তারকাদের প্রিয় ডেস্টিনেশন হল মলদ্বীপ। এবার মলদ্বীপের বিচে জলকেলী করতে দেখা গেল অভনীত কৌরকে। স্যুইমিং পুলে রাজকীয় খাওয়াদাওয়া অভনীতের। কমলা রঙের হালকা ড্রেসের সঙ্গে মানানসই সাজ। একেবারে আদর্শ সাজ সমুদ্রের জন্য। বিকিনিতে স্পষ্ট অভনীতের টানটান চেহারা। পারদ চড়ল মুহূর্তেই। ব্যাকলেস টপের সঙ্গে প্যান্ট। খোলা পিঠে যৌবনের ঝলকানি। ) রঙিন পোশাকে বালুকাবেলায় উষ্ণতার পরশ। সাদা শর্ট ড্রেসের সঙ্গে মাথায় বান্দানা। অভনীত যেন ফ্যাশনিস্তা। সমুদ্রের জল বয়ে যাচ্ছে। অভনীতের পরনে রঙিন বিচওয়্যার। মাল্টিকালার্ড কো অর্ড সেটে উষ্ণতা বাড়িয়ে দিয়েছেন লাস্যময়ী। স্যুইমিং পুলে অভনীতের জলকেলী। স্বচ্ছ পোশাকে যৌবনের উঁকিঝুঁকি। বিকিনি ড্রেসে যেন মোহময়ী অভনীত।