গলায় ব্যাথা জানিয়েছিলেন ক্রুণাল , তবুও ভারতীয় দলের চিকিৎসক অনুমতি দিয়েছিলেন ...
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
কেলেঙ্কারির একশেষ, ক্রুণাল নিজের সিম্পটম বোঝা সত্ত্বেও চিকিৎসক কি করে নিলেন এরকম হঠকারি সিদ্ধান্ত!
#মুম্বই: শ্রীলঙ্কা সফরের সময় কোভিড ১৯ পজিটিভ হয়েছিলেন ক্রুণাল পান্ডিয়া (Krunal Pandya) - তাঁর গলায় ব্যাথা হতেই তিনি সঙ্গে সঙ্গে বিসিসিআইয়ের (BCCI) চিকিৎসা আধিকারিককে জানিয়েছিলেন৷ কিন্তু তারপরেও সঙ্গে সঙ্গে তাঁর আরটিপিসিআর টেস্টের কথা বলা হয়নি৷ এরপরেই চিকিৎসা আধিকারিকের সদচেষ্টা নিয়ে প্রশ্ন উঠছে৷ সরাসরি প্রশ্ন উঠছে চিকিৎসা আধিকারিক যদি সঠিকভাবে সক্রিয় হতেন তাহলে ক্রুণালের সঙ্গে সম্পর্কে থাকা আট ক্রিকেটারকে হয়ত কোয়েরেন্টাইনে যেতে হত না৷ এই কারণের জন্যেই আট জন ক্রিকেটার শ্রীলঙ্কার (India vs Sri Lanka) বিরুদ্ধে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে খেলতে না পারার পরিস্থিতি হত না৷
advertisement
সূত্র মারফত জানা গেছে গলায় ব্যাথার লক্ষণ নিয়ে তিনি সঙ্গে সঙ্গেই চিকিৎসক অভিজিত সালভির কাছে গিয়েছিলেন৷ ২৬ জুলাই এই বিষয়ে তিনি চিকিৎসককে জানিয়েছিলেন৷ এরপরে সঙ্গে তাঁকে না Rapid Antigen Test -র কথা বলা হয় না তাঁকে কোয়ারেন্টাইনে পাঠানো হয় ৷ উল্টে তাঁকে টিম মিটিংয়ে যোগ দেওয়ার অনুমতি দেওয়া হয়৷ ২৭ জুলাই তাঁর আরটিপিসিআর টেস্ট করা হয়৷ রিপোর্ট পাওয়া যায় দুুপুরে৷ এরপরেই ভারতীয় ক্রিকেট বোর্ড ও শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড যৌথ সিদ্ধান্ত নিয়ে ম্যাচ সেদিনের মতো স্থগিত করে দেয়৷ তারপর ক্রুণালের সঙ্গে থাকা ক্রিকেটারদের করোনা পরীক্ষা করা হয়৷
advertisement
advertisement
বিসিসিআইয়ের এক সূত্র নিজের নাম না প্রকাশের শর্তে এই চাঞ্চল্যকর অভিযোগ সামনে এনেছেন৷ পিটিআইকে তিনি জানিয়েছেন ক্রুণালের গলা ব্যাথা হওয়ার পরে যে দুটি প্রাথমিক কর্তব্য করতে হত একটি তাঁকে আইসোলেট করা, অন্যটি দ্রুত তাঁর আরটিপিসিআর টেস্ট করা সে দুটির কোনটিই হয়নি৷ পাশাপাশি তাঁকে টিম মিটিংয়ে অংশ নিতে দেওয়া হয়েছিল৷