SBI: বড় ব্যাঙ্কের বড় সিদ্ধান্ত, ন্যূনতম ব্যালান্স সহ একাধিক পরিষেবায় এসেছে বদল
Last Updated:
advertisement
advertisement
advertisement
মেট্রো ও শহুরে শাখায় অ্যাকাউন্টে ন্যূনতম মাসিক ব্যালান্স যদি গড়ে ৫০ শতাংশ বা তার কম হয়,তাহলে ১০ টাকা ও তার সঙ্গে নির্দিষ্ট জিএসটি কাটা হবে। ব্যালান্সের কমতির হার যদি ৫০-৭৫ শতাংশ হয়, তাহলে ১২ টাকা ও তার সঙ্গে জিএসটি কাটা হবে । ৭৫ শতাংশেরও কম ব্যালান্স রাখলে ১৫ টাকা ও তার সঙ্গে নির্দিষ্ট পরিমাণ জিএসটি কাটা হবে । (ছবি: সংগৃহীত)
advertisement
শহরতলি শাখার অ্যাকাউন্টধারীদের ক্ষেত্রে মাসিক গড় ব্যালান্স যদি ৫০ শতাংশর কম হয়, তাহলে ৭.৫০ টাকা ও তার সঙ্গে নির্দিষ্ট জিএসটি কাটা হবে । ব্যালান্স যদি ৫০-৭৫ শতাংশেরও কম হয়, তাহলে ১০ টাকা ও তার সঙ্গে জিএসটি কাটা হবে । ৭৫ শতাংশের কম অ্যাকাউন্ট ব্যালান্স হলে জিএসটি সহ ১২ টাকা কাটা হবে । (ছবি: সংগৃহীত)
advertisement
advertisement