School Holidays November 2024 List: নভেম্বর মাসে লম্বা ছুটি! 'এই' দিনগুলি বন্ধ থাকবে স্কুল-কলেজ...! দেখুন তারিখ-সহ সম্পূর্ণ ছুটির তালিকা

Last Updated:
School Holidays November 2024 List: রাজ্য ও শহর বিশেষে এই দিন ও ছুটির তালিকা ভিন্ন হতে পারে। নভেম্বর মাসে আপনার শহরে কবে ছুটি থাকবে? দেখে নেওয়া যাক তারিখ মিলিয়ে।
1/17
অক্টোবর মানেই উৎসবের মরশুম। কিন্তু কম যায় না নভেম্বর মাসও। দেশ জুড়ে এই মাসেও রয়েছে একাধিক ছুটি, নানা উৎসব ও বিশেষ দিন। সঙ্গে রয়েছে শনি-রবি। ক্যালেন্ডার মিলিয়ে দেখে নিন কবে কবে আগামী মাসে বন্ধ থাকছে স্কুল-কলেজ?
অক্টোবর মানেই উৎসবের মরশুম। কিন্তু কম যায় না নভেম্বর মাসও। দেশ জুড়ে এই মাসেও রয়েছে একাধিক ছুটি, নানা উৎসব ও বিশেষ দিন। সঙ্গে রয়েছে শনি-রবি। ক্যালেন্ডার মিলিয়ে দেখে নিন কবে কবে আগামী মাসে বন্ধ থাকছে স্কুল-কলেজ?
advertisement
2/17
ছুটির সাধারণ তালিকা বলছে নভেম্বরে মোট ১২ দিন ছুটি থাকবে। এই সময়ে স্কুল, কলেজ, অফিস ও ব্যাঙ্ক বন্ধ থাকবে প্রায় সবই। স্কুলে স্কুলে পড়ুয়াদের মুখে তাই চওড়া হাসি। চলুন দেখে নেওয়া যাক আপনার শহরে কবে কবে ছুটি থাকবে?
ছুটির সাধারণ তালিকা বলছে নভেম্বরে মোট ১২ দিন ছুটি থাকবে। এই সময়ে স্কুল, কলেজ, অফিস ও ব্যাঙ্ক বন্ধ থাকবে প্রায় সবই। স্কুলে স্কুলে পড়ুয়াদের মুখে তাই চওড়া হাসি। চলুন দেখে নেওয়া যাক আপনার শহরে কবে কবে ছুটি থাকবে?
advertisement
3/17
নভেম্বর ২০২৪-এ সরকারি ছুটি: কালীপুজো ও দীপাবলির উৎসব মরসুমের মধ্যে দিয়ে শেষ হচ্ছে অক্টোবর মাসটি। নভেম্বরের শুরু থেকেই অনেকগুলি বিশেষ উৎসব থাকবে৷ আবার মাসের মাঝখানে এবং মাসের শেষ পর্যন্ত গড়াবে বেশ কয়েকটি বিশেষ দিবস।
নভেম্বর ২০২৪-এ সরকারি ছুটি: কালীপুজো ও দীপাবলির উৎসব মরসুমের মধ্যে দিয়ে শেষ হচ্ছে অক্টোবর মাসটি। নভেম্বরের শুরু থেকেই অনেকগুলি বিশেষ উৎসব থাকবে৷ আবার মাসের মাঝখানে এবং মাসের শেষ পর্যন্ত গড়াবে বেশ কয়েকটি বিশেষ দিবস।
advertisement
4/17
সেই কারণে সরকারি ছুটি থাকতে পারে বেশিরভাগ রাজ্যে। আলোর উৎসবের রেশ ধরেই শুরু এই নভেম্বরে দীপাবলি, গোবর্ধন পুজো, ভাইফোঁটা, ছট পুজো এবং কার্তিক পূর্ণিমার মতো বিশেষ দিনগুলি উদযাপিত হয়।
সেই কারণে সরকারি ছুটি থাকতে পারে বেশিরভাগ রাজ্যে। আলোর উৎসবের রেশ ধরেই শুরু এই নভেম্বরে দীপাবলি, গোবর্ধন পুজো, ভাইফোঁটা, ছট পুজো এবং কার্তিক পূর্ণিমার মতো বিশেষ দিনগুলি উদযাপিত হয়।
advertisement
5/17
এই দিনগুলিতে অনেক জায়গায় স্কুল, কলেজ, অফিস ও ব্যাঙ্ক বন্ধ থাকবে। তবে রাজ্য ও শহর বিশেষে এই দিন ও ছুটির তালিকা ভিন্ন হতে পারে। নভেম্বর মাসে আপনার শহরে কবে ছুটি থাকবে? দেখে নেওয়া যাক তারিখ মিলিয়ে।
এই দিনগুলিতে অনেক জায়গায় স্কুল, কলেজ, অফিস ও ব্যাঙ্ক বন্ধ থাকবে। তবে রাজ্য ও শহর বিশেষে এই দিন ও ছুটির তালিকা ভিন্ন হতে পারে। নভেম্বর মাসে আপনার শহরে কবে ছুটি থাকবে? দেখে নেওয়া যাক তারিখ মিলিয়ে।
advertisement
6/17
১লা নভেম্বর কোথায় ছুটি থাকবে?কুট, পুদুচেরি মুক্তি দিবস, হরিয়ানা দিবস, কর্ণাটক রাজ্যোৎসব, কেরল পিরাভির মতো বিশেষ দিনগুলি রয়েছে ১ লা নভেম্বর, শুক্রবার। এই উপলক্ষে বিভিন্ন রাজ্যে সরকারি ছুটি থাকবে। মণিপুর, পুদুচেরি, হরিয়ানা, কর্ণাটক ও কেরলে ১ নভেম্বর সরকারি ছুটি থাকবে। এখানে সব স্কুল, কলেজ, অফিস ও ব্যাঙ্ক বন্ধ থাকবে এই দিন।
১লা নভেম্বর কোথায় ছুটি থাকবে?কুট, পুদুচেরি মুক্তি দিবস, হরিয়ানা দিবস, কর্ণাটক রাজ্যোৎসব, কেরল পিরাভির মতো বিশেষ দিনগুলি রয়েছে ১ লা নভেম্বর, শুক্রবার। এই উপলক্ষে বিভিন্ন রাজ্যে সরকারি ছুটি থাকবে। মণিপুর, পুদুচেরি, হরিয়ানা, কর্ণাটক ও কেরলে ১ নভেম্বর সরকারি ছুটি থাকবে। এখানে সব স্কুল, কলেজ, অফিস ও ব্যাঙ্ক বন্ধ থাকবে এই দিন।
advertisement
7/17
২রা নভেম্বর কোথায় ছুটি থাকবে?২ নভেম্বর আছে বালিপ্রতিপদ, বিক্রম সংবত নববর্ষ, গোবর্ধন পূজা এবং নিঙ্গোল চকৌবা। এই উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে ছুটি রয়েছে এইদিন। উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ, গুজরাত, বিহার এবং দিল্লি ছাড়াও অন্যান্য রাজ্যেও সরকারি ছুটি থাকতে পারে।
২রা নভেম্বর কোথায় ছুটি থাকবে?২ নভেম্বর আছে বালিপ্রতিপদ, বিক্রম সংবত নববর্ষ, গোবর্ধন পূজা এবং নিঙ্গোল চকৌবা। এই উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে ছুটি রয়েছে এইদিন। উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ, গুজরাত, বিহার এবং দিল্লি ছাড়াও অন্যান্য রাজ্যেও সরকারি ছুটি থাকতে পারে।
advertisement
8/17
২০২৪ সালের ৩রা নভেম্বর ছুটি কোথায় থাকবে?এই দিন ভাইফোঁটা আবার রবিবার। তাই ৩রা নভেম্বর ছুটির দিন। যেহেতু এই দিন রবিবার, তাই সাপ্তাহিক ছুটি থাকবে। সারা দেশে সব কলেজ, স্কুল, ব্যাঙ্ক ইত্যাদি বন্ধ থাকবে।
২০২৪ সালের ৩রা নভেম্বর ছুটি কোথায় থাকবে?এই দিন ভাইফোঁটা আবার রবিবার। তাই ৩রা নভেম্বর ছুটির দিন। যেহেতু এই দিন রবিবার, তাই সাপ্তাহিক ছুটি থাকবে। সারা দেশে সব কলেজ, স্কুল, ব্যাঙ্ক ইত্যাদি বন্ধ থাকবে।
advertisement
9/17
৭ নভেম্বর ও ৮ নভেম্বর ছুটি থাকবে কোথায়?ছট পূজা উপলক্ষে দিল্লি, উত্তরপ্রদেশ ও বিহারের মতো রাজ্যে ছুটি থাকবে এই দুটো দিন। আবার ওয়ানগালা উৎসব উপলক্ষে ৮ নভেম্বর শুক্রবার মেঘালয়ে ছুটি থাকবে।
৭ নভেম্বর ও ৮ নভেম্বর ছুটি থাকবে কোথায়?ছট পূজা উপলক্ষে দিল্লি, উত্তরপ্রদেশ ও বিহারের মতো রাজ্যে ছুটি থাকবে এই দুটো দিন। আবার ওয়ানগালা উৎসব উপলক্ষে ৮ নভেম্বর শুক্রবার মেঘালয়ে ছুটি থাকবে।
advertisement
10/17
১০ নভেম্বরের পর কবে ছুটি থাকবে?আগামী ১০ নভেম্বর রবিবার সারাদেশে সাপ্তাহিক ছুটি থাকবে।
১০ নভেম্বরের পর কবে ছুটি থাকবে?আগামী ১০ নভেম্বর রবিবার সারাদেশে সাপ্তাহিক ছুটি থাকবে।
advertisement
11/17
প্রকাশ পর্ব অর্থাৎ গুরু নানক জয়ন্তী উপলক্ষে এরপরে ১৫ নভেম্বর শুক্রবার ছুটি থাকবে।
প্রকাশ পর্ব অর্থাৎ গুরু নানক জয়ন্তী উপলক্ষে এরপরে ১৫ নভেম্বর শুক্রবার ছুটি থাকবে।
advertisement
12/17
আবার আগামী ১৭ নভেম্বর রবিবার সাধারণ ছুটির দিন। সারাদেশে সাপ্তাহিক ছুটি থাকবে এই দিনটি।
আবার আগামী ১৭ নভেম্বর রবিবার সাধারণ ছুটির দিন। সারাদেশে সাপ্তাহিক ছুটি থাকবে এই দিনটি।
advertisement
13/17
কণাক দাস জয়ন্তী উপলক্ষে ১৮ নভেম্বর সোমবার কর্ণাটকে ছুটি থাকবে।
কণাক দাস জয়ন্তী উপলক্ষে ১৮ নভেম্বর সোমবার কর্ণাটকে ছুটি থাকবে।
advertisement
14/17
শুক্রবার, ২২ নভেম্বর লাহবাব ডুচেন এবং এই উপলক্ষে সিকিমে ছুটি থাকবে।
শুক্রবার, ২২ নভেম্বর লাহবাব ডুচেন এবং এই উপলক্ষে সিকিমে ছুটি থাকবে।
advertisement
15/17
শনিবার, ২৩ নভেম্বর সেং কুট স্নেম এবং এই উপলক্ষে মেঘালয়ে ছুটি থাকবে।
শনিবার, ২৩ নভেম্বর সেং কুট স্নেম এবং এই উপলক্ষে মেঘালয়ে ছুটি থাকবে।
advertisement
advertisement
advertisement