LIC-র এই পলিসিতে মিলবে বাড়তি আয়ের সুবিধা, প্রতি বছর পেয়ে যাবেন ১ লক্ষ টাকা!

Last Updated:
LIC-এর এটি খুবই জনপ্রিয় স্কিম । এক নজরে দেখে নেওয়া যাক এর সমস্ত খুঁটিনাটি বিষয় এবং সুবিধা।
1/7
বর্তমান মূল্যবৃদ্ধির বাজারে সকলেই চান এমন জায়গায় বিনিয়োগ করতে যেখান থেকে ভবিষ্যতে মোটা টাকা রিটার্ন পাওয়া সম্ভব। ভবিষ্যতের খরচের জন্য সকলের মনেই চিন্তা থাকে। কারণ অবসর গ্রহণের পরে নিজেদের খরচ, পরিবারের খরচ, সন্তানের লেখাপড়ার খরচ আবার বিয়ের খরচের মতো বিষয় জড়িত রয়েছে। এর জন্য এখন থেকেই পরিকল্পনা করে সঞ্চয় শুরু করা উচিত। এর জন্য বিনিয়োগের একটি ভাল মাধ্যম বেছে নেওয়া উচিত। যেখানে বিনিয়োগ করলে ভবিষ্যতের জন্য আর কোনও চিন্তা থাকে না।
বর্তমান মূল্যবৃদ্ধির বাজারে সকলেই চান এমন জায়গায় বিনিয়োগ করতে যেখান থেকে ভবিষ্যতে মোটা টাকা রিটার্ন পাওয়া সম্ভব। ভবিষ্যতের খরচের জন্য সকলের মনেই চিন্তা থাকে। কারণ অবসর গ্রহণের পরে নিজেদের খরচ, পরিবারের খরচ, সন্তানের লেখাপড়ার খরচ আবার বিয়ের খরচের মতো বিষয় জড়িত রয়েছে। এর জন্য এখন থেকেই পরিকল্পনা করে সঞ্চয় শুরু করা উচিত। এর জন্য বিনিয়োগের একটি ভাল মাধ্যম বেছে নেওয়া উচিত। যেখানে বিনিয়োগ করলে ভবিষ্যতের জন্য আর কোনও চিন্তা থাকে না।
advertisement
2/7
বর্তমান সময়ে LIC অর্থাৎ লাইফ ইনস্যুরেন্স কোম্পানি হল বিনিয়োগের একটি সেরা মাধ্যম। LIC-এর বিভিন্ন ধরনের স্কিম রয়েছে, যেখানে বিনিয়োগ করলে মোটা টাকা রিটার্ন পাওয়া সম্ভব। একই সঙ্গে সুরক্ষার বিষয়েও কোনও আপোস করার প্রয়োজন নেই। LIC-এর একটি খুবই জনপ্রিয় স্কিম হল LIC Jeevan Utsav। এক নজরে দেখে নেওয়া যাক এর সমস্ত খুঁটিনাটি বিষয় এবং সুবিধা।
বর্তমান সময়ে LIC অর্থাৎ লাইফ ইনস্যুরেন্স কোম্পানি হল বিনিয়োগের একটি সেরা মাধ্যম। LIC-এর বিভিন্ন ধরনের স্কিম রয়েছে, যেখানে বিনিয়োগ করলে মোটা টাকা রিটার্ন পাওয়া সম্ভব। একই সঙ্গে সুরক্ষার বিষয়েও কোনও আপোস করার প্রয়োজন নেই। LIC-এর একটি খুবই জনপ্রিয় স্কিম হল LIC Jeevan Utsav। এক নজরে দেখে নেওয়া যাক এর সমস্ত খুঁটিনাটি বিষয় এবং সুবিধা।
advertisement
3/7
LIC-এর LIC Jeevan Utsav পলিসি গ্রাহকদের কাছে আয়ের দ্বিতীয় উৎস হয়ে উঠতে পারে। LIC Jeevan Utsav পলিসিতে বিনিয়োগ করলে প্রতি বছর ১ লক্ষ টাকা পাওয়া যেতে পারে।
LIC-এর LIC Jeevan Utsav পলিসি গ্রাহকদের কাছে আয়ের দ্বিতীয় উৎস হয়ে উঠতে পারে। LIC Jeevan Utsav পলিসিতে বিনিয়োগ করলে প্রতি বছর ১ লক্ষ টাকা পাওয়া যেতে পারে।
advertisement
4/7
LIC Jeevan Utsav পলিসি কয়েক মাস আগেই চালু করা হয়েছে। LIC Jeevan Utsav পলিসিতে বিনিয়োগ করলে গ্রাহকদের নিজেদের আয় নিয়ে চিন্তা অনেকটাই কেটে যেতে পারে।LIC Jeevan Utsav পলিসির নীতিতে গ্যারান্টিযুক্ত রিটার্ন পাওয়া যায়। বিমাকৃত পলিসির ১০ শতাংশ গ্রাহকদের দেওয়া হয়। অর্থাৎ টেনশন ফ্রি লাইফ কাটানোর জন্য LIC Jeevan Utsav পলিসি গ্রাহকদের কাছে সেরা বিকল্প হতে পারে।
LIC Jeevan Utsav পলিসি কয়েক মাস আগেই চালু করা হয়েছে। LIC Jeevan Utsav পলিসিতে বিনিয়োগ করলে গ্রাহকদের নিজেদের আয় নিয়ে চিন্তা অনেকটাই কেটে যেতে পারে।LIC Jeevan Utsav পলিসির নীতিতে গ্যারান্টিযুক্ত রিটার্ন পাওয়া যায়। বিমাকৃত পলিসির ১০ শতাংশ গ্রাহকদের দেওয়া হয়। অর্থাৎ টেনশন ফ্রি লাইফ কাটানোর জন্য LIC Jeevan Utsav পলিসি গ্রাহকদের কাছে সেরা বিকল্প হতে পারে।
advertisement
5/7
LIC Jeevan Utsav পলিসিটি ৫ বছর থেকে ১৬ বছর পর্যন্ত প্রিমিয়াম পে মেয়াদের সঙ্গে আসে।
LIC Jeevan Utsav পলিসিটি ৫ বছর থেকে ১৬ বছর পর্যন্ত প্রিমিয়াম পে মেয়াদের সঙ্গে আসে।
advertisement
6/7
যদি একজন ২৫ বছর বয়সী ব্যক্তি ১২ বছরের জন্য ১০ লক্ষ টাকার বিমা সহ LIC-এর LIC Jeevan Utsav পলিসি পরিকল্পনা গ্রহণ করেন, তাহলে তাঁকে ৩৬ বছরের জন্য প্রিমিয়াম দিতে হবে।
যদি একজন ২৫ বছর বয়সী ব্যক্তি ১২ বছরের জন্য ১০ লক্ষ টাকার বিমা সহ LIC-এর LIC Jeevan Utsav পলিসি পরিকল্পনা গ্রহণ করেন, তাহলে তাঁকে ৩৬ বছরের জন্য প্রিমিয়াম দিতে হবে।
advertisement
7/7
৩৭তম এবং ৩৮তম বছরে প্রিমিয়াম থামার পরে, ৩৯তম বছর থেকে ১০০তম বছর পর্যন্ত বিমাকৃত অর্থের ১০ শতাংশ অর্থাৎ ১ লক্ষ টাকা পাওয়া যাবে।১০ লক্ষ টাকার নিশ্চিত পরিমাণের জন্য, গ্রাহকদের প্রতি বছর প্রায় ৯২,০০০ টাকা প্রিমিয়াম দিতে হবে।
৩৭তম এবং ৩৮তম বছরে প্রিমিয়াম থামার পরে, ৩৯তম বছর থেকে ১০০তম বছর পর্যন্ত বিমাকৃত অর্থের ১০ শতাংশ অর্থাৎ ১ লক্ষ টাকা পাওয়া যাবে।১০ লক্ষ টাকার নিশ্চিত পরিমাণের জন্য, গ্রাহকদের প্রতি বছর প্রায় ৯২,০০০ টাকা প্রিমিয়াম দিতে হবে।
advertisement
advertisement
advertisement