হোম » ছবি » বিনোদন » জানেন কি জয়ললিতার বায়োপিকে অভিনয় করার জন্য কত টাকা পারিশ্রমিক নিচ্ছেন কঙ্গনা রানাওয়াত?
জানেন কি জয়ললিতার বায়োপিকে অভিনয় করার জন্য কত টাকা পারিশ্রমিক নিচ্ছেন কঙ্গনা রানাওয়াত?
Bangla Editor
1/ 6
• এই মুহূর্তে তিনিই বলিউডের সর্বোচ্চ বেতনভুক নায়িকা ৷ একের পর এক দূর্দান্ত সব অভিনয়ে চমকে দিচ্ছেন ৩২ বছরের এই নায়িকা ৷
2/ 6
• এত কম বয়সেই তিন-তিনটি জাতীয় পুরষ্কার বগলদাবা করেছেন তিনি ৷ স্বাভাবিকভাবেই তিনি যে বড় অঙ্ক দাবি করবেন সেটাই দস্তুর ৷ আর এই দৌড়ে দীপিকা, আলিয়াদের অনেকটাই পিছনে ফেলে দিয়েছেন ‘মণিকর্ণিকা’ তারকা ৷
3/ 6
• দু’টি ভাষায় মুক্তি পাবে জয়ললিতার বায়োপিক ৷ তামিলে ছবির নাম হবে ‘থালাইভি’, হিন্দিতে ‘জয়া’ ৷
4/ 6
• শোনা যাচ্ছে এই ছবির জন্য নাকি ২৪ কোটি টাকা পারিশ্রমিক চেয়েছেন বি-টাউনের ক্যুইন ৷ যেখানে দীপিকা-আলিয়ারা পান ১০-১৫ কোটির আশেপাশে ৷
5/ 6
• দক্ষিণী পরিচালক এএল বিজয় ছবিটি পরিচালনা করছেন ৷ ‘বাহুবলী’ খ্যাত চিত্রনাট্যকার কেভি বিজয়েন্দ্র প্রসাদ স্ক্রিপ্ট লিখবেন এই গল্পের ৷
6/ 6
• পরিচালক বিজয় সাম্প্রতিক এক সাক্ষাৎকারে বলেন, ‘‘জয়ললিতা ম্যাডাম ছিলেন দেশের সর্বকালের সেরা নেত্রীদের মধ্যে অন্যতম একজন ৷ তাঁর চরিত্র নিয়ে ছবি তৈরি করা এক বিশাল দায়িত্বের ব্যাপার ৷ অনেক যত্ন আর সততার সঙ্গে চরিত্রটা ফুটিয়ে তুলতে হবে ৷’’
জানেন কি জয়ললিতার বায়োপিকে অভিনয় করার জন্য কত টাকা পারিশ্রমিক নিচ্ছেন কঙ্গনা রানাওয়াত?
• এত কম বয়সেই তিন-তিনটি জাতীয় পুরষ্কার বগলদাবা করেছেন তিনি ৷ স্বাভাবিকভাবেই তিনি যে বড় অঙ্ক দাবি করবেন সেটাই দস্তুর ৷ আর এই দৌড়ে দীপিকা, আলিয়াদের অনেকটাই পিছনে ফেলে দিয়েছেন ‘মণিকর্ণিকা’ তারকা ৷
জানেন কি জয়ললিতার বায়োপিকে অভিনয় করার জন্য কত টাকা পারিশ্রমিক নিচ্ছেন কঙ্গনা রানাওয়াত?
• পরিচালক বিজয় সাম্প্রতিক এক সাক্ষাৎকারে বলেন, ‘‘জয়ললিতা ম্যাডাম ছিলেন দেশের সর্বকালের সেরা নেত্রীদের মধ্যে অন্যতম একজন ৷ তাঁর চরিত্র নিয়ে ছবি তৈরি করা এক বিশাল দায়িত্বের ব্যাপার ৷ অনেক যত্ন আর সততার সঙ্গে চরিত্রটা ফুটিয়ে তুলতে হবে ৷’’