COVID19 vaccine: দেশে সাড়ে ৫ দিনের মতো করোনা ভ্যাকসিন মজুদ, চিন্তা নেই বলছে স্বাস্থ্যমন্ত্রক

Last Updated:
Coronavirus Vaccine: এপ্রিল মাসে সারাদেশে প্রতিদিন গড়ে ৩৬ লক্ষ টিকা ইনস্টল করা হচ্ছে। ভারতে বর্তমানে প্রায় ২ কোটি টিকার ভ্যাকসিন রয়েছে।
1/5
•দেশে করোনার ভ্যাকসিন (COVID19 Vaccine) দেওয়ার কাজ দ্রুততার সঙ্গে চালানো হচ্ছে। এদিকে, স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, দেশের বেশ কয়েকটি রাজ্যে ভ্যাকসিনের সাড়ে ৫ দিনের মতো ভ্যাকসিন মজুদ রয়েছে৷ তবে এতে চিন্তার কিছু নেই, কারণ যাইহোক, এক সপ্তাহের মধ্যে ভ্যাকসিনের আরও ডোজ সমস্ত রাজ্যে পৌঁছে যাবে।
•দেশে করোনার ভ্যাকসিন (COVID19 Vaccine) দেওয়ার কাজ দ্রুততার সঙ্গে চালানো হচ্ছে। এদিকে, স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, দেশের বেশ কয়েকটি রাজ্যে ভ্যাকসিনের সাড়ে ৫ দিনের মতো ভ্যাকসিন মজুদ রয়েছে৷ তবে এতে চিন্তার কিছু নেই, কারণ যাইহোক, এক সপ্তাহের মধ্যে ভ্যাকসিনের আরও ডোজ সমস্ত রাজ্যে পৌঁছে যাবে।
advertisement
2/5
•অনেক রাজ্যই কেন্দ্রীয় সরকারের কাছে ভ্যাকসিনের (corona vaccine) জন্য দাবি করেছে। এই মুহুর্তে ৪৫ ​​বছরের (45 years) বেশি বয়সি নাগরিকরা করোনা ভ্যাকসিন নিতে পারছেন। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী অন্ধ্রপ্রদেশ ও বিহারের মতো রাজ্যে দু’দিনের মতো ভ্যাকসিন রয়েছে। ওড়িশায় আর ৪ দিনের ভ্যাকসিন মজুদ রয়েছে৷ অন্যান্য অনেক রাজ্যেও একই অবস্থা।
•অনেক রাজ্যই কেন্দ্রীয় সরকারের কাছে ভ্যাকসিনের (corona vaccine) জন্য দাবি করেছে। এই মুহুর্তে ৪৫ ​​বছরের (45 years) বেশি বয়সি নাগরিকরা করোনা ভ্যাকসিন নিতে পারছেন। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী অন্ধ্রপ্রদেশ ও বিহারের মতো রাজ্যে দু’দিনের মতো ভ্যাকসিন রয়েছে। ওড়িশায় আর ৪ দিনের ভ্যাকসিন মজুদ রয়েছে৷ অন্যান্য অনেক রাজ্যেও একই অবস্থা।
advertisement
3/5
•এপ্রিল মাসে সারাদেশে গড়ে প্রতিদিন ৩৬ লক্ষ টিকা ইনস্টল করা হচ্ছে। দেশে বর্তমানে প্রায় ২ কোটি টিকার রয়েছে। অর্থাৎ দেশের লোকসংখ্যার নিরিখে (৪৫ বছরের উর্দ্ধে টিকাকরণের কথা মাথায় রেখে) এটি পরবর্তী সাড়ে পাঁচ দিনের জন্য যেতে পারে। তথ্য মতে, রাজ্যগুলি আগামী এক সপ্তাহের মধ্যে ২ কোটি ৪৫ লক্ষ টিকার ডোজ পৌঁছে যাবে বিভিন্ন রাজ্যে। স্বাস্থ্য মন্ত্রকের মতে, রাজ্যগুলির সঙ্গে আলোচনার পর প্রতি চার থেকে আট অন্তর ভ্যাকসিনের ডোজ পাঠানো হচ্ছে।
•এপ্রিল মাসে সারাদেশে গড়ে প্রতিদিন ৩৬ লক্ষ টিকা ইনস্টল করা হচ্ছে। দেশে বর্তমানে প্রায় ২ কোটি টিকার রয়েছে। অর্থাৎ দেশের লোকসংখ্যার নিরিখে (৪৫ বছরের উর্দ্ধে টিকাকরণের কথা মাথায় রেখে) এটি পরবর্তী সাড়ে পাঁচ দিনের জন্য যেতে পারে। তথ্য মতে, রাজ্যগুলি আগামী এক সপ্তাহের মধ্যে ২ কোটি ৪৫ লক্ষ টিকার ডোজ পৌঁছে যাবে বিভিন্ন রাজ্যে। স্বাস্থ্য মন্ত্রকের মতে, রাজ্যগুলির সঙ্গে আলোচনার পর প্রতি চার থেকে আট অন্তর ভ্যাকসিনের ডোজ পাঠানো হচ্ছে।
advertisement
4/5
•বর্তমানে অন্ধ্র প্রদেশে, ১.৪ লক্ষ ডোজ রয়েছে। অর্থাৎ এটি একটি যেতে পারে। এখানে প্রতিদিন গড়ে ১.১ লক্ষ মানুষ ভ্যাকসিন নিচ্ছেন। বিহারে ২.৬ লক্ষ ডোজ বাকি রয়েছে। এখানে প্রতিদিন গড়ে ১.৭ লক্ষ টিকাকরণ হচ্ছে৷ এই মুহূর্তে তামিলনাড়ুর পরিস্থিতি সবচেয়ে ভাল৷ এখনও ১৭ লক্ষ স্টক বাকি রয়েছে এ রাজ্যে। গড়ে দিনে মাত্র ৩৭ হাজার টিকার ডোজ তৈরি করা হয়।
•বর্তমানে অন্ধ্র প্রদেশে, ১.৪ লক্ষ ডোজ রয়েছে। অর্থাৎ এটি একটি যেতে পারে। এখানে প্রতিদিন গড়ে ১.১ লক্ষ মানুষ ভ্যাকসিন নিচ্ছেন। বিহারে ২.৬ লক্ষ ডোজ বাকি রয়েছে। এখানে প্রতিদিন গড়ে ১.৭ লক্ষ টিকাকরণ হচ্ছে৷ এই মুহূর্তে তামিলনাড়ুর পরিস্থিতি সবচেয়ে ভাল৷ এখনও ১৭ লক্ষ স্টক বাকি রয়েছে এ রাজ্যে। গড়ে দিনে মাত্র ৩৭ হাজার টিকার ডোজ তৈরি করা হয়।
advertisement
5/5
•মহারাষ্ট্রে এক দিনে সর্বোচ্চ ৩.৯ লক্ষ মানুষকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। যে, ১৫ লক্ষ ভ্যাকসিনের স্টক এখানে রয়েছে তা ৪ দিন চলবে। উত্তর প্রদেশে (আড়াই দিন), উত্তরাখণ্ড (২দিন) ওড়িশায় (৩দিন) এবং মধ্য প্রদেশে (সাড়ে ৩দিন) মতো করোনা ভ্যাকসিনের ডোজ প্রস্তুত রয়েছে৷
•মহারাষ্ট্রে এক দিনে সর্বোচ্চ ৩.৯ লক্ষ মানুষকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। যে, ১৫ লক্ষ ভ্যাকসিনের স্টক এখানে রয়েছে তা ৪ দিন চলবে। উত্তর প্রদেশে (আড়াই দিন), উত্তরাখণ্ড (২দিন) ওড়িশায় (৩দিন) এবং মধ্য প্রদেশে (সাড়ে ৩দিন) মতো করোনা ভ্যাকসিনের ডোজ প্রস্তুত রয়েছে৷
advertisement
advertisement
advertisement