Birthday Celebration of Abhishek Chatterjee’s daughter : সংযুক্তার পরনে তাঁর স্বামীর জামা, মেয়ের জন্মদিনের অনুষ্ঠানের প্রতি মুহূর্তেই থাকলেন অভিষেক

Last Updated:
Birthday Celebration of Abhishek Chatterjee’s daughter : আদরের কন্যা সাইনার জন্মদিনে যাঁরা এসেছিলেন, যাঁরা তাকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন, সকলকে তিনি ধন্যবাদ জানিয়েছেন৷
1/6
বাবা চলে গিয়েছেন না ফেরার দেশে৷ কিন্তু মেয়ে শাইনার জন্মদিনের আয়োজনে কোনও ত্রুটি রাখলেন না অভিষেক চট্টোপাধ্যায়ের স্ত্রী সংযুক্তা৷
বাবা চলে গিয়েছেন না ফেরার দেশে৷ কিন্তু মেয়ে শাইনার জন্মদিনের আয়োজনে কোনও ত্রুটি রাখলেন না অভিষেক চট্টোপাধ্যায়ের স্ত্রী সংযুক্তা৷
advertisement
2/6
গত ৯ মে অভিষেক-সংযুক্তার আদরের মেয়ের বয়স ১২ বছর পূর্ণ হল৷ সেদিন সকালে বাবা-মেয়ের আনন্দঘন মুহূর্তের একগুচ্ছ ছবি পোস্ট করেন সংযুক্তা৷ সকলের কাছে মেয়ের জন্য শুভেচ্ছা প্রার্থনা করেন৷
গত ৯ মে অভিষেক-সংযুক্তার আদরের মেয়ের বয়স ১২ বছর পূর্ণ হল৷ সেদিন সকালে বাবা-মেয়ের আনন্দঘন মুহূর্তের একগুচ্ছ ছবি পোস্ট করেন সংযুক্তা৷ সকলের কাছে মেয়ের জন্য শুভেচ্ছা প্রার্থনা করেন৷
advertisement
3/6
সামাজিক মাধ্যমে শেয়ার করেন তাঁদের তিনজনের একটি ছবিও৷ ক্যাপশনে তিনি আশ্বস্ত করেন অভিষেককে৷ বলেন, আদরের ডলের জন্য বাবা ও মায়ের সবরকম দায়িত্ব পান করবেন তিনি৷ প্রতি মুহূর্তে অভিষেকের উপস্থিতিও যে তিনি অনুভব করতে পারছেন, সেকথাও জানান সংযুক্তা৷
সামাজিক মাধ্যমে শেয়ার করেন তাঁদের তিনজনের একটি ছবিও৷ ক্যাপশনে তিনি আশ্বস্ত করেন অভিষেককে৷ বলেন, আদরের ডলের জন্য বাবা ও মায়ের সবরকম দায়িত্ব পান করবেন তিনি৷ প্রতি মুহূর্তে অভিষেকের উপস্থিতিও যে তিনি অনুভব করতে পারছেন, সেকথাও জানান সংযুক্তা৷
advertisement
4/6
সংযুক্তা লিখেছেন, মেয়ের জন্মদিন এ বার জমকালো ভাবে পালন করার কথা ভেবেছিলেন তিনি ও অভিষেক৷ কারণ তার আগের দু’ বছর জন্মদিন পালন করতে পারেননি৷ সংযুক্তা জানান তিনি আয়োজন করেছেন ডলের জন্মদিন উদযাপনের৷
সংযুক্তা লিখেছেন, মেয়ের জন্মদিন এ বার জমকালো ভাবে পালন করার কথা ভেবেছিলেন তিনি ও অভিষেক৷ কারণ তার আগের দু’ বছর জন্মদিন পালন করতে পারেননি৷ সংযুক্তা জানান তিনি আয়োজন করেছেন ডলের জন্মদিন উদযাপনের৷
advertisement
5/6
আদরের কন্যা সাইনার জন্মদিনে যাঁরা এসেছিলেন, যাঁরা তাকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন, সকলকে তিনি ধন্যবাদ জানিয়েছেন৷
আদরের কন্যা সাইনার জন্মদিনে যাঁরা এসেছিলেন, যাঁরা তাকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন, সকলকে তিনি ধন্যবাদ জানিয়েছেন৷
advertisement
6/6
সংযুক্তা যে নিজেই সাইনার বাবা ও মা একাধারে হয়ে উঠবেন, সে কথা জানিয়েছেন আগেই৷ অভিষেকের উপস্থিতিও তিনি ও ডল অনুভব করেন প্রতি মুহূর্তে৷ সেই উপলব্ধি আরও নিগূঢ় করতেই হয়তো সংযুক্তা পরেছিলেন অভিষেকের জামা৷ সেই জামা পরে থাকা অভিষেকের একটি ছবি আঁকড়ে ধরে ছিলেন সংযুক্তা৷
সংযুক্তা যে নিজেই সাইনার বাবা ও মা একাধারে হয়ে উঠবেন, সে কথা জানিয়েছেন আগেই৷ অভিষেকের উপস্থিতিও তিনি ও ডল অনুভব করেন প্রতি মুহূর্তে৷ সেই উপলব্ধি আরও নিগূঢ় করতেই হয়তো সংযুক্তা পরেছিলেন অভিষেকের জামা৷ সেই জামা পরে থাকা অভিষেকের একটি ছবি আঁকড়ে ধরে ছিলেন সংযুক্তা৷
advertisement
advertisement
advertisement