#Yearender2018: স্টার নয়, গল্পই এবার হিট ! এ বছরের সেরা ৫ ছবি

Last Updated:
1/6
বদলে গেল বলিউডের ফিল্মি রসায়ন ৷ কোনও স্টার নয়, মেগা বাজেট নয় ৷ বরং দর্শকরা মেতে উঠলেন অল্প বাজেটের, দারুণ গল্পের ছবিতে, তাই তো খানজাদাদের ভুলে এবছর বলিউডে কামাল দেখাল আয়ুষ্মান, ভিকি কৌশল ও রণবীর সিংয়েরা ৷ আসুন দেখে নেওয়া যাক ৷ এ বছরের সেরা ৫ ছবি কোনগুলি ৷
বদলে গেল বলিউডের ফিল্মি রসায়ন ৷ কোনও স্টার নয়, মেগা বাজেট নয় ৷ বরং দর্শকরা মেতে উঠলেন অল্প বাজেটের, দারুণ গল্পের ছবিতে, তাই তো খানজাদাদের ভুলে এবছর বলিউডে কামাল দেখাল আয়ুষ্মান, ভিকি কৌশল ও রণবীর সিংয়েরা ৷ আসুন দেখে নেওয়া যাক ৷ এ বছরের সেরা ৫ ছবি কোনগুলি ৷
advertisement
2/6
অন্ধাধুন: এই ছবি দেখে খারাপ লেগেছে, এরকম মানুষ খুঁজে পাওয়া খুব কঠিন কাজ ৷ কারণ, একের পর এক ট্যুইস্টে প্রায় নাজেহাল ‘অন্ধাধুন’-এর দর্শক ৷ তবে শেষমেশ এই ছবি নিয়ে উচ্ছ্বসিত সিনে পরিচালক ৷ আয়ুষ্মান খুরানা, টাব্বু, রাধিকা আপ্টের অসাধারণ অভিনয় এ বছরের সেরা ছবির মধ্যে একটি অবশ্যই এই অন্ধাধুন ৷ ছবির পরিচালক শ্রীরাম রাঘবন !
অন্ধাধুন: এই ছবি দেখে খারাপ লেগেছে, এরকম মানুষ খুঁজে পাওয়া খুব কঠিন কাজ ৷ কারণ, একের পর এক ট্যুইস্টে প্রায় নাজেহাল ‘অন্ধাধুন’-এর দর্শক ৷ তবে শেষমেশ এই ছবি নিয়ে উচ্ছ্বসিত সিনে পরিচালক ৷ আয়ুষ্মান খুরানা, টাব্বু, রাধিকা আপ্টের অসাধারণ অভিনয় এ বছরের সেরা ছবির মধ্যে একটি অবশ্যই এই অন্ধাধুন ৷ ছবির পরিচালক শ্রীরাম রাঘবন !
advertisement
3/6
 বাধাই হো: ফের আয়ুষ্মান খুরানা ৷ তবে এবার থ্রিলার নয় ৷ বরং সোশ্যাল ড্রামা নিয়েই ছবি ‘বাধাই হো’ ৷ এক মধ্যবয়স্কা মহিলার গর্ভবতী হওয়া নিয়েই গল্প তৈরি হয় বাধাই হো ! এক নতুন ভাবনাকে প্রশংসা করেছে দর্শক ৷ সমালোচকরাও বেশ আপ্লুত ছবি নিয়ে ৷ সব মিলিয়ে এ বছরের সেরা ছবির মধ্যে অন্যতম বাধাই হো ! পরিচালক অমিত শর্মা ৷
বাধাই হো: ফের আয়ুষ্মান খুরানা ৷ তবে এবার থ্রিলার নয় ৷ বরং সোশ্যাল ড্রামা নিয়েই ছবি ‘বাধাই হো’ ৷ এক মধ্যবয়স্কা মহিলার গর্ভবতী হওয়া নিয়েই গল্প তৈরি হয় বাধাই হো ! এক নতুন ভাবনাকে প্রশংসা করেছে দর্শক ৷ সমালোচকরাও বেশ আপ্লুত ছবি নিয়ে ৷ সব মিলিয়ে এ বছরের সেরা ছবির মধ্যে অন্যতম বাধাই হো ! পরিচালক অমিত শর্মা ৷
advertisement
4/6
 পদ্মাবত: মুক্তি পাওয়ার কথা ছিল গত বছর ৷ কিন্তু করণি সেনার ঝামেলায় ছবি গেল পিছিয়ে ৷ তবুও দীপিকা, রণবীর ও শাহিদের দারুণ অভিনয়ে কামাল দেখাল পদ্মাবত ৷ বক্স অফিসেও জমিয়ে ব্যবসা করল সঞ্জয়লীলা বনশালির ছবি পদ্মাবত !
পদ্মাবত: মুক্তি পাওয়ার কথা ছিল গত বছর ৷ কিন্তু করণি সেনার ঝামেলায় ছবি গেল পিছিয়ে ৷ তবুও দীপিকা, রণবীর ও শাহিদের দারুণ অভিনয়ে কামাল দেখাল পদ্মাবত ৷ বক্স অফিসেও জমিয়ে ব্যবসা করল সঞ্জয়লীলা বনশালির ছবি পদ্মাবত !
advertisement
5/6
সঞ্জু: সঞ্জয় দত্ত বাস্তবে কেমন ছিলেন? কীভাবে জড়ালেন নানান বিতর্কীত ঘটনায়? সব নিয়েই রাজকুমার হিরানির ছবি সঞ্জু ৷ এই ছবি সমালোচকদের কাছে মিশ্র প্রতিক্রিয়া পায় ৷ তবে রণবীর কাপুরের অসাধরণ অভিনয়ের প্রশংসা করেছেন সবাই ৷
সঞ্জু: সঞ্জয় দত্ত বাস্তবে কেমন ছিলেন? কীভাবে জড়ালেন নানান বিতর্কীত ঘটনায়? সব নিয়েই রাজকুমার হিরানির ছবি সঞ্জু ৷ এই ছবি সমালোচকদের কাছে মিশ্র প্রতিক্রিয়া পায় ৷ তবে রণবীর কাপুরের অসাধরণ অভিনয়ের প্রশংসা করেছেন সবাই ৷
advertisement
6/6
রাজি : আলিয়া ভাট মানেই নতুন কিছু ৷ আর এবারও তার ব্যতিক্রম হল না ৷ মেঘনা গুলজারের ‘রাজি’তে দুর্দান্ত অভিনয় করে নজর কাড়লেন আলিয়া ! বক্স অফিসেও জমিয়ে হিট এই ছবি ৷
রাজি : আলিয়া ভাট মানেই নতুন কিছু ৷ আর এবারও তার ব্যতিক্রম হল না ৷ মেঘনা গুলজারের ‘রাজি’তে দুর্দান্ত অভিনয় করে নজর কাড়লেন আলিয়া ! বক্স অফিসেও জমিয়ে হিট এই ছবি ৷
advertisement
advertisement
advertisement