এক সময় ভেঙেছিলেন দুই ক্রিকেটারের মন; এখন এক নতুন তারকার প্রেমে পাগল ১২০ কোটি টাকার মালকিন এই অভিনেত্রী

Last Updated:
তবে বলিউড থেকে দক্ষিণী ফিল্মি দুনিয়ায় এমন অনেক জুটি রয়েছেন, যাঁরা নিজেদের সম্পর্কের জোরে দৃষ্টান্ত তৈরি করেছেন।
1/6
ফিল্ম ইন্ডাস্ট্রিতে অন-স্ক্রিন অথবা অফ-স্ক্রিন কোন তারকার সঙ্গে কার রসায়ন জমবে, তা আগে থেকে বলা মুশকিল। আর প্রতিদিন তাঁদের প্রেম আর বিচ্ছেদের খবর সংবাদ শিরোনামে উঠে আসে। তবে বলিউড থেকে দক্ষিণী ফিল্মি দুনিয়ায় এমন অনেক জুটি রয়েছেন, যাঁরা নিজেদের সম্পর্কের জোরে দৃষ্টান্ত তৈরি করেছেন। আজ আমরা এমন এক অভিনেত্রীর বিষয়ে কথা বলব, যিনি এখন ১২০ কোটি টাকার মালকিন। সেই সঙ্গে তিনি আজকাল এক ফ্লপ তারকার সঙ্গে গভীর সম্পর্কে রয়েছেন।
ফিল্ম ইন্ডাস্ট্রিতে অন-স্ক্রিন অথবা অফ-স্ক্রিন কোন তারকার সঙ্গে কার রসায়ন জমবে, তা আগে থেকে বলা মুশকিল। আর প্রতিদিন তাঁদের প্রেম আর বিচ্ছেদের খবর সংবাদ শিরোনামে উঠে আসে। তবে বলিউড থেকে দক্ষিণী ফিল্মি দুনিয়ায় এমন অনেক জুটি রয়েছেন, যাঁরা নিজেদের সম্পর্কের জোরে দৃষ্টান্ত তৈরি করেছেন। আজ আমরা এমন এক অভিনেত্রীর বিষয়ে কথা বলব, যিনি এখন ১২০ কোটি টাকার মালকিন। সেই সঙ্গে তিনি আজকাল এক ফ্লপ তারকার সঙ্গে গভীর সম্পর্কে রয়েছেন।
advertisement
2/6
এই অভিনেত্রী আর কেউই নন, তিনি হলেন সুপারহিট অভিনেত্রী তমান্না ভাটিয়া। দক্ষিণী ছবির দুনিয়া থেকে শুরু করে বলিউডের আনাচে-কানাচে তাঁর নামের অনুরণন হয়। এক সময় শোনা গিয়েছিল, শুধু পয়সার জন্য এক ব্যবসায়ী অথবা সুপারস্টারের সঙ্গে সম্পর্কে গিয়েছিলেন তমান্না। সেই কারণে বহু অভিনেত্রীকেই ভক্তরা গোল্ড ডিগারের তকমা দিয়েছেন। কিন্তু তমান্না ভাটিয়া সমস্ত গোঁড়ামি ভেঙে দিয়ে ফিল্ম ইন্ডাস্ট্রিতে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। যা দেখে চমকে গিয়েছেন ভক্তরা। Photo: Instagram
এই অভিনেত্রী আর কেউই নন, তিনি হলেন সুপারহিট অভিনেত্রী তমান্না ভাটিয়া। দক্ষিণী ছবির দুনিয়া থেকে শুরু করে বলিউডের আনাচে-কানাচে তাঁর নামের অনুরণন হয়। এক সময় শোনা গিয়েছিল, শুধু পয়সার জন্য এক ব্যবসায়ী অথবা সুপারস্টারের সঙ্গে সম্পর্কে গিয়েছিলেন তমান্না। সেই কারণে বহু অভিনেত্রীকেই ভক্তরা গোল্ড ডিগারের তকমা দিয়েছেন। কিন্তু তমান্না ভাটিয়া সমস্ত গোঁড়ামি ভেঙে দিয়ে ফিল্ম ইন্ডাস্ট্রিতে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। যা দেখে চমকে গিয়েছেন ভক্তরা। Photo: Instagram
advertisement
3/6
GQ-র প্রতিবেদনে বলা হয়েছে যে, তমান্না আজ ১২০ কোটি টাকার মালকিন। এক-একটি ছবির জন্য ৪-৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। শোনা গিয়েছিল, ‘বাহুবলী ২’-এর মতো ব্লকবাস্টার ছবির জন্য তিনি নিয়েছিলেন ৫ কোটি টাকা। এছাড়া বিজ্ঞাপনের প্রচারের জন্য তমান্না ৭-৮ কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। আর নিজের বিলাসবহুল জীবনযাপনের কারণে ভক্তদের মধ্যে যথেষ্ট জনপ্রিয় তিনি। Photo: Instagram
GQ-র প্রতিবেদনে বলা হয়েছে যে, তমান্না আজ ১২০ কোটি টাকার মালকিন। এক-একটি ছবির জন্য ৪-৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। শোনা গিয়েছিল, ‘বাহুবলী ২’-এর মতো ব্লকবাস্টার ছবির জন্য তিনি নিয়েছিলেন ৫ কোটি টাকা। এছাড়া বিজ্ঞাপনের প্রচারের জন্য তমান্না ৭-৮ কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। আর নিজের বিলাসবহুল জীবনযাপনের কারণে ভক্তদের মধ্যে যথেষ্ট জনপ্রিয় তিনি। Photo: Instagram
advertisement
4/6
তবে আজকাল প্রেমের সম্পর্কের জন্য চর্চার শিরোনামে রয়েছেন অভিনেত্রী। বর্তমানে তাঁর সম্পর্ক রয়েছে অভিনেতা বিজয় ভার্মার সঙ্গে। খুব কম সময়েই নিজেদের রসায়নের মাধ্যমে সকলের মন জয় করে নিয়েছেন এই জুটি। একাধিক অনুষ্ঠানে একসঙ্গে দেখা যায় তাঁদের। এমনকী তমান্না-বিজয়ের একটি লিক লক ভিডিও আপাতত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। Photo: Instagram
তবে আজকাল প্রেমের সম্পর্কের জন্য চর্চার শিরোনামে রয়েছেন অভিনেত্রী। বর্তমানে তাঁর সম্পর্ক রয়েছে অভিনেতা বিজয় ভার্মার সঙ্গে। খুব কম সময়েই নিজেদের রসায়নের মাধ্যমে সকলের মন জয় করে নিয়েছেন এই জুটি। একাধিক অনুষ্ঠানে একসঙ্গে দেখা যায় তাঁদের। এমনকী তমান্না-বিজয়ের একটি লিক লক ভিডিও আপাতত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। Photo: Instagram
advertisement
5/6
বলে রাখা ভাল যে, বিজয়ের আগে তমান্নার নাম জড়িয়েছিল ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলি এবং পাক ক্রিকেটার আব্দুল রজ্জাকের সঙ্গে। যদিও সেই গুজব নাকচ করে দিয়েছিলেন অভিনেত্রী। অথচ এদিকে বিজয়ের মোট সম্পত্তির পরিমাণ তমান্নার থেকে ৭ গুণ কম। সংবাদমাধ্যমের রিপোর্ট বলছে, বিজয়ের মোট সম্পত্তির পরিমাণ ১৭ কোটি টাকা। আর পারিশ্রমিক হিসেবে তিনি নিয়ে থাকেন ২৫ থেকে ৭৫ লক্ষ টাকা। Photo: Instagram
বলে রাখা ভাল যে, বিজয়ের আগে তমান্নার নাম জড়িয়েছিল ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলি এবং পাক ক্রিকেটার আব্দুল রজ্জাকের সঙ্গে। যদিও সেই গুজব নাকচ করে দিয়েছিলেন অভিনেত্রী। অথচ এদিকে বিজয়ের মোট সম্পত্তির পরিমাণ তমান্নার থেকে ৭ গুণ কম। সংবাদমাধ্যমের রিপোর্ট বলছে, বিজয়ের মোট সম্পত্তির পরিমাণ ১৭ কোটি টাকা। আর পারিশ্রমিক হিসেবে তিনি নিয়ে থাকেন ২৫ থেকে ৭৫ লক্ষ টাকা। Photo: Instagram
advertisement
6/6
আসলে এখনও পর্যন্ত একটাও সোলো হিট ফিল্ম দিতে পারেননি বিজয়। অমিতাভ বচ্চনের ‘পিঙ্ক’ ছবির হাত ধরে প্রচারের আলোয় এসেছিলেন তিনি। এরপর ‘গলি বয়’, ‘বাঘি ৩’-তেও দেখা গিয়েছিল তাঁকে। আলিয়া ভাটের ‘ডার্লিংস’ ছবিতে তাঁর অভিনয় বিশেষ ভাবে নজর কেড়েছিল। তবে ওটিটি-তে অবশ্য জনপ্রিয়তা রয়েছে বিজয়ের। ‘মির্জাপুর’, ‘সি’, ‘দাহাড়’, ‘কালকূট’-এর মতো সিরিজ এবং ‘জানে জান’-এর মতো ছবিতে দেখা গিয়েছে তাঁকে। Photo: Instagram
আসলে এখনও পর্যন্ত একটাও সোলো হিট ফিল্ম দিতে পারেননি বিজয়। অমিতাভ বচ্চনের ‘পিঙ্ক’ ছবির হাত ধরে প্রচারের আলোয় এসেছিলেন তিনি। এরপর ‘গলি বয়’, ‘বাঘি ৩’-তেও দেখা গিয়েছিল তাঁকে। আলিয়া ভাটের ‘ডার্লিংস’ ছবিতে তাঁর অভিনয় বিশেষ ভাবে নজর কেড়েছিল। তবে ওটিটি-তে অবশ্য জনপ্রিয়তা রয়েছে বিজয়ের। ‘মির্জাপুর’, ‘সি’, ‘দাহাড়’, ‘কালকূট’-এর মতো সিরিজ এবং ‘জানে জান’-এর মতো ছবিতে দেখা গিয়েছে তাঁকে। Photo: Instagram
advertisement
advertisement
advertisement