‘আমরা জিতেছি, আমরা জিতেছি...’, ছেলে অভিষেকের জয়ে অমিতাভ বচ্চন আনন্দে আত্মহারা ! একটি পোস্টে প্রকাশও করলেন মনের কথা
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
আনন্দ সবার সঙ্গে ভাগ করে নিয়ে অমিতাভ বচ্চন ছেলে অভিষেক বচ্চন এবং তাঁর পুরো দলকে অভিনন্দন জানিয়েছেন।
অনেকেই বলেন যে বচ্চনদের সোশ্যাল মিডিয়া পোস্টে পরিবারের সদস্যদের নিয়ে বড় একটা কিছু থাকে না। কথাটা কিন্তু সর্বৈবভাবে সত্যি নয়। অন্তত অমিতাভ বচ্চন ধারাবাহিকভাবে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পরিবারের সদস্যদের সাফল্য এবং সেই সূত্রে নিজের উচ্ছ্বাস প্রকট করে থাকেন। অন্য দিকে, এই বর্ষীয়াণ বলিউড সুপারস্টার প্রায়শই তাঁর বাবার কবিতার কিছু অংশও উদ্ধৃতি দিয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভক্তদের সঙ্গে শেয়ার করে নেন। কিন্তু এবার অমিতাভ বচ্চন ইনস্টাগ্রামে এক পোস্ট করে তাঁর ছেলে অভিষেক বচ্চনের জয়ে নিজের আনন্দ প্রকাশ করেছেন।
advertisement
advertisement
advertisement
অভিনেতা আরও লিখেছেন, ‘‘দলের প্রতি আমার শুভকামনা... এই জয় এবং এই মরশুমে আরও কয়েকটি জয় অনেক ভাল প্রতিপক্ষের বিরুদ্ধে প্রতিভা এবং ইচ্ছাশক্তির প্রদর্শন করে।’’ অভিনেতার পোস্টে ভক্তরাও প্রতিক্রিয়া জানাচ্ছেন এবং অভিষেক বচ্চনকে তাঁর জয়ের জন্য অভিনন্দন জানাচ্ছেন। একজন ইউজার লিখেছেন, "হ্যাঁ স্যার... দলটি বিভিন্ন স্তরে শক্তি প্রদর্শন করছে এবং কিছু ভুলও করছে, কিন্তু তাদের মনোবল তুঙ্গে।’’
advertisement
advertisement
এবার আসা যাক বর্ষীয়াণ এই অভিনেতার কাজের কথায়। তাঁর বেশ কয়েকটি ছবি পর পর মুক্তির অপেক্ষায় রয়েছে। আঁখে ২, আঁখ মিচোলি, কল্কি ২, ব্রহ্মাস্ত্র পার্ট ২, ভূতনাথ ২ এবং রামায়ণ-এর মতো বহু প্রতীক্ষিত ছবিগুলো একের পর এক আসছে। এই সবগুলো ছবিই ২০২৬ থেকে ২০২৭ সালের মধ্যে মুক্তি পাবে। অমিতাভ বচ্চনের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ছিল কল্কি ২৮৯৮ এডি, যেখানে তিনি দীপিকা পাড়ুকোন এবং প্রভাসের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন।