কাজে লাগবে না ‘বেবি ডল’ কণিকার প্লাজমা, গায়িকাকে সাফ জানাল চিকিৎসকের দল !
- Published by:Elina Datta
- news18 bangla
Last Updated:
করোনা ভাইরাস সংক্রমণের সঙ্গে দীর্ঘ লড়াই জিতে ফেরার পর কোভিড-১৯ পেশেন্ট-দের জন্য প্লাজমা দানের কথা জানিয়েছিলেন গায়িকা নিজেই ৷
গায়িকা কণিকা কাপুরের ইচ্ছে কোনওভাবেই পূরণ হওয়া সম্ভব নয় ৷ করোনা ভাইরাস সংক্রমণের সঙ্গে দীর্ঘ লড়াই জিতে ফেরার পর কোভিড-১৯ পেশেন্ট-দের জন্য প্লাজমা দানের কথা জানিয়েছিলেন গায়িকা নিজেই ৷ কিন্তু চিকিৎসকেরা জানিয়ে দিলেন তা আর সম্ভব নয় ৷ একইসঙ্গে তারা কণিকার প্লাজমা না নেওয়ার কারণও জানিয়েছেন ৷photo source collected
advertisement
advertisement
advertisement