1/ 4


গান গাইতেন মনের আনন্দে। সে গান শুনিয়ে কখনও ভরত পেট। কখনও না। তবে সোশ্যাল মিডিয়ার দৌলতে আজ তিনি সেলিব্রিটি। আর তাঁর গান ভাইরাল। সেই গানই আট-দশ বছরের দূরত্ব কমিয়ে কাছে এনে দিয়েছে মেয়েকেও।
2/ 4


রেলস্টেশন থেকে রেকর্ডিং স্টুডিওয়। ভবঘুরে থেকে সেলিব্রিটি । এ যেন এক স্বপ্নের উড়ান। রানাঘাটের রানু মণ্ডল। সোশাল মিডিয়ায় তাঁর গান হঠাৎই ভাইরাল। এবার কলকাতার এক পুজো কমিটির থিম সং গাইলেন রানু মণ্ডল।
3/ 4


শুধু তাই নয়৷ ‘লতাকন্ঠী’ রানু মন্ডল এবার বলিউডে। সঙ্গীত পরিচালক হিমেশ রেশামিয়ার সঙ্গে ‘হ্যাপি হার্ডি অ্যান্ড হীর’ ছবির জন্য প্লে-ব্যাক করলেন। রেকর্ডিং স্টুডিয়োতে রানু গেয়েছেন 'তেরি মেরি কাহানি'।