SIP Investment Tips: মহিলাদের জন্য সেরা SIP কোনগুলো? রইল যাবতীয় খুঁটিনাটি, ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে না
- Published by:Dolon Chattopadhyay
- trending-desk
- Written by:Trending Desk
Last Updated:
SIP Investment Tips: বিশেষজ্ঞরা বলছেন, আর্থিক লক্ষ্য অনুযায়ী ফান্ড বাছতে হয়। তবেই ভাল রিটার্ন মেলে।
advertisement
advertisement
advertisement
যাঁরা রিটার্ন আরও বাড়াতে চান, তাঁরা স্টেপ আপ এসআইপিতে বিনিয়োগের পরামর্শ দেওয়া হয়। মহিলাদের জন্যও এটা লাভজনক। এতে বছরে ৫ বা ১০ শতাংশ হারে বিনিয়োগ বাড়াতে হয়। ধরে নেওয়া যাক, কেউ বছরে ১০০০ টাকার এসআইপি করলেন। তাহলে দ্বিতীয় বছর তিনি ১০০০ টাকার ৫ শতাংশ অর্থাৎ ১০৫০ টাকা বিনিয়োগ করবেন। পরের বছর আরও পাঁচ শতাংশ বাড়াতে হবে। এভাবে চলতে থাকবে।
advertisement
advertisement
advertisement
আর্থিক বিশেষজ্ঞরা বলছেন, যে সব মহিলা ঝুঁকি নিতে পছন্দ করেন, বাজারের ওঠানামায় প্রভাবিত হন না, তাঁরা মিড ক্যাপ বা স্মল ক্যাপ ফান্ডে বিনিয়োগ করতে পারেন। এই ধরণের ফান্ডে ঝুঁকি একটু বেশি থাকে, বিশেষ করে স্মল ক্যাপ ফান্ডে। তবে রিটার্নও ভাল পাওয়া যায়। ইএলএসএস ফান্ডে বিনিয়োগের কথাও ভাবতে পারেন মহিলারা। এতে বিনিয়পগ করলে ট্যাক্স ছাড় পাওয়া যায়, মুনাফাও হয় ভাল। তবে বিনিয়োগের আগে গত ৫ থেকে ১০ বছরে সেই ফান্ড কত রিটার্ন দিয়েছে, তা দেখে নেওয়া উচিত।