদিকে তাঁর ছবি লগান ব্লকবাস্টার হিট ছিল অন্যদিকে পরিবার তাসের ঘরের মত ভেঙে পড়েছিল ৷ ফাইল ছবি ৷
কিন্তু আমিরের জীবনেও যন্ত্রণার সময়, কঠিন সময় এসেছিল, একদিকে তাঁর ছবি লগান ব্লকবাস্টার হিট ছিল অন্যদিকে পরিবার তাসের ঘরের মত ভেঙে পড়েছিল ৷ ফাইল ছবি ৷
advertisement
4/13
সারা পৃথিবীজুড়ে আমির খানের অনুরাগী কোটি কোটি ৷ টানা ৩৫ বছর ধরে অভিনয়ের যাত্রা চালিয়ে চলেছেন ৷ এখনও পর্যন্ত সুপারহিট ছবি আমির খান বলিউকে উপহার দিয়েছেন ৷ ফাইল ছবি ৷
সারা পৃথিবীজুড়ে আমির খানের অনুরাগী কোটি কোটি ৷ টানা ৩৫ বছর ধরে অভিনয়ের যাত্রা চালিয়ে চলেছেন ৷ এখনও পর্যন্ত সুপারহিট ছবি আমির খান বলিউকে উপহার দিয়েছেন ৷ ফাইল ছবি ৷
advertisement
5/13
বিগত কয়েক বছর ধরে আমিরের করিশ্মমা ফিকে হয়ে যাচ্ছে ৷ বক্স অফিসে চলছেনা তাঁর ছবি ৷ ফাইল ছবি ৷
বিগত কয়েক বছর ধরে আমিরের করিশ্মমা ফিকে হয়ে যাচ্ছে ৷ বক্স অফিসে চলছেনা তাঁর ছবি ৷ ফাইল ছবি ৷
advertisement
6/13
শেষবার আমির খানকে লাল সিং চাড্ডা ছবিতে দেখতে পাওয়া গিয়েছে, বক্স অফিসে বিশেষ ছাপ রাখতে পারেনি ছবিটি ৷ তার আগে ঠগছ অফ হিন্দোস্তানেও বিশেষ সুবিধা হয়নি ৷ ফাইল ছবি ৷
শেষবার আমির খানকে লাল সিং চাড্ডা ছবিতে দেখতে পাওয়া গিয়েছে, বক্স অফিসে বিশেষ ছাপ রাখতে পারেনি ছবিটি ৷ তার আগে ঠগছ অফ হিন্দোস্তানেও বিশেষ সুবিধা হয়নি ৷ ফাইল ছবি ৷
advertisement
7/13
আজ আমিরের জীবনের সেই সময়ের কথা বলার সময় এসেছে যখন পরপর দুটি ছবি বক্স অফিসে তোলপাড় করছে, তখন আমিরের পরিবার চূর্ণ-বিচূর্ণ হচ্ছে ৷ ফাইল ছবি ৷
আজ আমিরের জীবনের সেই সময়ের কথা বলার সময় এসেছে যখন পরপর দুটি ছবি বক্স অফিসে তোলপাড় করছে, তখন আমিরের পরিবার চূর্ণ-বিচূর্ণ হচ্ছে ৷ ফাইল ছবি ৷
advertisement
8/13
২০০১ সাল যখন আমির খানের লগান ছবি তামাল দেখাচ্ছিল ৷ বক্স অফিসে তোলপাড় করেছে ৷ মিডিয়া সূত্রে খবর ছবিটি তৈরি করতে মোট খরচ হয়েছিল ২৫ কোটি টাকা ৷ ফাইল ছবি ৷
২০০১ সাল যখন আমির খানের লগান ছবি তামাল দেখাচ্ছিল ৷ বক্স অফিসে তোলপাড় করেছে ৷ মিডিয়া সূত্রে খবর ছবিটি তৈরি করতে মোট খরচ হয়েছিল ২৫ কোটি টাকা ৷ ফাইল ছবি ৷
advertisement
9/13
বক্স অফিসে প্রায় ৬৫.৯৭ কোটি টাকা ব্যবসা বাণিজ্য করেছে ৷ এই সাফল্য জীবনে এক বড়সড় প্রভাব ফেলেছে ৷ কিন্তু এরপরেই ভাঙতে শুরু করে পরিবার ৷ ফাইল ছবি ৷
বক্স অফিসে প্রায় ৬৫.৯৭ কোটি টাকা ব্যবসা বাণিজ্য করেছে ৷ এই সাফল্য জীবনে এক বড়সড় প্রভাব ফেলেছে ৷ কিন্তু এরপরেই ভাঙতে শুরু করে পরিবার ৷ ফাইল ছবি ৷
advertisement
10/13
তার পরেই মাথায় ভেঙে পড়ে আকাশ, কেননা দীর্ঘ ১৬ বছরের সাংসারিক জীবনে ইতি পড়ে ৷ স্ত্রী রীণার সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় ২০০২ সালে ৷ ফাইল ছবি ৷
তার পরেই মাথায় ভেঙে পড়ে আকাশ, কেননা দীর্ঘ ১৬ বছরের সাংসারিক জীবনে ইতি পড়ে ৷ স্ত্রী রীণার সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় ২০০২ সালে ৷ ফাইল ছবি ৷
advertisement
11/13
লগানের পরে আরও একটি ছবি কাঁপায় বক্স অফিস সেটি হল দিল চাহাতা হ্যায়, সেই ছবিতে অক্ষয় খান্না ও সইফ আলি খানকে দেখতে পাওয়া গিয়েছে ৷ ফাইল ছবি ৷
লগানের পরে আরও একটি ছবি কাঁপায় বক্স অফিস সেটি হল দিল চাহাতা হ্যায়, সেই ছবিতে অক্ষয় খান্না ও সইফ আলি খানকে দেখতে পাওয়া গিয়েছে ৷ ফাইল ছবি ৷
advertisement
12/13
লগান ও দিল চাহাতা হ্যায় ছবির জোড়া সাফল্য হজম হতে না হতেই ভেঙে গেল পরিবার ৷ ফাইল ছবি ৷
লগান ও দিল চাহাতা হ্যায় ছবির জোড়া সাফল্য হজম হতে না হতেই ভেঙে গেল পরিবার ৷ ফাইল ছবি ৷
advertisement
13/13
রীণার সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর চার বছর আমির খান কোনও ছবিতে কাজ করেননি ৷ ২০০৫-এ মঙ্গল পান্ডে ছবির মাধ্যমে ফের ফিরে এসেছিলেন টিভির পর্দায় ৷ ফাইল ছবি ৷
রীণার সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর চার বছর আমির খান কোনও ছবিতে কাজ করেননি ৷ ২০০৫-এ মঙ্গল পান্ডে ছবির মাধ্যমে ফের ফিরে এসেছিলেন টিভির পর্দায় ৷ ফাইল ছবি ৷
advertisement
advertisement
advertisement