#Yearender2018: স্টার নয়, গল্পই এবার হিট ! এ বছরের সেরা ৫ ছবি
- Published by:Akash Misra
- news18 bangla
Last Updated:
advertisement
অন্ধাধুন: এই ছবি দেখে খারাপ লেগেছে, এরকম মানুষ খুঁজে পাওয়া খুব কঠিন কাজ ৷ কারণ, একের পর এক ট্যুইস্টে প্রায় নাজেহাল ‘অন্ধাধুন’-এর দর্শক ৷ তবে শেষমেশ এই ছবি নিয়ে উচ্ছ্বসিত সিনে পরিচালক ৷ আয়ুষ্মান খুরানা, টাব্বু, রাধিকা আপ্টের অসাধারণ অভিনয় এ বছরের সেরা ছবির মধ্যে একটি অবশ্যই এই অন্ধাধুন ৷ ছবির পরিচালক শ্রীরাম রাঘবন !
advertisement
বাধাই হো: ফের আয়ুষ্মান খুরানা ৷ তবে এবার থ্রিলার নয় ৷ বরং সোশ্যাল ড্রামা নিয়েই ছবি ‘বাধাই হো’ ৷ এক মধ্যবয়স্কা মহিলার গর্ভবতী হওয়া নিয়েই গল্প তৈরি হয় বাধাই হো ! এক নতুন ভাবনাকে প্রশংসা করেছে দর্শক ৷ সমালোচকরাও বেশ আপ্লুত ছবি নিয়ে ৷ সব মিলিয়ে এ বছরের সেরা ছবির মধ্যে অন্যতম বাধাই হো ! পরিচালক অমিত শর্মা ৷
advertisement
advertisement
advertisement