Alia Bhatt: বলিউডের কোনও বড় নাম নয়, অলিয়ার প্রিয় ফোটোগ্রাফার এই অভিনেতা! জানেন কি

Last Updated:
Alia Bhatt: সম্প্রতি, আলিয়া ভাট ইনস্টাগ্রামে একটি ‘আস্ক মি এনিথিং’ সেশন করেছিলেন। সেখানে তিনি তাঁর ভক্তদের মজার কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন।
1/6
রূপকথার মতো প্রেম, তারপর বিয়ে৷ বলিউডের তারকা জুটিদের ভিড়ে রণবীর-আলিয়া নি:সন্দেহে অন্যতম৷ পর্দাতেই হোক বা বাস্তবে, 'রালিয়া'র ভালবাসা মন জয় করে নেয় ভক্তকুলের।
রূপকথার মতো প্রেম, তারপর বিয়ে৷ বলিউডের তারকা জুটিদের ভিড়ে রণবীর-আলিয়া নি:সন্দেহে অন্যতম৷ পর্দাতেই হোক বা বাস্তবে, 'রালিয়া'র ভালবাসা মন জয় করে নেয় ভক্তকুলের।
advertisement
2/6
দীর্ঘ ৫ বছর প্রেম করার পর, ২০২২ সালে আলিয়া ভাট এবং রণবীর কাপুর বিয়ে করেন। বিয়ের ২ মাস ১৩ দিনের মাথায়ই প্রথম সন্তান হওয়ার খবর দিয়েছিলেন বি-টাউনের সবচেয়ে আলোচ্য জুটি। তারপর, কন‍্যাসন্তান রাহার জন্মের পর সুখেই সংসার করছেন তারকা দম্পতি।
দীর্ঘ ৫ বছর প্রেম করার পর, ২০২২ সালে আলিয়া ভাট এবং রণবীর কাপুর বিয়ে করেন। বিয়ের ২ মাস ১৩ দিনের মাথায়ই প্রথম সন্তান হওয়ার খবর দিয়েছিলেন বি-টাউনের সবচেয়ে আলোচ্য জুটি। তারপর, কন‍্যাসন্তান রাহার জন্মের পর সুখেই সংসার করছেন তারকা দম্পতি।
advertisement
3/6
সম্প্রতি, আলিয়া ভাট ইনস্টাগ্রামে একটি ‘আস্ক মি এনিথিং’ সেশন করেছিলেন। সেখানে তিনি তাঁর ভক্তদের মজার কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন।
সম্প্রতি, আলিয়া ভাট ইনস্টাগ্রামে একটি ‘আস্ক মি এনিথিং’ সেশন করেছিলেন। সেখানে তিনি তাঁর ভক্তদের মজার কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন।
advertisement
4/6
এক ভক্ত ‘রকি অর রানি কি প্রেম কাহানি’-এর অভিনেত্রীর কাছে তাঁর জীবনের সেরা ফোটোগ্রাফার কে জানতে চায়।
এক ভক্ত ‘রকি অর রানি কি প্রেম কাহানি’-এর অভিনেত্রীর কাছে তাঁর জীবনের সেরা ফোটোগ্রাফার কে জানতে চায়।
advertisement
5/6
ভক্তের প্রশ্নের উত্তর দিতে গিয়ে আলিয়া বলেন, তাঁর ‘সবচেয়ে প্রিয় ফটোগ্রাফার’ রণবীর কাপুর। তিনি রণবীর কাপুরের তোলা একটি ছবি পোষ্ট করে লেখেন, ‘‘আমার সবচেয়ে প্রিয় ফটোগ্রাফার..এভার!!”
ভক্তের প্রশ্নের উত্তর দিতে গিয়ে আলিয়া বলেন, তাঁর ‘সবচেয়ে প্রিয় ফটোগ্রাফার’ রণবীর কাপুর। তিনি রণবীর কাপুরের তোলা একটি ছবি পোষ্ট করে লেখেন, ‘‘আমার সবচেয়ে প্রিয় ফটোগ্রাফার..এভার!!”
advertisement
6/6
ছবিটি কেনিয়াতে তাঁদের পচ্ছন্দের মাসাইমারা ভ্রমণের ছবি। ছবিতে, আলিয়াকে তাঁর গালে সুন্দরভাবে হাত রেখে স্কোয়াট পোজ দিয়ে বসে পোজ দেন।
ছবিটি কেনিয়াতে তাঁদের পচ্ছন্দের মাসাইমারা ভ্রমণের ছবি। ছবিতে, আলিয়াকে তাঁর গালে সুন্দরভাবে হাত রেখে স্কোয়াট পোজ দিয়ে বসে পোজ দেন।
advertisement
advertisement
advertisement