Shruti Das: সোশ্যাল মিডিয়ায় বড় সুখবর দিলেন শ্রুতি! গায়ে নামাবলী, হাত জোড় করে পুজোয় মগ্ন অভিনেত্রী

Last Updated:
ছোটবেলার যে স্বপ্ন ছিল, তা পূরণ হল, জানিয়েছেন অভিনেত্রী৷
1/8
ধীরে ধীরে জীবন গুছিয়ে নিচ্ছেন ছোটপর্দায় জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি দাস৷ জেলা থেকে উঠে আসা এই শ্যামলা মেয়েকে নিয়ে হয়েছে নানা চর্চা৷ নিজেই সে কথা বহুবার জানিয়েছিলেন শ্রুতি৷ গায়ের রং নিয়ে নানাভাবে তাঁকে নানা কথা শুনতে হয়েছে৷ তবে নিজের সিদ্ধান্তে তিনি ছিলেন কঠোর৷ অভিনয় করার ইচ্ছে ছিল অদম্য৷ সেভাবেই নিজেকে তৈরি করেছিলেন তিনি৷ এখন বাংলা টেলিভিশন জগতের অন্যতম সেরা অভিনেত্রী তিনি৷
ধীরে ধীরে জীবন গুছিয়ে নিচ্ছেন ছোটপর্দায় জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি দাস৷ জেলা থেকে উঠে আসা এই শ্যামলা মেয়েকে নিয়ে হয়েছে নানা চর্চা৷ নিজেই সে কথা বহুবার জানিয়েছিলেন শ্রুতি৷ গায়ের রং নিয়ে নানাভাবে তাঁকে নানা কথা শুনতে হয়েছে৷ তবে নিজের সিদ্ধান্তে তিনি ছিলেন কঠোর৷ অভিনয় করার ইচ্ছে ছিল অদম্য৷ সেভাবেই নিজেকে তৈরি করেছিলেন তিনি৷ এখন বাংলা টেলিভিশন জগতের অন্যতম সেরা অভিনেত্রী তিনি৷
advertisement
2/8
সদ্য শেষ হয়েছে শ্রুতি দাস অভিনীত জনপ্রিয় ধারাবাহিক রাঙা বউ-এর শ্যুটিং৷ তবে শ্রুতির জীবনে এখন নতুন খবর৷ একের পর এক স্বপ্নপূরণ হচ্ছে তাঁর৷ এবার বাবা-মায়ের মুখে হাসি ফোটালেন মেয়ে শ্রুতি৷
সদ্য শেষ হয়েছে শ্রুতি দাস অভিনীত জনপ্রিয় ধারাবাহিক রাঙা বউ-এর শ্যুটিং৷ তবে শ্রুতির জীবনে এখন নতুন খবর৷ একের পর এক স্বপ্নপূরণ হচ্ছে তাঁর৷ এবার বাবা-মায়ের মুখে হাসি ফোটালেন মেয়ে শ্রুতি৷
advertisement
3/8
২০১২ সালে অনেক স্বপ্ন নিয়ে কাটোয়া থেকে কলকাতা আসেন শ্রুতি দাস৷ ‘ত্রিনয়নী’ সিরিয়াল দিয়ে অভিনয় জগতে হাতেখড়ি হয় তাঁর। সেই থেকেই চলছে তাঁর অভিনয় জীবন৷ এরপর গত ১০ জুলাই তিনি বিয়ে করেন পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারকে৷ যদিও তাঁদের প্রেম নিয়ে অনেক কথা হয়েছিল৷
২০১২ সালে অনেক স্বপ্ন নিয়ে কাটোয়া থেকে কলকাতা আসেন শ্রুতি দাস৷ ‘ত্রিনয়নী’ সিরিয়াল দিয়ে অভিনয় জগতে হাতেখড়ি হয় তাঁর। সেই থেকেই চলছে তাঁর অভিনয় জীবন৷ এরপর গত ১০ জুলাই তিনি বিয়ে করেন পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারকে৷ যদিও তাঁদের প্রেম নিয়ে অনেক কথা হয়েছিল৷
advertisement
4/8
শ্রুতির ও স্বর্ণেন্দুর বয়সের ফারাক অনেকটাই। সে নিয়ে অতীতে কম আলোচনা হয়নি। ‘বুড়ো’, ‘দাদু’ ইত্যাদি নানা ট্যাগে ভূষিত হতে হয়েছে তাঁকে। শ্রুতি এ নিয়ে প্রতিবাদও করেছিলেন। পরে আবার নিজেই এই নিয়ে মজা করেছেন সকলের কাছে৷
শ্রুতির ও স্বর্ণেন্দুর বয়সের ফারাক অনেকটাই। সে নিয়ে অতীতে কম আলোচনা হয়নি। ‘বুড়ো’, ‘দাদু’ ইত্যাদি নানা ট্যাগে ভূষিত হতে হয়েছে তাঁকে। শ্রুতি এ নিয়ে প্রতিবাদও করেছিলেন। পরে আবার নিজেই এই নিয়ে মজা করেছেন সকলের কাছে৷
advertisement
5/8
খুবই গোপনে বিয়ে করেন শ্রুতি-স্বর্ণেন্দু৷ সামাজিক বিয়ে তাঁরা করেননি, বরং আইনি বিয়ে করেছিলেন। সম্প্রতি শ্রুতি জানিয়েও দেন যে কবে সন্তানের জন্ম দেওয়ার কথা ভাবছেন শ্রুতি৷ বিয়ের ৫ বছর পর অর্থাৎ ২০৩০ নাগাদ সন্তান নেওয়ার পরিকল্পনা রয়েছে তাঁদের। দিদি নম্বর ওয়ানে এসে একথা জানান শ্রুতি দাস৷
খুবই গোপনে বিয়ে করেন শ্রুতি-স্বর্ণেন্দু৷ সামাজিক বিয়ে তাঁরা করেননি, বরং আইনি বিয়ে করেছিলেন। সম্প্রতি শ্রুতি জানিয়েও দেন যে কবে সন্তানের জন্ম দেওয়ার কথা ভাবছেন শ্রুতি৷ বিয়ের ৫ বছর পর অর্থাৎ ২০৩০ নাগাদ সন্তান নেওয়ার পরিকল্পনা রয়েছে তাঁদের। দিদি নম্বর ওয়ানে এসে একথা জানান শ্রুতি দাস৷
advertisement
6/8
এবার শ্রুতিই দিলেন সুখবর! সোশ্যাল মিডিয়ায় তিনি ছবিও পোস্ট করেন৷ জানান যে তিনি কিনেছেন নিজের ফ্ল্যাট৷ যা ছিল তাঁর স্বপ্ন৷ কলকাতায় নিজের পাকা আস্তানা চেয়েছিলেন চিরকাল৷ মেসবাড়ি থেকে পিজি, ভাড়া বাড়িতে দীর্ঘদিন থেকেছেন৷ এবার পাকাপাকি ভাবে তাঁর নিজের বাড়ি হল কলকাতা শহরে৷ একই জায়গায় ফ্ল্যাট কিনেছেন তাঁর স্বামীও৷
এবার শ্রুতিই দিলেন সুখবর! সোশ্যাল মিডিয়ায় তিনি ছবিও পোস্ট করেন৷ জানান যে তিনি কিনেছেন নিজের ফ্ল্যাট৷ যা ছিল তাঁর স্বপ্ন৷ কলকাতায় নিজের পাকা আস্তানা চেয়েছিলেন চিরকাল৷ মেসবাড়ি থেকে পিজি, ভাড়া বাড়িতে দীর্ঘদিন থেকেছেন৷ এবার পাকাপাকি ভাবে তাঁর নিজের বাড়ি হল কলকাতা শহরে৷ একই জায়গায় ফ্ল্যাট কিনেছেন তাঁর স্বামীও৷
advertisement
7/8
একতলায় রয়েছে শ্রুতির ফ্ল্যাট এবং দোতলায় তাঁর স্বামীর ফ্ল্যাট৷ সোশ্যাল মিডিয়ায় শ্রুতি লিখেছেন যে বাবা-মায়ের জন্য এই বাড়ি তিনি কিনেছেন৷ কারণ তিনি সবসময় চাইতেন যে তাঁর বাবা-মা তাঁর সঙ্গেই থাকুন৷ ছোটবেলার যে স্বপ্ন ছিল, তা পূরণ হল, জানিয়েছেন অভিনেত্রী৷
একতলায় রয়েছে শ্রুতির ফ্ল্যাট এবং দোতলায় তাঁর স্বামীর ফ্ল্যাট৷ সোশ্যাল মিডিয়ায় শ্রুতি লিখেছেন যে বাবা-মায়ের জন্য এই বাড়ি তিনি কিনেছেন৷ কারণ তিনি সবসময় চাইতেন যে তাঁর বাবা-মা তাঁর সঙ্গেই থাকুন৷ ছোটবেলার যে স্বপ্ন ছিল, তা পূরণ হল, জানিয়েছেন অভিনেত্রী৷
advertisement
8/8
এত দিন তাঁকে ‘রাঙা বউ’ হিসাবে দেখতেন দর্শক। সদ্য শেষ হয়েছে সিরিয়ালের শুটিং। আপাতত নিজের নতুন বাড়ি, সংসার সাজানোয় মন দিয়েছেন অভিনেত্রী। আগামী বছরের মার্চ মাসে সেখানে পাকাপাকি ভাবে থাকা শুরু করবেন শ্রুতি।
এত দিন তাঁকে ‘রাঙা বউ’ হিসাবে দেখতেন দর্শক। সদ্য শেষ হয়েছে সিরিয়ালের শুটিং। আপাতত নিজের নতুন বাড়ি, সংসার সাজানোয় মন দিয়েছেন অভিনেত্রী। আগামী বছরের মার্চ মাসে সেখানে পাকাপাকি ভাবে থাকা শুরু করবেন শ্রুতি।
advertisement
advertisement
advertisement