Form 17C: ভোটের রেজাল্টে এবার অন্যতম 'নায়ক' ফর্ম ১৭সি! কী এই Form 17C? কেন এত জরুরি হয়ে উঠল?
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Form 17C: গণনা নিয়ে রাজনৈতিক দলগুলির দাবিও মেনে নেওয়া হয়েছে বলে জানিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার।
কলকাতা: ভোটগ্রহণ প্রক্রিয়া একেবারে ত্রুটিবিহীন হবে, সাংবাদিক বৈঠক করে আশ্বাস দিয়েছিল ভারতের নির্বাচন কমিশন। ভোটগণনা নিয়ে একাধিক দাবি উঠেছিল- ভুয়ো তথ্য় ছড়িয়ে দেওয়া হয়েছিল। তার বিরোধিতার করেন মুখ্য নির্বাচন কমিশন। বহু সংখ্যায় RO-দের প্রভাবিত করা হয়েছে বলে ভুয়ো তথ্য ছড়ানো হয়েছিল। যদি সম্ভব হয় কারা করেছে জানালে পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছিল নির্বাচন কমিশন।
advertisement
গণনা নিয়ে রাজনৈতিক দলগুলির দাবিও মেনে নেওয়া হয়েছে বলে জানিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার। আর সেই দাবি অনুযায়ীই ফর্ম ১৭-সি-এর কপি পোলিং স্টেশনে রাখা হয়েছিল। কাউন্টিং এজেন্টদের পরামর্শ দেওয়া হয়েছিল, ইভিএমের Total বাটন ব্যবহার করে দেখে নিতে হবে ওই মেশিনে মোট কত ভোট পড়েছে। ফর্ম ১৭সি- এর সঙ্গে মিলিয়ে দেখে নিতে হবে তা। আর সেই সূত্রেই বারবার আলোচনায় এসেছে ফর্ম ১৭সি প্রসঙ্গ।
advertisement
এই ফর্ম 17 সি কী? এটি "পোলিং স্টেশন ওয়াইজ রেজাল্ট শিট" নামেও পরিচিত। এটি প্রতিটি ভোটকেন্দ্রে প্রিসাইডিং অফিসার দ্বারা প্রস্তুত একটি নথি। এতে বুথে মোট পড়া ভোটের সংখ্যা, নিবন্ধিত ভোটারদের মোট সংখ্যা এবং অন্যান্য প্রাসঙ্গিক বিবরণ সহ বিস্তারিত তথ্য রয়েছে। নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার জন্য এই ফর্মটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
advertisement
advertisement
advertisement
advertisement
