দেশের ১৮ কোটি মানুষের দেহে করোনার অ্যান্টিবডি তৈরি হয়ে গিয়েছে, দাবি থাইরোকেয়ারের

Last Updated:
1/8
• দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ । গত ২৪ ঘণ্টায় ৩৭ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন । মোট আক্রান্তের সংখ্যা ১১ লক্ষ ৫৫ হাজার জন । করোনার জেরে মোট মৃত্যু হয়েছে ২৮ হাজার ৮৪ জনের। প্রতীকী চিত্র ।
• দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ । গত ২৪ ঘণ্টায় ৩৭ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন । মোট আক্রান্তের সংখ্যা ১১ লক্ষ ৫৫ হাজার জন । করোনার জেরে মোট মৃত্যু হয়েছে ২৮ হাজার ৮৪ জনের। প্রতীকী চিত্র ।
advertisement
2/8
• দেশে মৃত্যুর হার এমন বাড়তে থাকলেও আশার আলো দেখাচ্ছেন বিশেজ্ঞরা । সুস্থতার হারও বিশ্বের অন্যান্য দেশের তুলনায় আশাব্যঞ্জক । এ যাবৎ দেশের ৭ লক্ষ ২৪ হাজার ৫৭৭ জন রোগী সুস্থও হয়ে গিয়েছেন। অন্য একটি আশাপ্রদ পরিসংখ্যান, সারা পৃথিবীতে যখন মৃত্যুর হার ৪.১৩ শতাংশ, ভারতে করোনায় মৃত্যু হচ্ছে ২.৪৩ শতাংশের। প্রতীকী চিত্র ।
• দেশে মৃত্যুর হার এমন বাড়তে থাকলেও আশার আলো দেখাচ্ছেন বিশেজ্ঞরা । সুস্থতার হারও বিশ্বের অন্যান্য দেশের তুলনায় আশাব্যঞ্জক । এ যাবৎ দেশের ৭ লক্ষ ২৪ হাজার ৫৭৭ জন রোগী সুস্থও হয়ে গিয়েছেন। অন্য একটি আশাপ্রদ পরিসংখ্যান, সারা পৃথিবীতে যখন মৃত্যুর হার ৪.১৩ শতাংশ, ভারতে করোনায় মৃত্যু হচ্ছে ২.৪৩ শতাংশের। প্রতীকী চিত্র ।
advertisement
3/8
• এর পাশাপাশি আরও একটি সুখবর শোনাচ্ছে দেশের অন্যতম বড় গবেষণাগারের একটি পরিসংখ্যান । তাদের কাছে থাকা কিছু তথ্যের উপর ভিত্তি করে থাইরোকেয়ার জানাচ্ছে, দেশের ১৮ কোটি মানুষের দেহে করোনার অ্যান্টিবডি তৈরি হয়ে গিয়েছে । প্রতীকী চিত্র ।
• এর পাশাপাশি আরও একটি সুখবর শোনাচ্ছে দেশের অন্যতম বড় গবেষণাগারের একটি পরিসংখ্যান । তাদের কাছে থাকা কিছু তথ্যের উপর ভিত্তি করে থাইরোকেয়ার জানাচ্ছে, দেশের ১৮ কোটি মানুষের দেহে করোনার অ্যান্টিবডি তৈরি হয়ে গিয়েছে । প্রতীকী চিত্র ।
advertisement
4/8
• দেশে দু’ধরণের কোভিড টেস্টিং হচ্ছে এই মুহূর্তে । তার মধ্যে একটি হল RT-PCR test এবং একটি হল অ্যান্টিবডি টেস্ট । প্রতীকী চিত্র ।
• দেশে দু’ধরণের কোভিড টেস্টিং হচ্ছে এই মুহূর্তে । তার মধ্যে একটি হল RT-PCR test এবং একটি হল অ্যান্টিবডি টেস্ট । প্রতীকী চিত্র ।
advertisement
5/8
• থাইরোকেয়ারের মতো কিছু বেসরকারি সংস্থা সরকারি অনুমোদনপ্রাপ্ত হয়ে এই টেস্টগুলি করছে । সেই রকমই ৬০ হাজার টেস্টের তথ্য থেকে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে থাইরোকেয়ার । প্রতীকী চিত্র ।
• থাইরোকেয়ারের মতো কিছু বেসরকারি সংস্থা সরকারি অনুমোদনপ্রাপ্ত হয়ে এই টেস্টগুলি করছে । সেই রকমই ৬০ হাজার টেস্টের তথ্য থেকে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে থাইরোকেয়ার । প্রতীকী চিত্র ।
advertisement
6/8
• সম্প্রতি এই সংস্থার ম্যানেজিং ডিরেক্টর আরোকিয়াস্বামী ভেলুমানি একটি ট্যুইট করে এই তথ্য সামনে আনেন । প্রতীকী চিত্র ।
• সম্প্রতি এই সংস্থার ম্যানেজিং ডিরেক্টর আরোকিয়াস্বামী ভেলুমানি একটি ট্যুইট করে এই তথ্য সামনে আনেন । প্রতীকী চিত্র ।
advertisement
7/8
• তিনি জানান, ১৮ কোটি ভারতবাসী ইতিমধ্যেই করোনা অ্যান্টিবডি নিজেদের শরীরে নিয়ে ঘুরছেন । বেশিরভাগ ক্ষেত্রেই তাঁরা সেটা জানেনও না । প্রতীকী চিত্র ।
• তিনি জানান, ১৮ কোটি ভারতবাসী ইতিমধ্যেই করোনা অ্যান্টিবডি নিজেদের শরীরে নিয়ে ঘুরছেন । বেশিরভাগ ক্ষেত্রেই তাঁরা সেটা জানেনও না । প্রতীকী চিত্র ।
advertisement
8/8
• থাইরোকেয়ার জানিয়েছে, তারা এমন জায়গা থেকেই নমুনা সংগ্রহ করেছিল যা কন্টেইনমেন্ট জোনের অন্তর্ভুক্ত । অর্থাৎ যেখানে বাতাসে করোনার জীবাণু থাকা সম্ভব । সেই সমস্ত এলাকার বেশিরভাগ নমুনায় দেখা গিয়েছে মানব শরীর নিজের থেকেই অ্যান্টিবডি তৈরি করেছে । প্রতীকী চিত্র ।
• থাইরোকেয়ার জানিয়েছে, তারা এমন জায়গা থেকেই নমুনা সংগ্রহ করেছিল যা কন্টেইনমেন্ট জোনের অন্তর্ভুক্ত । অর্থাৎ যেখানে বাতাসে করোনার জীবাণু থাকা সম্ভব । সেই সমস্ত এলাকার বেশিরভাগ নমুনায় দেখা গিয়েছে মানব শরীর নিজের থেকেই অ্যান্টিবডি তৈরি করেছে । প্রতীকী চিত্র ।
advertisement
advertisement
advertisement