Indian Railways Job Opportunity: উচ্চ মাধ্যমিক পাশদের জন্য রেলের চাকরির দুর্দান্ত সুযোগ, ৩০৫০ পদে নিয়োগ! কতদিন আবেদন?
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Indian Railways Job Opportunity: রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড নন-টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি UG লেভেলে ৩,০৫০টি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিশদে জেনে আজই আবেদন করুন।
কলকাতা: রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড নন-টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি UG লেভেলে ৩,০৫০টি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগে কমার্শিয়াল-কাম-টিকিট ক্লার্ক (সিসি/টিসি), অ্যাকাউন্টস-ক্লার্ক-কাম টাইপিস্ট, জুনিয়র ক্লার্ক-কাম-টাইপিস্ট, ট্রেন ক্লার্ক (টিসি) পদগুলি অন্তর্ভুক্ত রয়েছে।
আরআরবি এনটিপিসি ইউজি লেভেলের এই নিয়োগের জন্য দ্বাদশ শ্রেণির পাশ প্রার্থীরা ২৮ অক্টোবর থেকে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ আগামী ২৭ নভেম্বর। rrbapply.gov.in ওয়েবসাইটে গিয়ে আবেদন করা যাবে।
গত বছর RRB NTPC ইউজি নিয়োগে তিন বছরের ছাড় দেওয়া হয়েছিল। কিন্তু এই বছর সেই ছাড় দেওয়া হয়নি। গত বছর সর্বোচ্চ বয়সসীমা ছিল ৩৩ বছর। কিন্তু এই বছর তা কমিয়ে ৩০ বছর করা হয়েছে। এছাড়াও, গত বছর ৩৪৫৫টি পদে নিয়োগ হয়েছিল, যেখানে এই বছর মাত্র ৩০৫০টি পদে নিয়োগ হচ্ছে। অর্থাৎ, এই বছর প্রায় ৪০০টি পদ কমে গিয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুন: রাতে উঠবেন, সকালে ভুটান! এবার ট্রেনেই বিদেশ-ভ্রমণের সুবিধা দিচ্ছে ভারতীয় রেল, বিশদে জানুন
কোন বয়সের প্রার্থীরা পরীক্ষায় বসতে পারবেন?
১৮ বছর এবং সর্বোচ্চ ৩০ বছর। বয়স গণনা করা হবে ১ জানুয়ারি হিসাবে। তফসিলি জাতি ও তফসিলি উপদাতি শ্রেণিভুক্ত প্রার্থীরা বয়সের সর্বোচ্চসীমায় পাঁচ বছর এবং ওবিসি প্রার্থীরা তিন বছরের ছাড় পাবেন।
advertisement
শিক্ষাগত যোগ্যতা কী হবে?
১) কমার্শিয়াল-কাম-টিকিট ক্লার্ক: অন্তত ৫০ শতাংশ নম্বর নিয়ে দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে। তফসিলি জাতি, তফসিলি উপজাতি এবং বিশেষভাবে সক্ষম প্রার্থীদের শুধুমাত্র দ্বাদশ শ্রেণি পাশ হলেই চলবে।
২) ট্রেন ক্লার্ক: অন্তত ৫০ শতাংশ নম্বর-সহ দ্বাদশ শ্রেণির পাশ করলেই হবে। তফসিলি জাতি, তফসিলি উপজাতি এবং বিশেষভাবে সক্ষম প্রার্থীদের ক্ষেত্রে ৫০ শতাংশ নম্বরের শর্ত প্রযোজ্য নয়।
advertisement
৩) অ্যাকাউন্টস ক্লার্ক-কাম-টাইপিস্ট: দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে। পেতে হবে ৫০ শতাংশ নম্বর। কম্পিউটারে ইংরেজিতে প্রতি মিনিটে ৩০টি শব্দ অথবা হিন্দিতে প্রতি মিনিটে ২৫টি শব্দ টাইপিংয়ের গতি থাকতে হবে। এসসি, এসটি এবং দিব্যাঙ্গ প্রার্থীদের জন্য শুধুমাত্র 12वीं পাশ হলেই চলবে, ৫০ শতাংশ নম্বরের শর্ত প্রযোজ্য নয়।
আরও পড়ুন: বড় খবর! এসএসসি পরীক্ষার্থীদের ইন্টারভিউ প্রক্রিয়ায় বিরাট বদল! দ্রুত শিক্ষক নিয়োগ চায় রাজ্য
৪) জুনিয়র-ক্লার্ক-কাম-টাইপিস্ট: অন্তত ৫০ শতাংশ নম্বর-সহ দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে। এবং কম্পিউটারে ইংরেজিতে প্রতি মিনিটে ৩০টি শব্দ অথবা হিন্দিতে প্রতি মিনিটে ২৫টি শব্দ টাইপিংয়ের গতি থাকতে হবে। তফসিলি জাতি, তফসিলি উপজাতি এবং বিশেষভাবে সক্ষম প্রার্থীরা দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হলেই চলবে।
advertisement
কীভাবে নিয়োগের প্রক্রিয়া হবে?
সমস্ত পদের জন্য ২টি পর্যায়ে সিবিটি (সিবিটি ১ এবং সিবিটি ২) হবে। এর পরে অ্যাকাউন্টস ক্লার্ক-কাম-টাইপিস্ট এবং জুনিয়র ক্লার্ক-কাম-টাইপিস্ট পদের জন্য টাইপিং স্কিল টেস্টও হবে। সিবিটিতে প্রতিটি ভুল উত্তরের জন্য এক-তৃতীয়াংশ নম্বর নেগেটিভ মার্কিং হিসেবে কাটা হবে। দ্বিতীয় পর্যায়ের সিবিটির জন্য শূন্যপদের ১৫ গুণ প্রার্থীকে আরআরবি অনুযায়ী শর্টলিস্ট করা হবে।
advertisement
প্রথম পর্যায়ের সিবিটি সমস্ত পদের জন্য কমন হবে। ৯০ মিনিটের সিবিটিতে ১০০টি প্রশ্ন থাকবে। ৪০টি প্রশ্ন জেনারেল অ্যাওয়ারনেস থেকে, ৩০টি অঙ্ক থেকে এবং ৩০টি জেনারেল ইন্টেলিজেন্স ও রিজনিং থেকে থাকবে। প্রথম পর্যায়ের সিবিটি-র নরমালাইজড স্কোরের ভিত্তিতে দ্বিতীয় পর্যায়ের সিবিটি-র জন্য প্রার্থীদের শর্টলিস্ট করা হবে।
দ্বিতীয় পর্যায়ের সিবিটিও সমস্ত পদের জন্য কমন হবে। দ্বিতীয় পর্যায়ের সিবিটিতে ৯০ মিনিটের পরীক্ষা হবে। এই সিবিটি-তে ১২০টি প্রশ্ন থাকবে। ৫০টি প্রশ্ন জেনারেল অ্যাওয়ারনেস থেকে, ৩৫টি অঙ্ক থেকে এবং ৩৫টি জেনারেল ইন্টেলিজেন্স ও রিজনিং থেকে থাকবে।
advertisement
আবেদন ফি কত পড়বে?
view comments৫০০ টাকা। যাঁরা সিবিটি ১ পরীক্ষায় অংশ নেবেন, তাঁদের ৪০০ টাকা ফেরত দেওয়া হবে। মহিলা, তফসিলি জাতি, তফসিলি উপজাতি এবং বিশেষভাবে সক্ষম প্রার্থীদের জন্য ক্ষেত্রে আবেদন ফি হল ২৫০ টাকা। যাঁরা সিবিটি ১ পরীক্ষায় অংশ নেবেন, তাঁদের পুরো ২৫০ টাকাই ফেরত দেওয়া হবে।
Location :
Kolkata,West Bengal
First Published :
October 24, 2025 5:08 PM IST

