advertisement

Arijit Singh Second Wife: প্রথম বিয়ের সিদ্ধান্ত ভুল ছিল, ছোটবেলার বন্ধুর হাত ধরেই দ্বিতীয়বার সংসার, অরিজিৎ-কোয়েলের ছোটবেলার বন্ধুত্ব এখন মধুর দাম্পত্য

Last Updated:
Arijit Singh Second Wife: অরিজিৎ সিংয়ের স্ত্রী কোয়েল রায়ের পরিচয় ও ব্যক্তিগত জীবন, অরিজিৎ সিং ও কোয়েল রায়ের ব্যক্তিগত জীবন, সরল বিয়ে, পরিবার ও সন্তানদের গল্প জানুন
1/8
কলকাতা: অরিজিৎ সিং-এর ব্যক্তিগত জীবন সবসময়ই তাঁর সরলতা আর ব্যক্তিগত থাকার কারণে আলোচনায় থেকেছে। খুব কম মানুষ জানেন, অরিজিৎ সিংয়ের দ্বিতীয় স্ত্রী কোয়েল রায় তাঁর ছোটবেলার বন্ধু। লাইমলাইট থেকে দূরে থাকা কোয়েল গ্ল্যামার ওয়ার্ল্ডের সঙ্গে কোনও সম্পর্ক রাখেন না এবং সবসময় ক্যামেরা থেকে দূরে থাকেন।
কলকাতা: অরিজিৎ সিং-এর ব্যক্তিগত জীবন সবসময়ই তাঁর সরলতা আর ব্যক্তিগত থাকার কারণে আলোচনায় থেকেছে। খুব কম মানুষ জানেন, অরিজিৎ সিংয়ের দ্বিতীয় স্ত্রী কোয়েল রায় তাঁর ছোটবেলার বন্ধু। লাইমলাইট থেকে দূরে থাকা কোয়েল গ্ল্যামার ওয়ার্ল্ডের সঙ্গে কোনও সম্পর্ক রাখেন না এবং সবসময় ক্যামেরা থেকে দূরে থাকেন।
advertisement
2/8
অরিজিৎ সিং প্লেব্যাক থেকে রিটায়ারমেন্টের ঘোষণা দিয়ে ফ্যানদের চমকে দিয়েছেন। ‘তুম হি হো’ (আশিকি ২) দিয়ে রাতারাতি সুপারস্টার হয়ে ওঠা আরিজিৎ ‘এ দিল হ্যায় মুশকিল’, ‘আপনা বনা লে’, ‘জালিমা’, ‘হাওয়ায়ে’, ‘কেশরিয়া’ সহ বলিউডে একের পর এক সুপারহিট গান উপহার দিয়েছেন। রিটায়ারমেন্টের পরও উনি মিউজিক বানাবেন, লাইভ শো আর ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্টে ফোকাস করবেন। 
অরিজিৎ সিং প্লেব্যাক থেকে রিটায়ারমেন্টের ঘোষণা দিয়ে ফ্যানদের চমকে দিয়েছেন। ‘তুম হি হো’ (আশিকি ২) দিয়ে রাতারাতি সুপারস্টার হয়ে ওঠা আরিজিৎ ‘এ দিল হ্যায় মুশকিল’, ‘আপনা বনা লে’, ‘জালিমা’, ‘হাওয়ায়ে’, ‘কেশরিয়া’ সহ বলিউডে একের পর এক সুপারহিট গান উপহার দিয়েছেন। রিটায়ারমেন্টের পরও উনি মিউজিক বানাবেন, লাইভ শো আর ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্টে ফোকাস করবেন।
advertisement
3/8
কিন্তু তাঁর পার্সোনাল লাইফ ঠিক ততটাই প্রাইভেট, যতটা তাঁর কণ্ঠ আবেগপ্রবণ।  অরিজিৎ অবশ্য একবার না, দু’বার বিয়ে করেছেন। প্রথম বিয়ে সফল না হওয়ার পর তিনি কোয়েল রায়-কে স্ত্রী হিসেবে বেছে নেন, যিনি তাঁর জীবনের সবচেয়ে বড় সাপোর্ট। চিনে নিন কোয়েল রায়কে৷
কিন্তু তাঁর পার্সোনাল লাইফ ঠিক ততটাই প্রাইভেট, যতটা তাঁর কণ্ঠ আবেগপ্রবণ।  অরিজিৎ অবশ্য একবার না, দু’বার বিয়ে করেছেন। প্রথম বিয়ে সফল না হওয়ার পর তিনি কোয়েল রায়-কে স্ত্রী হিসেবে বেছে নেন, যিনি তাঁর জীবনের সবচেয়ে বড় সাপোর্ট। চিনে নিন কোয়েল রায়কে৷
advertisement
4/8
অরিজিৎ সিং-এর দ্বিতীয় স্ত্রী কোয়েল রায়। যিনি গ্ল্যামার ওয়ার্ল্ডের সঙ্গে কোনো সম্পর্ক রাখেন না এবং সবসময় ক্যামেরা থেকে দূরে থাকেন। কোয়েল রায়-র জন্ম ১৯৯১ সালে পশ্চিমবঙ্গে। তিনি অরিজিৎ সিংয়ের ছোটবেলার বন্ধু। খুব কম মানুষ জানেন, আরিজিৎ-কে বিয়ে করার আগে কোয়েলের বিয়ে হয়েছিল, যা পরে কোনও ব্যক্তিগত কারণে ভেঙে যায়। জানা যায়, তাঁর প্রথম বিয়ে থেকে একটি মেয়েও আছে। যদিও কোয়েল কখনই নিজের ব্যক্তিগত জীবন সকলের সামনে  আনতে চান না।
অরিজিৎ সিং-এর দ্বিতীয় স্ত্রী কোয়েল রায়। যিনি গ্ল্যামার ওয়ার্ল্ডের সঙ্গে কোনো সম্পর্ক রাখেন না এবং সবসময় ক্যামেরা থেকে দূরে থাকেন। কোয়েল রায়-র জন্ম ১৯৯১ সালে পশ্চিমবঙ্গে। তিনি অরিজিৎ সিংয়ের ছোটবেলার বন্ধু। খুব কম মানুষ জানেন, আরিজিৎ-কে বিয়ে করার আগে কোয়েলের বিয়ে হয়েছিল, যা পরে কোনও ব্যক্তিগত কারণে ভেঙে যায়। জানা যায়, তাঁর প্রথম বিয়ে থেকে একটি মেয়েও আছে। যদিও কোয়েল কখনই নিজের ব্যক্তিগত জীবন সকলের সামনে  আনতে চান না।
advertisement
5/8
মন্দিরে গোপনে বিয়েমিডিয়া রিপোর্ট অনুযায়ী, অরিজিৎ সিং আর কোয়েল রায় ২০১৪ সালের জানুয়ারিতে পশ্চিমবঙ্গের তারাপীঠ মন্দিরে খুব সাধারণভাবে বিয়ে করেন। এই বিয়ে পুরোপুরি বাঙালি রীতিতে হয়, যেখানে শুধু পরিবার আর কাছের বন্ধুরা ছিলেন। ততদিনে অরিজিৎ সিং বলিউডে নিজের গলার জাদু দিয়ে সাম্রাজ্য বিস্তার করে নিয়েছিলেন৷  তাঁর কেরিয়ারের পিকে ছিলেন, কিন্তু তিনি জাঁকজমক না করে সারল্যই বেছে নেন।
মন্দিরে গোপনে বিয়েমিডিয়া রিপোর্ট অনুযায়ী, অরিজিৎ সিং আর কোয়েল রায় ২০১৪ সালের জানুয়ারিতে পশ্চিমবঙ্গের তারাপীঠ মন্দিরে খুব সাধারণভাবে বিয়ে করেন। এই বিয়ে পুরোপুরি বাঙালি রীতিতে হয়, যেখানে শুধু পরিবার আর কাছের বন্ধুরা ছিলেন। ততদিনে অরিজিৎ সিং বলিউডে নিজের গলার জাদু দিয়ে সাম্রাজ্য বিস্তার করে নিয়েছিলেন৷  তাঁর কেরিয়ারের পিকে ছিলেন, কিন্তু তিনি জাঁকজমক না করে সারল্যই বেছে নেন।
advertisement
6/8
স্টারডমের পরেও সাধারণ জীবনঅরিজিৎ সিং আর কোয়েল রায় প্রায়ই তাঁদের সরলতার জন্য আলোচনায় থাকেন। মে ২০২৪-এ লোকসভা নির্বাচনের সময় অরিজিৎ-কে নিজের গ্রাম জিয়াগঞ্জ (মুর্শিদাবাদ)-এ স্ত্রী-র সঙ্গে স্কুটারে যেতে দেখা গিয়েছিল। দু’জনে স্থানীয় স্কুলে গিয়ে ভোট দেন। এই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয় এবং অরিজিৎ-এর মাটির কাছাকাছি থাকা ইমেজ আরও মজবুত হয়।
স্টারডমের পরেও সাধারণ জীবনঅরিজিৎ সিং আর কোয়েল রায় প্রায়ই তাঁদের সরলতার জন্য আলোচনায় থাকেন। মে ২০২৪-এ লোকসভা নির্বাচনের সময় অরিজিৎ-কে নিজের গ্রাম জিয়াগঞ্জ (মুর্শিদাবাদ)-এ স্ত্রী-র সঙ্গে স্কুটারে যেতে দেখা গিয়েছিল। দু’জনে স্থানীয় স্কুলে গিয়ে ভোট দেন। এই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয় এবং অরিজিৎ-এর মাটির কাছাকাছি থাকা ইমেজ আরও মজবুত হয়।
advertisement
7/8
ব্যক্তিগত কিন্তু শক্তিশালী সম্পর্কঅরিজিৎ সিং সবসময় নিজের পরিবারকে মিডিয়ার ঝলকানি থেকে দূরে রেখেছেন। কোয়েল রায়-ও এই ভাবনাকে মানেন। না সোশ্যাল মিডিয়ায় উপস্থিতি, না কোনো পাবলিক ইভেন্টে দেখা যায়। কোয়েল একজন ব্যক্তিগত কিন্তু শক্তিশালী সঙ্গী হিসেবে অরিজিৎ-এর জীবনের গুরুত্বপূর্ণ অংশ। কোয়েল তাঁর জীবনের সেই সঙ্গী, যিনি কঠিন সময়ে পাশে ছিলেন এবং আজও প্রাইভেসি বজায় রেখেছেন।
ব্যক্তিগত কিন্তু শক্তিশালী সম্পর্কঅরিজিৎ সিং সবসময় নিজের পরিবারকে মিডিয়ার ঝলকানি থেকে দূরে রেখেছেন। কোয়েল রায়-ও এই ভাবনাকে মানেন। না সোশ্যাল মিডিয়ায় উপস্থিতি, না কোনো পাবলিক ইভেন্টে দেখা যায়। কোয়েল একজন ব্যক্তিগত কিন্তু শক্তিশালী সঙ্গী হিসেবে অরিজিৎ-এর জীবনের গুরুত্বপূর্ণ অংশ। কোয়েল তাঁর জীবনের সেই সঙ্গী, যিনি কঠিন সময়ে পাশে ছিলেন এবং আজও প্রাইভেসি বজায় রেখেছেন।
advertisement
8/8
দুই ছেলের বাবা-মাঅরিজিৎ আর কোয়েল দুই ছেলে তাঁরা আলি আর জুল-এর বাবা-মা। বিশেষ বিষয় হল, তাঁদের ছেলে জুল অরিজিৎ-এর ডিরেক্টর হিসেবে প্রথম বাংলা ছবি ‘সা’ (Sa, ২০১৮)-তে অভিনয় করেছিল। এক ইন্টারভিউতে Bombay Times-এ কথা বলতে গিয়ে অরিজিৎ জানিয়েছিলেন, জুল রাত ১০টার পর ঘুমিয়ে পড়ে, কিন্তু শ্যুটিংয়ের জন্য সে পুরো রাত জেগে ছিল। প্রতিটা শটের পর সে তাঁর কাছে এসে কাঁদত, কিন্তু তবুও সে দারুণ কাজ করেছিল।
দুই ছেলের বাবা-মাঅরিজিৎ আর কোয়েল দুই ছেলে তাঁরা আলি আর জুল-এর বাবা-মা। বিশেষ বিষয় হল, তাঁদের ছেলে জুল অরিজিৎ-এর ডিরেক্টর হিসেবে প্রথম বাংলা ছবি ‘সা’ (Sa, ২০১৮)-তে অভিনয় করেছিল। এক ইন্টারভিউতে Bombay Times-এ কথা বলতে গিয়ে অরিজিৎ জানিয়েছিলেন, জুল রাত ১০টার পর ঘুমিয়ে পড়ে, কিন্তু শ্যুটিংয়ের জন্য সে পুরো রাত জেগে ছিল। প্রতিটা শটের পর সে তাঁর কাছে এসে কাঁদত, কিন্তু তবুও সে দারুণ কাজ করেছিল।
advertisement
advertisement
advertisement