'আমায় বাবুসোনা বলে আর কে ডাকবে'? মায়ের মৃত্যুতে যা বললেন অমিত কুমার

Last Updated:
1/5
আজ অর্থাৎ সোমবার সকালে কলকাতায় শেষ নিঃস্বাস ত্যাগ করেন রুমা গুহঠাকুরতা৷ মায়ের মৃত্যুতে শোকবিহ্বল অমিত কুমার৷ নিজেই একটি আবেগঘন পোস্ট করলেন ফেসবুকে৷ তিনি লিখলেন...
আজ অর্থাৎ সোমবার সকালে কলকাতায় শেষ নিঃস্বাস ত্যাগ করেন রুমা গুহঠাকুরতা৷ মায়ের মৃত্যুতে শোকবিহ্বল অমিত কুমার৷ নিজেই একটি আবেগঘন পোস্ট করলেন ফেসবুকে৷ তিনি লিখলেন...
advertisement
2/5
রুমা গুহঠাকুরতা ও কিশোর কুমারের ছেলে অমিত কুমরা৷ বাবাকে অনেক আগেই হারিয়েছেন৷ এবার মাকে হারালেন তিনি৷ মা তাকে বাবুসোনা বলে ডাকতেন৷ মায়ের চলে যাওয়ার সঙ্গে সঙ্গে তাকে বাবুসোনা বলে ডাকার লোক চলে গেল৷ আক্ষেপ অমিতের৷
রুমা গুহঠাকুরতা ও কিশোর কুমারের ছেলে অমিত কুমরা৷ বাবাকে অনেক আগেই হারিয়েছেন৷ এবার মাকে হারালেন তিনি৷ মা তাকে বাবুসোনা বলে ডাকতেন৷ মায়ের চলে যাওয়ার সঙ্গে সঙ্গে তাকে বাবুসোনা বলে ডাকার লোক চলে গেল৷ আক্ষেপ অমিতের৷
advertisement
3/5
মা তার জীবনের বড় শক্তি ছিলেন৷ মায়ের এই চলে যাওয়া অপূরণীর ক্ষতি৷ কোনদিনই কেউ মায়ের জায়গা নিতে পারেন না৷ জানিয়েছেন অমিত৷
মা তার জীবনের বড় শক্তি ছিলেন৷ মায়ের এই চলে যাওয়া অপূরণীর ক্ষতি৷ কোনদিনই কেউ মায়ের জায়গা নিতে পারেন না৷ জানিয়েছেন অমিত৷
advertisement
4/5
তবে মাকে যে তিনি নিয়মিত স্বপ্নে দেখবেন, সেটা শোকবার্তায় লিখেছেন অমিত কুমার৷ Photo Courtesy: Facabook
তবে মাকে যে তিনি নিয়মিত স্বপ্নে দেখবেন, সেটা শোকবার্তায় লিখেছেন অমিত কুমার৷ Photo Courtesy: Facabook
advertisement
5/5
 কিছুদিন আগেই কলকাতায় ফিরেছিলেন রুমাদেবী ছেলে অমিত কুমারের কাছ থেকে ৷ঘুমের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি৷  এনটাই জানা গিয়েছে ৷
কিছুদিন আগেই কলকাতায় ফিরেছিলেন রুমাদেবী ছেলে অমিত কুমারের কাছ থেকে ৷ঘুমের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি৷ এনটাই জানা গিয়েছে ৷
advertisement
advertisement
advertisement