সুশান্ত সিং রাজপুতের আকস্মিক মৃত্যুর সঙ্গে ৮ জুন অভিনেতার প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যুর যোগসূত্র রয়েছে ? আত্মহত্যা করেছিলেন দিশা না কি খুন? না রয়েছে অন্য কোনও চক্রান্ত ? জোরকদমে তদন্ত করছে তদন্তকারী দল! এরমধ্যেই সামনে এল এক চাঞ্চল্যকর তথ্য! প্রত্যক্ষদর্শীর বয়ান অনুযায়ী, মৃত্যুর ঠিক আগে জুহুতে একটি পার্টিতে গিয়েছিলেন দিশা, আর সেখানেই তাঁকে গণধর্ষণ করা হয়!
দিশার মৃত্যুর পর থেকেই মুখ কুলেপ এঁটেছেন রোহন রাই। সমস্তকিছু জানার পরও রোহন কেন মুখ খুলছেন না ? সম্প্রতি এই প্রশ্ন তোলেন বিজেপি বিধায়ক নীতিশ রানে। পাশাপাশি রোহনকে সিবিআইয়ের জিজ্ঞাসা করা উচিত বলেও তাঁর দাবি। দিশার মৃত্যুর সঙ্গে সুশান্তের মৃত্যুর যোগ রয়েছে বলে মনে করেন নীতিশ। নিরাপত্তার কারণেই হয়তো ভয়ে মুখ খুলছেন না রোহন, কাজেই তাঁকে পুলিশি নিরাপত্তা দেওয়া উচিত বলেও দাবি বিজেপি বিধায়কের।
সম্প্রতি এক ইংরেজি সংবাদমাধ্যমে দিশার অন্তরঙ্গ বন্ধু রেশমি দেশাই জানিয়েছেন, ‘দিশার আত্মহত্যার খবর পেয়ে খুব অবাক হয়েছিলাম ৷ ভাবতেই পারিনি এরকমটা হতে পারে ৷ আসলে, তাঁর আগের দিনই আমাদের কথা হয় ৷ সিমলা যাওয়ার প্ল্যান বানিয়েছিলাম, তা নিয়েই আলোচনার জন্য দেখা করার কথা ছিল ৷ হঠাৎ করে ওর মৃত্যুর খবরে চমকে যাই ৷ একটা মেয়ে যে ঘোরার প্ল্যান করে, সে কীভাবে আত্মহত্যা করতে পারে?’