Alia Bhatt-Ranbir Kapoor Wedding: তাঁরা এখন 'মিস্টার অ্যান্ড মিসেস কাপুর', দেখুন রণবীর-আলিয়ার মেহেন্দি অনুষ্ঠানের অদেখা সব ছবি-

Last Updated:
এবার সামনে এল রণবীর-আলিয়ার মেহেন্দি অনুষ্ঠানের ছবি
1/8
বহু জল্পনা-কল্পনার শেষে বৃহস্পতিবার বিয়েটা সেরেই ফেললেন বলিউডের 'হেভিওয়েট' জুটি রণবীর-আলিয়া! ঠিক যেন রূপকথার বিয়ে! সব্যসাচীর সাদা শাড়িতে আলিয়া যেন পরী আর সাদা শেরওয়ানি-পাগড়িতে রণবীর ঠিক যেন গল্পে পড়া যুবরাজ! এবার সামনে এল রণবীর-আলিয়ার মেহেন্দি অনুষ্ঠানের ছবি
বহু জল্পনা-কল্পনার শেষে বৃহস্পতিবার বিয়েটা সেরেই ফেললেন বলিউডের 'হেভিওয়েট' জুটি রণবীর-আলিয়া! ঠিক যেন রূপকথার বিয়ে! সব্যসাচীর সাদা শাড়িতে আলিয়া যেন পরী আর সাদা শেরওয়ানি-পাগড়িতে রণবীর ঠিক যেন গল্পে পড়া যুবরাজ! এবার সামনে এল রণবীর-আলিয়ার মেহেন্দি অনুষ্ঠানের ছবি
advertisement
2/8
১৪ এপ্রিল, বৈশাখী লগ্নে বিয়ে করেন আলিয়া- রণবীর! তার আগের দিন বুধবার রণবীরের বাড়িতেই বসেছিল ‘রালিয়া’র মেহেন্দির আসর। রণবীর নিজের হাতে আলিয়ার নামের মেহেন্দি করেন।
১৪ এপ্রিল, বৈশাখী লগ্নে বিয়ে করেন আলিয়া- রণবীর! তার আগের দিন বুধবার রণবীরের বাড়িতেই বসেছিল ‘রালিয়া’র মেহেন্দির আসর। রণবীর নিজের হাতে আলিয়ার নামের মেহেন্দি করেন।
advertisement
3/8
দেদার মজা হয় মেহেন্দি অনুষ্ঠানে! প্রচুর ফ্রেঞ্চ ফ্রাই খাওয়া, বরপক্ষের তরফে ছিল একটা সারপ্রাইজ পারফরম্যান্স, ডিজে-র ভূমিকায় ছিলেন পরিচালক অয়ন মুখোপাধ্যায়!
দেদার মজা হয় মেহেন্দি অনুষ্ঠানে! প্রচুর ফ্রেঞ্চ ফ্রাই খাওয়া, বরপক্ষের তরফে ছিল একটা সারপ্রাইজ পারফরম্যান্স, ডিজে-র ভূমিকায় ছিলেন পরিচালক অয়ন মুখোপাধ্যায়!
advertisement
4/8
রণবীরকে নিজের সবচেয়ে প্রিয় শিল্পী বলে উল্লেখ করেন আলিয়া। জানান, আলিয়ার পছন্দের সব গানে মেহেন্দিতে নেচেছেন রণবীর।
রণবীরকে নিজের সবচেয়ে প্রিয় শিল্পী বলে উল্লেখ করেন আলিয়া। জানান, আলিয়ার পছন্দের সব গানে মেহেন্দিতে নেচেছেন রণবীর।
advertisement
5/8
সোশ্যাল মিডিয়ায় মেহেন্দির ছবি পোসট করে আলিয়া লেখেন, ''  এরপর কিছু আনন্দাশ্রু, কিছু আশীর্বাদ ধন্য মুহূর্ত- আমার চিরকালের ভালোবাসার মানুষটির সঙ্গে। কিছু কিছু দিন কেটে যায়, আবার কিছু দিন এমনভাবেও কাটে'
সোশ্যাল মিডিয়ায় মেহেন্দির ছবি পোসট করে আলিয়া লেখেন, '' এরপর কিছু আনন্দাশ্রু, কিছু আশীর্বাদ ধন্য মুহূর্ত- আমার চিরকালের ভালোবাসার মানুষটির সঙ্গে। কিছু কিছু দিন কেটে যায়, আবার কিছু দিন এমনভাবেও কাটে'
advertisement
6/8
মেহেন্দি অনুষ্ঠানে বাবা প্রয়াত ঋষি কাপুরের ছবি হাতে ফ্রেমবন্দি রণবীর কাপুর
মেহেন্দি অনুষ্ঠানে বাবা প্রয়াত ঋষি কাপুরের ছবি হাতে ফ্রেমবন্দি রণবীর কাপুর
advertisement
7/8
মেহেন্দি অনুষ্ঠানে সুন্দর-মিষ্টি মুহূর্ত
মেহেন্দি অনুষ্ঠানে সুন্দর-মিষ্টি মুহূর্ত
advertisement
8/8
মেহেন্দি অনুষ্ঠানে বান্দবীদের সঙ্গে আলিয়া! এদিন তিনি সেজেছিলেন লাল ফ্লোরাল লেহেঙ্গায়, গলায় কুন্দনের হার, মাথায় মাংগ টিকা।
মেহেন্দি অনুষ্ঠানে বান্দবীদের সঙ্গে আলিয়া! এদিন তিনি সেজেছিলেন লাল ফ্লোরাল লেহেঙ্গায়, গলায় কুন্দনের হার, মাথায় মাংগ টিকা।
advertisement
advertisement
advertisement