Aditi Munshi || Holi 2023: গান-আড্ডা-গল্পে জমে উঠবে বসন্ত উৎসব! অদিতির 'সঙ্গীতম'-এর বিশেষ উপহার

Last Updated:
বসন্তকাল মানেই দোল। রঙের উৎসবের সঙ্গে মিলেমিশে যায় গান-গল্প-আড্ডা। এ সব কিছু নিয়েই দোল হয়ে ওঠে বসন্ত উৎসব। আর এমনই এক বসন্ত উৎসবের আয়োজন করেছেন সঙ্গীত শিল্পী অদিতি মুন্সি। তাঁর মিউজিক্যাল হাউস 'সঙ্গীতম'-এর প্রয়াসে আয়োজন করা হয়েছে বসন্তের বৈঠক।
1/7
বসন্তকাল মানেই দোল। রঙের উৎসবের সঙ্গে মিলেমিশে যায় গান-গল্প-আড্ডা। এ সব কিছু নিয়েই দোল হয়ে ওঠে বসন্ত উৎসব। আর এমনই এক বসন্ত উৎসবের আয়োজন করেছেন সঙ্গীত শিল্পী অদিতি মুন্সি। তাঁর মিউজিক্যাল হাউস 'সঙ্গীতম'-এর প্রয়াসে আয়োজন করা হয়েছে বসন্তের বৈঠক।
বসন্তকাল মানেই দোল। রঙের উৎসবের সঙ্গে মিলেমিশে যায় গান-গল্প-আড্ডা। এ সব কিছু নিয়েই দোল হয়ে ওঠে বসন্ত উৎসব। আর এমনই এক বসন্ত উৎসবের আয়োজন করেছেন সঙ্গীত শিল্পী অদিতি মুন্সি। তাঁর মিউজিক্যাল হাউস 'সঙ্গীতম'-এর প্রয়াসে আয়োজন করা হয়েছে বসন্তের বৈঠক।
advertisement
2/7
বসন্তে জমিয়ে আড্ডা দিতে, গানে-গল্পে সবার মন জয় করতে অদিতির ভাবনায় বসন্ত বৈঠক।  সঙ্গীতমকে ঘিরে তাঁর অনেক স্বপ্ন আছে। আছে অনেক ভাবনা। ভবিষ্যতে যা ক্রমশ প্রকাশ্য। আপাতত বসন্তের রং গায়ে মেখে, গানে গল্পে আড্ডায় জমিয়ে দিতে এই বৈঠকে থাকছেন শিল্পী হৈমন্তী শুক্লা। দেখে নেওয়া যাক আর কারা থাকছেন।
বসন্তে জমিয়ে আড্ডা দিতে, গানে-গল্পে সবার মন জয় করতে অদিতির ভাবনায় বসন্ত বৈঠক। সঙ্গীতমকে ঘিরে তাঁর অনেক স্বপ্ন আছে। আছে অনেক ভাবনা। ভবিষ্যতে যা ক্রমশ প্রকাশ্য। আপাতত বসন্তের রং গায়ে মেখে, গানে গল্পে আড্ডায় জমিয়ে দিতে এই বৈঠকে থাকছেন শিল্পী হৈমন্তী শুক্লা। দেখে নেওয়া যাক আর কারা থাকছেন।
advertisement
3/7
থাকছেন লগ্নজিতা চক্রবর্তী, যাঁর গান ছাড়া বসন্ত আসে না।
থাকছেন লগ্নজিতা চক্রবর্তী, যাঁর গান ছাড়া বসন্ত আসে না।
advertisement
4/7
থাকছেন জনপ্রিয় ইউটিউবার তথা সংগীতশিল্পী ঋষি পান্ডা।
থাকছেন জনপ্রিয় ইউটিউবার তথা সংগীতশিল্পী ঋষি পান্ডা।
advertisement
5/7
সঙ্গে থাকবেন সারেগামাপা খ্যাত অরিত্র দাশগুপ্ত।
সঙ্গে থাকবেন সারেগামাপা খ্যাত অরিত্র দাশগুপ্ত।
advertisement
6/7
থাকবেন রূপক দে। পুরো মার্চ মাস জুড়ে প্রতি মঙ্গলবার  হবে এই অনুষ্ঠান।
থাকবেন রূপক দে। পুরো মার্চ মাস জুড়ে প্রতি মঙ্গলবার হবে এই অনুষ্ঠান।
advertisement
7/7
ঠিক বিকেল পাঁচটায় 'সঙ্গীতম'-এর ইউটিউব চ্যানেলে  বসন্তের বৈঠক সম্প্রচার হবে।
ঠিক বিকেল পাঁচটায় 'সঙ্গীতম'-এর ইউটিউব চ্যানেলে বসন্তের বৈঠক সম্প্রচার হবে।
advertisement
advertisement
advertisement