বদলে চলেছে করোনার উপসর্গ, এবার গা শিরশির বা ঠোঁট নীলচে হলেই বিপদের আশঙ্কা

Last Updated:
1/8
▪️দিন দিন বদলাচ্ছে করোনার উপসর্গ৷ জ্বর, সর্দি-কাশিকে করোনার প্রাথমিক উপসর্গ বলে মেনে চলা হত এতদিন৷ কিন্তু এখন তার সঙ্গে জুড়েছে আরও কিছু উপসর্গ যা প্রতিদিনের জীবনে অনেকেই উপলব্ধি করে থাকেন৷
▪️দিন দিন বদলাচ্ছে করোনার উপসর্গ৷ জ্বর, সর্দি-কাশিকে করোনার প্রাথমিক উপসর্গ বলে মেনে চলা হত এতদিন৷ কিন্তু এখন তার সঙ্গে জুড়েছে আরও কিছু উপসর্গ যা প্রতিদিনের জীবনে অনেকেই উপলব্ধি করে থাকেন৷
advertisement
2/8
▪️রবিবারই আমেরিকার সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন তরফ থেকে এমনই ৬টি নতুন করোনা ভাইরাসের উপসর্গের কথা সরকারিভাবে জানানো হয়৷
▪️রবিবারই আমেরিকার সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন তরফ থেকে এমনই ৬টি নতুন করোনা ভাইরাসের উপসর্গের কথা সরকারিভাবে জানানো হয়৷
advertisement
3/8
▪️একজন রোগীর শরীরে ২ থেকে ১৪ দিনের মধ্যে এই সমস্ত উপসর্গ দেখা দিতে পারে৷
▪️একজন রোগীর শরীরে ২ থেকে ১৪ দিনের মধ্যে এই সমস্ত উপসর্গ দেখা দিতে পারে৷
advertisement
4/8
▪️কী এই ৬টি নতুন উপসর্গ? হাল্কা হাল্কা শীত করা, শীতে কাঁপুনি দেওয়া, মাংসপেশিতে ব্যাথা, মাথাব্যাথা, গলাব্যাথা, নতুন করে স্বাদ ও ঘ্রাণে শক্তি হারানো৷
▪️কী এই ৬টি নতুন উপসর্গ? হাল্কা হাল্কা শীত করা, শীতে কাঁপুনি দেওয়া, মাংসপেশিতে ব্যাথা, মাথাব্যাথা, গলাব্যাথা, নতুন করে স্বাদ ও ঘ্রাণে শক্তি হারানো৷
advertisement
5/8
▪️এখন পশ্চিমবঙ্গে যেমন আবাহাওয়া তার ফলে শীত শীত অনুভূত হওয়া বা হাল্কা গা-হাত ব্যাথা হতে পারে অনেকেরই৷ তাই খুব সাবধান থাকুন এবং প্রতিনিয়ত নিজের গতিবিধির ওপর নজর রাখুন৷
▪️এখন পশ্চিমবঙ্গে যেমন আবাহাওয়া তার ফলে শীত শীত অনুভূত হওয়া বা হাল্কা গা-হাত ব্যাথা হতে পারে অনেকেরই৷ তাই খুব সাবধান থাকুন এবং প্রতিনিয়ত নিজের গতিবিধির ওপর নজর রাখুন৷
advertisement
6/8
▪️এর সঙ্গে যুক্ত হয়েছে মুখ বা ঠোঁট নীল হওয়ার উপসর্গও৷ নজর রাখুন প্রতিদিন নিজের চেহরায় কী কী পরিবর্তন হচ্ছে৷ এতদিন পায়ের পাতায় ফোসকা বা নীলচে হওয়াও উপসর্গ বলে জানানো হয়েছিল৷
▪️এর সঙ্গে যুক্ত হয়েছে মুখ বা ঠোঁট নীল হওয়ার উপসর্গও৷ নজর রাখুন প্রতিদিন নিজের চেহরায় কী কী পরিবর্তন হচ্ছে৷ এতদিন পায়ের পাতায় ফোসকা বা নীলচে হওয়াও উপসর্গ বলে জানানো হয়েছিল৷
advertisement
7/8
▪️এছাড়াও বুকে ব্যাথা ও বুকে চাপ অনুভব করার লক্ষণও ভাল নয়৷
▪️এছাড়াও বুকে ব্যাথা ও বুকে চাপ অনুভব করার লক্ষণও ভাল নয়৷
advertisement
8/8
▪️সর্দি-কাশি, জ্বর, শ্বাসকষ্ট বা গলাব্যাথার কথা তো আগেই বলা হয়েছিল৷ এবার এর সঙ্গে যুক্ত হল এই সব কটি নতুন উপসর্গ৷
▪️সর্দি-কাশি, জ্বর, শ্বাসকষ্ট বা গলাব্যাথার কথা তো আগেই বলা হয়েছিল৷ এবার এর সঙ্গে যুক্ত হল এই সব কটি নতুন উপসর্গ৷
advertisement
advertisement
advertisement