ইন্ডিয়া টুডে-র সাথে কথোপকথনে নিজের সম্পর্কে কথা বলতে গিয়ে চন্দন বলেছেন, “আমি থিয়েটার থেকে এসেছি। আমি যখন বিকাশের ভূমিকা পাই, তখন আমি ভেবেছিলাম যে আমি অভিনয় করব না, আমি একেবারে চরিত্রের মধ্যে ঢুতে যাব৷ তাই করার চেষ্টা করেছি এবং মানুষ আমায় গ্রহণ করেছেন৷ (ছবি -Instagram @chandanroy.7)