Bank Locker Rule 2024: কী রাখতে পারবেন আর কী নয়? জানিয়ে দিল SBI, HDFC, BoB, দেখে নিন বিশদে
- Published by:Dolon Chattopadhyay
- trending-desk
- Written by:Trending Desk
Last Updated:
Bank Locker Rule 2024: লকার আছে বলে, তাতে যা খুশি রাখা যায় না। এর নির্দিষ্ট নিয়ম রয়েছে।
advertisement
advertisement
advertisement
advertisement
এসবিআই লকার চুক্তি: মূল্যবান বস্তু যেমন গয়না এবং নথিপত্র রাখতে পারেন গ্রাহক। নগদ টাকা বা মুদ্রা নয়। অস্ত্র, বিস্ফোরক, মাদকদ্রব্য, কোনও নিষিদ্ধ সামগ্রীও রাখা যাবে না। নষ্ট বা পচে যেতে পারে এমন সামগ্রী রাখারও অনুমতি দেওয়া হয় না। বিকিরণযুক্ত সামগ্রী, অবৈধ সামগ্রী বা এমন সামগ্রী যা ভারতীয় আইনে নিষিদ্ধ, তাও রাখা যাবে না। ব্যাঙ্ক বা গ্রাহকের বিপদ বা সমস্যা হতে পারে, এমন সামগ্রীও এসবিআই-এর লকারে রাখা যায় না।
advertisement
এইচডিএফসি লকার চুক্তি: এইচডিএফসি ব্যাঙ্কের লকার চুক্তিও এসবিআই-এর মতোই। এখানকার লকারে গ্রাহক গয়না, নথিপত্রের মতো মূল্যবান সামগ্রী রাখতে পারেন। তবে নগদ টাকা, মুদ্রা, অস্ত্র, বিস্ফোরক, মাদক, নিষিদ্ধ সামগ্রী, নষ্ট বা পচে যেতে পারে এমন সামগ্রী, বিকিরণযুক্ত সামগ্রী, অবৈধ সামগ্রী এবং ব্যাঙ্ক বা গ্রাহকের বিপদ বা সমস্যা হতে পারে এমন জিনিস রাখার অনুমতি নেই।
advertisement
ব্যাঙ্ক অফ বরোদার লকার চুক্তি: শুধুমাত্র বৈধ উদ্দেশ্যে ব্যবহারের জন্যই গ্রাহক ব্যাঙ্ক অফ বরোদায় লকার ভাড়া নিতে পারেন। গয়না এবং গুরুত্বপূর্ণ নথি রাখার অনুমতি রয়েছে। তবে নগদ টাকা, মুদ্রা, অস্ত্র, বিস্ফোরক, মাদক, নিষিদ্ধ সামগ্রী, নষ্ট বা পচে যেতে পারে এমন সামগ্রী, বিকিরণযুক্ত সামগ্রী, অবৈধ সামগ্রী এবং ব্যাঙ্ক বা গ্রাহকের বিপদ বা ঝুঁকি থাকতে পারে এমন কিছু রাখার অনুমতি দেওয়া হয় না।