মাত্র ১০০ টাকায় এই অ্যাকাউন্ট খুলুন, ব্যাঙ্কের থেকে সুদের হার অনেকটাই বেশি
Last Updated:
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতকালই (১ সেপ্টেম্বর) পোস্ট পেমেন্টস ব্যাঙ্কের শুভ সূচনা করেছেন ৷ এই পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক নিয়ে সবার মধ্যেই ব্যাপক প্রশ্নচিহ্ন জেগেছে ৷ এবারে সবার প্রশ্ন নিরশনে এমন কিছু তথ্য দেওয়া হচ্ছে যা অত্যন্ত জরুরি ৷ পোস্ট অফিসে সেভিংস অ্যাকাউন্ট খুলবার কথা ভাবছেন ? আপনার কাছে তিন রকমের অ্যাকাউন্ট খোলার অপশন আছে ৷ এই অ্যকাউন্টে কোনও মিনিমাম ব্যালান্স রাখার কোনও শর্তও নেই ৷ বরং এই অ্যাকাউন্ট থেকে মিলবে অনেক সুযোগ সুবিধাও ৷ যা সবার থেকে এই পোস্ট পেমেন্টস ব্যাঙ্ককে আলাদা করেছে ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
advertisement
advertisement
সুগম খাতা : ১০ বা তার থেকে বেশি বয়সীরা এই অ্যকাউন্ট খুলতে পারবেন ৷ তবে এই অ্যাকাউন্টে খোলার সময়ে কোনও রকমের টাকা জমা দেওয়ার প্রয়োজন হবেনা ৷ এই অ্যকাউন্টে কোনও মিনিমাম ব্যালান্স রাখার কোনও শর্তও নেই ৷ এই অ্যাকাউন্টে আপনি ১ লক্ষ টাকার থেকে বেশি জমা রাখতে পারবেন না ৷ এটিএম কাম ডেবিট কার্ডের সুবিধাও ভোগ করতে পারবেন সঙ্গে নমিনেশনের সুবিধাও আছে এক্ষেত্রে ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
সরল খাতা : এক্ষেত্রেও ১০ বা তার থেকে বেশি বয়সীরা এই অ্যকাউন্ট খুলতে পারবেন দিতে হবে KYC-র বিস্তৃত বিবরণ ৷ এই অ্যকাউন্টে কোনও মিনিমাম ব্যালান্স রাখার কোনও শর্তও নেই ৷ তবে ৫০ হাজার টাকার বেশি জমা রাখতে পারবেন না ৷ এটিএম কাম ডেবিট কার্ডের সুবিধাও ভোগ করতে পারবেন সঙ্গে নমিনেশনের সুবিধাও আছে এক্ষেত্রে ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
এই পরিষেবার সবথেকে গুরুত্বপূর্ণ দিক হল এই ইন্ডিয়া পোস্টে ও পিএনবি ব্যাঙ্কের যেকোনও এটিএম থেকে যতহৃবার খুশি মাসে লেনদেন করুন ৷ কোনও অতিরিক্ত শুল্ক দিতে হবেনা এর জন্য ৷ তবে মেট্রো শহরে আপনি আলাদা ব্যাঙ্ক থেকে ৩ বার ও নন মেট্রো শহরে আলাদা ব্যাঙ্কে প্রতি মাসে ৫ বার এটিএমের মাধ্যমে লেনদেন করতে পারবেন ৷ ছবি সংগৃহীত ৷
advertisement