Albert Kaboo Lepcha: একরত্তিকে সারেগামাপা-র মঞ্চে আনেন কাবো! ছোট্ট মেয়েকে ঘিরে হাজার স্বপ্ন আজ অতীত

Last Updated:
Albert Kaboo Lepcha: একরত্তিকে 'সারেগামাপা'-র মঞ্চেও নিয়ে আসেন অ্যালবার্ট। তার সঙ্গে পরিচয় করিয়ে দেন বিচারকদের সঙ্গে।
1/5
সঙ্গীত তাঁর জীবন, ধ্যানজ্ঞান। কিন্তু সেই অ্যালবার্ট কাবোর জীবনের সুরই যেন হারিয়ে গেল। সম্প্রতি গায়ক তাঁর শিশুকন্যাকে হারিয়েছেন। নেটমাধ্যমে সেই দুঃসংবাদ ভাগ করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে। শোকস্তব্ধ তাঁর অনুরাগীরাও।
সঙ্গীত তাঁর জীবন, ধ্যানজ্ঞান। কিন্তু সেই অ্যালবার্ট কাবোর জীবনের সুরই যেন হারিয়ে গেল। সম্প্রতি গায়ক তাঁর শিশুকন্যাকে হারিয়েছেন। নেটমাধ্যমে সেই দুঃসংবাদ ভাগ করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে। শোকস্তব্ধ তাঁর অনুরাগীরাও।
advertisement
2/5
জি বাংলার 'সারেগামাপা'-এ অংশগ্রহণ করেছিলেন অ্যালবার্ট। প্রতিযোগিতায় তিনি দ্বিতীয় স্থান অধিকার করলেও কালিম্পংয়ের ভূমিপুত্রই ছিলেন দর্শকদের নিরিখে প্রথম। অ্যালবার্টের স্বপ্ন পূরণের যাত্রায় সঙ্গী ছিলেন তাঁর স্ত্রী পূজা। স্বামী যখন গান গাইতেন, তখন মেয়েকে কোলে নিয়ে দর্শকাসনে বসে থাকতেন তিনি।
জি বাংলার 'সারেগামাপা'-এ অংশগ্রহণ করেছিলেন অ্যালবার্ট। প্রতিযোগিতায় তিনি দ্বিতীয় স্থান অধিকার করলেও কালিম্পংয়ের ভূমিপুত্রই ছিলেন দর্শকদের নিরিখে প্রথম। অ্যালবার্টের স্বপ্ন পূরণের যাত্রায় সঙ্গী ছিলেন তাঁর স্ত্রী পূজা। স্বামী যখন গান গাইতেন, তখন মেয়েকে কোলে নিয়ে দর্শকাসনে বসে থাকতেন তিনি।
advertisement
3/5
একরত্তিকে 'সারেগামাপা'-র মঞ্চেও নিয়ে আসেন অ্যালবার্ট। তার সঙ্গে পরিচয় করিয়ে দেন বিচারকদের সঙ্গে। লেন্সবন্দি হয় আনন্দের মুহূর্তরা।
একরত্তিকে 'সারেগামাপা'-র মঞ্চেও নিয়ে আসেন অ্যালবার্ট। তার সঙ্গে পরিচয় করিয়ে দেন বিচারকদের সঙ্গে। লেন্সবন্দি হয় আনন্দের মুহূর্তরা।
advertisement
4/5
সেই ছবি ফেসবুকে পোস্ট করেছিলেন অ্যালবার্ট। লিখেছিলেন, 'অবশেষে সারেগামাপা-র মঞ্চে আমার স্ত্রী এবং মেয়ের সঙ্গে সকলের পরিচয় করিয়ে দিলাম।'
সেই ছবি ফেসবুকে পোস্ট করেছিলেন অ্যালবার্ট। লিখেছিলেন, 'অবশেষে সারেগামাপা-র মঞ্চে আমার স্ত্রী এবং মেয়ের সঙ্গে সকলের পরিচয় করিয়ে দিলাম।'
advertisement
5/5
এক সাক্ষাৎকারে গায়ক জানিয়েছিলেন, তাঁরা কলকাতার নামী হাসপাতালে চিকিৎসা করিয়েছেন তাঁদের শিশুকন্যার। কিন্তু কোনও চেষ্টাই সফল হল না। বাবা-মাকে রেখে না ফেরার দেশে চলে গেল ছোট্ট ইভলিন।
এক সাক্ষাৎকারে গায়ক জানিয়েছিলেন, তাঁরা কলকাতার নামী হাসপাতালে চিকিৎসা করিয়েছেন তাঁদের শিশুকন্যার। কিন্তু কোনও চেষ্টাই সফল হল না। বাবা-মাকে রেখে না ফেরার দেশে চলে গেল ছোট্ট ইভলিন।
advertisement
advertisement
advertisement