মেঘালয় রাজ্যের মানুষের আতিথেয়তায় আগেই মুগ্ধ হয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। পাশাপাশি আশাবাদী ছিলেন মেঘালয়ে তৃণমূলের সংগঠন নিয়েও। সেখানেই মহিলাদের জন্য বাংলার লক্ষ্মীর ভান্ডারের ধাঁচে We Card চালু করেছিলেন। আর কয়েক সপ্তাহের মধ্যেই এই পরিষেবা পাওয়ার জন্য হাজার হাজারের বেশি মহিলা আবেদন জানিয়েছেন। প্রসঙ্গত, তৃণমূল কংগ্রেস মেঘালয়ে ক্ষমতায় আসলে সব মহিলাদের We Ca rd এর মাধ্যমে মাসিক ১০০০ টাকা দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছে।