জানা যায়, সেই সময় দক্ষিণী অভিনেত্রী ভাগ্যশ্রী তাঁর প্রথম ছবির জন্য পারিশ্রমিক হিসেবে ১ লক্ষ টাকা নিয়েছিলেন। অন্যদিকে সলমন খান 'ম্যায়নে প্যার কিয়া'-র জন্য মাত্র ৪০ হাজার টাকা পারিশ্রমিক পেয়েছিলেন। কিন্তু এই ঘটনা আজ থেকে ৩৪ বছর আগের। আজ আরব সাগরের তীরে জীবন আরও অনেক বদলেছে। বর্তমানে ভাইজান একটি ছবির জন্য কোটি টাকা পারিশ্রমিক নেন কারণ এই ৪৩ বছরে তিনি বক্স অফিস হিট মেশিনে পরিণত হয়েছেন। তিনি যে ছবিই করেন তাই-ই হিট।
তবে সম্প্রতি নিজের এক তিক্ত অভিজ্ঞতার কথা ভাগ করে নিয়েছেন ভাগ্যশ্রী৷ জানিয়েছেন তাঁর ছেলে অভিমন্যুর জন্মের ঠিক পরের মুহূর্তের কথা৷ তখনও তিনি হাসপাতালে৷ এক সাংবাদিক এসে তাঁর সঙ্গে দেখা করতে চান৷ বাইরে ছিলেন তাঁর জামাইবাবু৷ খুব স্বাভাবিকভাবেই ওই রিপোর্টারকে ভিতরে যাওয়ার অনুমতি দেওয়া হয়৷ সেখানে গিয়েই তিনি ভাগ্যশ্রীর স্বামীকে জিজ্ঞাসা করেন, সলমনের সঙ্গে স্ত্রীর সম্পর্কের কথা জেনে কেমন লাগছে৷ ভাগ্যশ্রী জানিয়েছেন, সলমনের মতো নিপাট ভালমানুষ হয় না৷ কখনওই তাঁদের মধ্যে কিছু ছিল না৷ এমন প্রশ্ন এর আগে কেউ কোনওদিন করেনি৷