Shruti Das Celebrates Good Time: সুখবর, ৬মাস পার! স্বামী 'বাবি'কে বিশেষ বার্তা অভিনেত্রী শ্রুতি দাসকে

Last Updated:
তাঁর স্বামী স্বর্ণেন্দুকে আদর করে তিনি বাবি বলে ডাকেন৷ সেই বাবি-কেই তিনি জানালেন শুভেচ্ছা৷ ৬ মাসের শুভেচ্ছা দিলেন শ্রুতি!
1/8
শ্রুতি দাস, বাংলা সিরিয়ালের অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী৷ তিনি এবার ছবিতেও পা রাখছেন৷ শিবপ্রসাদ-নন্দিতা রায়ের ছবি আমার বস-এ দেখা যাবে তাঁকে৷ এবার শ্রুতিই শোনালেন আরও দারুণ সুখবর৷
শ্রুতি দাস, বাংলা সিরিয়ালের অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী৷ তিনি এবার ছবিতেও পা রাখছেন৷ শিবপ্রসাদ-নন্দিতা রায়ের ছবি আমার বস-এ দেখা যাবে তাঁকে৷ এবার শ্রুতিই শোনালেন আরও দারুণ সুখবর৷
advertisement
2/8
গত ১০ জুলাই পরিবারের প্রিয়জনদের আশীর্বাদ সঙ্গে নিয়ে বিয়ে করেন অভিনেত্রী শ্রুতি দাস। পাত্র স্বর্ণেন্দু সমাদ্দার, যিনি টলিপাড়ার পরিচিত প্রযোজক ও পরিচালক।
গত ১০ জুলাই পরিবারের প্রিয়জনদের আশীর্বাদ সঙ্গে নিয়ে বিয়ে করেন অভিনেত্রী শ্রুতি দাস। পাত্র স্বর্ণেন্দু সমাদ্দার, যিনি টলিপাড়ার পরিচিত প্রযোজক ও পরিচালক।
advertisement
3/8
তাঁর স্বামী স্বর্ণেন্দুকে আদর করে তিনি বাবি বলে ডাকেন৷ সেই বাবি-কেই তিনি জানালেন শুভেচ্ছা৷ ৬ মাসের শুভেচ্ছা দিলেন শ্রুতি!
তাঁর স্বামী স্বর্ণেন্দুকে আদর করে তিনি বাবি বলে ডাকেন৷ সেই বাবি-কেই তিনি জানালেন শুভেচ্ছা৷ ৬ মাসের শুভেচ্ছা দিলেন শ্রুতি!
advertisement
4/8
তবে এই উদযাপনেও তেমন কোনও বাড়বাড়ন্ত নেই। ঠিক তাঁদের বিয়ের মতো৷ যদিও রেজিস্ট্রি বিয়ে তাঁরা করেছেন৷ এখনও সোশ্যাল ম্যারেজ করেননি তাঁরা৷
তবে এই উদযাপনেও তেমন কোনও বাড়বাড়ন্ত নেই। ঠিক তাঁদের বিয়ের মতো৷ যদিও রেজিস্ট্রি বিয়ে তাঁরা করেছেন৷ এখনও সোশ্যাল ম্যারেজ করেননি তাঁরা৷
advertisement
5/8
একটি অনুষ্ঠানে এসে তিনি জানিয়েও ছিলেন কোন সময় তিনি চান তাঁদের সন্তান আসুক৷ তারপর থেকেই শুরু হয় গুঞ্জন৷
একটি অনুষ্ঠানে এসে তিনি জানিয়েও ছিলেন কোন সময় তিনি চান তাঁদের সন্তান আসুক৷ তারপর থেকেই শুরু হয় গুঞ্জন৷
advertisement
6/8
এবার দু’জনকে দেখা গেল একসঙ্গে। লাল টুকটুকে কেক কাটলেন তাঁরা।
এবার দু’জনকে দেখা গেল একসঙ্গে। লাল টুকটুকে কেক কাটলেন তাঁরা।
advertisement
7/8
এক মিষ্টি ছবি শেয়ার করেছেন শ্রুতি৷ স্বামীর সঙ্গে ছবি পোস্ট করে তিনি লিখেছেন, “মিসেস দাস হওয়ার অফিসিয়াল ছয় মাস পার করে ফেললাম।
এক মিষ্টি ছবি শেয়ার করেছেন শ্রুতি৷ স্বামীর সঙ্গে ছবি পোস্ট করে তিনি লিখেছেন, “মিসেস দাস হওয়ার অফিসিয়াল ছয় মাস পার করে ফেললাম।
advertisement
8/8
অর্থাৎ তাঁদের বিয়ের ৬ মাস পূর্ণ হল৷ তারই উদযাপন করলেন দু’জনে৷
অর্থাৎ তাঁদের বিয়ের ৬ মাস পূর্ণ হল৷ তারই উদযাপন করলেন দু’জনে৷
advertisement
advertisement
advertisement