"যার মা এরকম তার ছেলে কেমন হতে পারে..." বিয়ের ২৫ বছরে স্বামী-শাশুড়িকে নিয়ে লম্বা পোস্ট অপরাজিতা আঢ্যর

Last Updated:
Aparajita Adhya: স্বামীর সঙ্গে একগুচ্ছ ছবি, আবেগে মাখা লেখা অভিনেত্রীর
1/10
২৫ বছরের বিবাহিত জীবন৷ একেবারে যেন চোখের নিমেষে কেটে গেল৷ বলছেন অপরাজিতা আঢ্য৷ আর এই সময়টা নিয়ে লিখতে গিয়ে খুবই আবেগতাড়িত হয়ে পড়লেন তিনি৷ বিশেষত নিজের জীবন কীভাবে এবং কতটা বদলেছে সেটাও লিখেছেন অপরাজিতা৷
২৫ বছরের বিবাহিত জীবন৷ একেবারে যেন চোখের নিমেষে কেটে গেল৷ বলছেন অপরাজিতা আঢ্য৷ আর এই সময়টা নিয়ে লিখতে গিয়ে খুবই আবেগতাড়িত হয়ে পড়লেন তিনি৷ বিশেষত নিজের জীবন কীভাবে এবং কতটা বদলেছে সেটাও লিখেছেন অপরাজিতা৷
advertisement
2/10
অপরাজিতা আঢ্যের স্বামীর নাম অতনু৷ পেশায় এডিটর৷ ভিডিও সম্পাদনার কাজের সঙ্গে যুক্ত তিনি৷ ২৫ বছর আগে ঘর বাঁধেন অপরাজিতা৷ সেই থেকেই চলছে তাঁর সংসার৷ এবং এই সংসারেই তিনি বেড়ে উঠেছে বয়সের সঙ্গে সঙ্গে৷
অপরাজিতা আঢ্যের স্বামীর নাম অতনু৷ পেশায় এডিটর৷ ভিডিও সম্পাদনার কাজের সঙ্গে যুক্ত তিনি৷ ২৫ বছর আগে ঘর বাঁধেন অপরাজিতা৷ সেই থেকেই চলছে তাঁর সংসার৷ এবং এই সংসারেই তিনি বেড়ে উঠেছে বয়সের সঙ্গে সঙ্গে৷
advertisement
3/10
তিনি লিখেছেন যে, এই বাড়িতেই বয়সে ছোট্ট একটা মেয়ে কিন্তু সম্পর্কে সবার বড় সে আজ সত্যিই সবার বড়ই হয়ে গেল৷ অর্থাৎ বিয়ের সময় তাঁর বয়স অনেকটা ছোট থাকলেও ধীরে ধীরে এই পরিবারের সঙ্গেই তিনি বড় হয়েছেন৷ সকলের সঙ্গে মিলে মিশে খুবই গুছিয়ে নিয়েছেন সংসার৷
তিনি লিখেছেন যে, এই বাড়িতেই বয়সে ছোট্ট একটা মেয়ে কিন্তু সম্পর্কে সবার বড় সে আজ সত্যিই সবার বড়ই হয়ে গেল৷ অর্থাৎ বিয়ের সময় তাঁর বয়স অনেকটা ছোট থাকলেও ধীরে ধীরে এই পরিবারের সঙ্গেই তিনি বড় হয়েছেন৷ সকলের সঙ্গে মিলে মিশে খুবই গুছিয়ে নিয়েছেন সংসার৷
advertisement
4/10
বিবাহবার্ষিকী নিয়ে লিখতে গিয়ে তিনি তাঁর শাশুড়ির ভূয়সী প্রশংসা করেন৷ তাঁদের সংসারের হিরো তাঁর শাশুড়িমা, জানিয়ে দিলেন অপরাজিতা৷ শাশুড়ি-বৌমার হিংসা যেখানে সর্বত্র শোনা যায়, সেখানে অপরাজিতা আঢ্য হেঁটেছেন একেবারে অন্য পথে৷ তিনি তাঁর সংসারের পুরো কৃতীত্বই দিচ্ছেন তাঁর শাশুড়িকে৷
বিবাহবার্ষিকী নিয়ে লিখতে গিয়ে তিনি তাঁর শাশুড়ির ভূয়সী প্রশংসা করেন৷ তাঁদের সংসারের হিরো তাঁর শাশুড়িমা, জানিয়ে দিলেন অপরাজিতা৷ শাশুড়ি-বৌমার হিংসা যেখানে সর্বত্র শোনা যায়, সেখানে অপরাজিতা আঢ্য হেঁটেছেন একেবারে অন্য পথে৷ তিনি তাঁর সংসারের পুরো কৃতীত্বই দিচ্ছেন তাঁর শাশুড়িকে৷
advertisement
5/10
এর মধ্যে তিনি তাঁর শ্বশুর এবং দিদি শাশুড়ির মৃত্যুর জন্য দুঃখপ্রকাশ করেছেন৷
এর মধ্যে তিনি তাঁর শ্বশুর এবং দিদি শাশুড়ির মৃত্যুর জন্য দুঃখপ্রকাশ করেছেন৷
advertisement
6/10
সব শেষে নিজের স্বামীর কথা উল্লেখ করেছেন অপা৷ তবে স্বামীর সম্বন্ধে বিশেষ কিছু লেখেননি৷ শুধুমাত্র লিখেছেন যে, ওটা নাহয় আমার মনেই থাক আর আপনারা ভেবেই নিন যার মা এরকম তার ছেলে কেমন হতে পারে....
সব শেষে নিজের স্বামীর কথা উল্লেখ করেছেন অপা৷ তবে স্বামীর সম্বন্ধে বিশেষ কিছু লেখেননি৷ শুধুমাত্র লিখেছেন যে, ওটা নাহয় আমার মনেই থাক আর আপনারা ভেবেই নিন যার মা এরকম তার ছেলে কেমন হতে পারে....
advertisement
7/10
অপরাজিতা খুবই হাসিখুশি স্বভাবের৷ এবং এভাবেই নিজের দাম্পত্য জীবন কাটাতে চান৷
অপরাজিতা খুবই হাসিখুশি স্বভাবের৷ এবং এভাবেই নিজের দাম্পত্য জীবন কাটাতে চান৷
advertisement
8/10
অপার বিবাহবার্ষিকীর এমন পোস্টে বহু শুভাকাঙ্খী তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন৷
অপার বিবাহবার্ষিকীর এমন পোস্টে বহু শুভাকাঙ্খী তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন৷
advertisement
9/10
একই সঙ্গে তাঁর ও স্বামী অতনুর অনেকগুলি ছবির মাধ্যমে পুরনো দিনের কথা মনে করিয়ে দিতে চেয়েছেন তিনি৷ ভেসেছেন নস্টালজিয়ায়৷
একই সঙ্গে তাঁর ও স্বামী অতনুর অনেকগুলি ছবির মাধ্যমে পুরনো দিনের কথা মনে করিয়ে দিতে চেয়েছেন তিনি৷ ভেসেছেন নস্টালজিয়ায়৷
advertisement
10/10
আপনার ও আপনার পরিবারের জন্য রইল অনেক শুভেচ্ছা৷
আপনার ও আপনার পরিবারের জন্য রইল অনেক শুভেচ্ছা৷
advertisement
advertisement
advertisement