Shruti Das: সোশ্যাল মিডিয়ায় বড় সুখবর দিলেন শ্রুতি! গায়ে নামাবলী, হাত জোড় করে পুজোয় মগ্ন অভিনেত্রী
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
ছোটবেলার যে স্বপ্ন ছিল, তা পূরণ হল, জানিয়েছেন অভিনেত্রী৷
ধীরে ধীরে জীবন গুছিয়ে নিচ্ছেন ছোটপর্দায় জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি দাস৷ জেলা থেকে উঠে আসা এই শ্যামলা মেয়েকে নিয়ে হয়েছে নানা চর্চা৷ নিজেই সে কথা বহুবার জানিয়েছিলেন শ্রুতি৷ গায়ের রং নিয়ে নানাভাবে তাঁকে নানা কথা শুনতে হয়েছে৷ তবে নিজের সিদ্ধান্তে তিনি ছিলেন কঠোর৷ অভিনয় করার ইচ্ছে ছিল অদম্য৷ সেভাবেই নিজেকে তৈরি করেছিলেন তিনি৷ এখন বাংলা টেলিভিশন জগতের অন্যতম সেরা অভিনেত্রী তিনি৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
এবার শ্রুতিই দিলেন সুখবর! সোশ্যাল মিডিয়ায় তিনি ছবিও পোস্ট করেন৷ জানান যে তিনি কিনেছেন নিজের ফ্ল্যাট৷ যা ছিল তাঁর স্বপ্ন৷ কলকাতায় নিজের পাকা আস্তানা চেয়েছিলেন চিরকাল৷ মেসবাড়ি থেকে পিজি, ভাড়া বাড়িতে দীর্ঘদিন থেকেছেন৷ এবার পাকাপাকি ভাবে তাঁর নিজের বাড়ি হল কলকাতা শহরে৷ একই জায়গায় ফ্ল্যাট কিনেছেন তাঁর স্বামীও৷
advertisement
advertisement