Savings Account: সেভিংস অ্যাকাউন্টে বিপুল পরিমাণে নগদ জমা করছেন? সাবধান কিন্তু! এই বিষয়গুলি জেনে রাখা ভাল

Last Updated:
Savings Account Rules: বড় অঙ্কের টাকা জমা দেওয়ার আগে জেনে নিন নিয়ম, সীমা এবং সম্ভাব্য ঝুঁকি। আইনি জটিলতা এড়াতে থাকুন সতর্ক।
1/5
ভারতে সেভিংস অ্যাকাউন্টে ক্যাশ ডিপোজিট করা বা জমা রাখার চল রয়েছে। ছোট ব্যবসায়ী, বড় ব্যবসায়ী এবং চাকরিজীবী প্রায় সকলেই নিজেদের সেভিংস অ্যাকাউন্টে নগদ টাকা রাখেন। যদিও বড় পরিমাণ অর্থ অথবা বারবার ডিপোজিট কিন্তু আয়কর বিভাগের দৃষ্টি আকর্ষণ করতে পারে। তাই অনুমোদিত সীমা এবং এর সঙ্গে যুক্ত ট্যাক্স নিয়ম জেনে রাখা আবশ্যক। এতে অযাচিত স্ক্রুটিনি অথবা শাস্তির হাত থেকে মুক্তি পাওয়া যেতে পারে।
ভারতে সেভিংস অ্যাকাউন্টে ক্যাশ ডিপোজিট করা বা জমা রাখার চল রয়েছে। ছোট ব্যবসায়ী, বড় ব্যবসায়ী এবং চাকরিজীবী প্রায় সকলেই নিজেদের সেভিংস অ্যাকাউন্টে নগদ টাকা রাখেন। যদিও বড় পরিমাণ অর্থ অথবা বারবার ডিপোজিট কিন্তু আয়কর বিভাগের দৃষ্টি আকর্ষণ করতে পারে। তাই অনুমোদিত সীমা এবং এর সঙ্গে যুক্ত ট্যাক্স নিয়ম জেনে রাখা আবশ্যক। এতে অযাচিত স্ক্রুটিনি অথবা শাস্তির হাত থেকে মুক্তি পাওয়া যেতে পারে।
advertisement
2/5
সেভিংস অ্যাকাউন্টের ১০ লক্ষ টাকার লিমিট:রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) এবং ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের কাছে হাই-ভ্যালু ট্রানজ্যাকশন ট্র্যাক করার কৌশল রয়েছে। গ্রাহক যদি একটি আর্থিক বছরে নিজের সেভিংস অ্যাকাউন্টে ১০ লক্ষ টাকার বেশি পরিমাণ ক্যাশ জমা করেন, তাহলে সেই গ্রাহকের ব্যাঙ্ক অ্যানুয়াল ইনফরমেশন রিটার্ন (এআইআর) ফ্রেমওয়ার্কের আওতায় ট্যাক্স কর্তৃপক্ষকে সে কথা জানাবে। এর অর্থ এই নয় যে, গ্রাহকের উপর স্বয়ংক্রিয় ভাবে কর আরোপ করা হবে। কিন্তু তাঁর ব্যাঙ্ক লেনদেনের উপর নজর রাখা হবে। যদি তাঁদের ডিক্লেয়ার করা আয়ের সঙ্গে এর সঙ্গতি না থাকে, তাহলে সমস্যা হতে পারে। তবে অন্যদিকে কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে এই সীমাটা অবশ্য অনেকটাই বেশি। সেক্ষেত্রে ১ অর্থবর্ষে ৫০ লক্ষ টাকা ক্যাশ ডিপোজিট করতে পারবেন গ্রাহক।
সেভিংস অ্যাকাউন্টের ১০ লক্ষ টাকার লিমিট:রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) এবং ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের কাছে হাই-ভ্যালু ট্রানজ্যাকশন ট্র্যাক করার কৌশল রয়েছে। গ্রাহক যদি একটি আর্থিক বছরে নিজের সেভিংস অ্যাকাউন্টে ১০ লক্ষ টাকার বেশি পরিমাণ ক্যাশ জমা করেন, তাহলে সেই গ্রাহকের ব্যাঙ্ক অ্যানুয়াল ইনফরমেশন রিটার্ন (এআইআর) ফ্রেমওয়ার্কের আওতায় ট্যাক্স কর্তৃপক্ষকে সে কথা জানাবে। এর অর্থ এই নয় যে, গ্রাহকের উপর স্বয়ংক্রিয় ভাবে কর আরোপ করা হবে। কিন্তু তাঁর ব্যাঙ্ক লেনদেনের উপর নজর রাখা হবে। যদি তাঁদের ডিক্লেয়ার করা আয়ের সঙ্গে এর সঙ্গতি না থাকে, তাহলে সমস্যা হতে পারে। তবে অন্যদিকে কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে এই সীমাটা অবশ্য অনেকটাই বেশি। সেক্ষেত্রে ১ অর্থবর্ষে ৫০ লক্ষ টাকা ক্যাশ ডিপোজিট করতে পারবেন গ্রাহক।
advertisement
3/5
হাই-ভ্যালু ট্রানজ্যাকশনের ক্ষেত্রে প্যান-এর প্রয়োজন:সিঙ্গেল ট্রানজ্যাকশনে ৫০ হাজার টাকা অথবা তার থেকে বেশি পরিমাণ ক্যাশ ডিপোজিট করতে হলে প্যান কার্ড জমা করতে হবে। ক্যাশ ডিপোজিট ৫০ হাজার টাকার কম হলেও যদি বার্ষিক সীমা অতিক্রম করে কিংবা সন্দেহজনক বলে মনে হয়, তাহলে আয়কর বিভাগ তা স্ক্রুটিনি করতে পারে। বিশেষ করে যদি ঘোষিত আয়ের সঙ্গে সঙ্গতি না থাকে, তাহলে তো বটেই!
হাই-ভ্যালু ট্রানজ্যাকশনের ক্ষেত্রে প্যান-এর প্রয়োজন:সিঙ্গেল ট্রানজ্যাকশনে ৫০ হাজার টাকা অথবা তার থেকে বেশি পরিমাণ ক্যাশ ডিপোজিট করতে হলে প্যান কার্ড জমা করতে হবে। ক্যাশ ডিপোজিট ৫০ হাজার টাকার কম হলেও যদি বার্ষিক সীমা অতিক্রম করে কিংবা সন্দেহজনক বলে মনে হয়, তাহলে আয়কর বিভাগ তা স্ক্রুটিনি করতে পারে। বিশেষ করে যদি ঘোষিত আয়ের সঙ্গে সঙ্গতি না থাকে, তাহলে তো বটেই!
advertisement
4/5
লিমিট ছাড়িয়ে গেলে কী হতে পারে?বৈধ উৎস ছাড়া যদি বিপুল পরিমাণ ক্যাশ জমা করা হয়, তাহলে গ্রাহককে আয়কর আইনের ১৩১, ১৪২(১) অথবা ১৪৮ ধারার আওতায় আয়কর বিভাগের জেরার মুখে পড়তে হবে।
লিমিট ছাড়িয়ে গেলে কী হতে পারে?বৈধ উৎস ছাড়া যদি বিপুল পরিমাণ ক্যাশ জমা করা হয়, তাহলে গ্রাহককে আয়কর আইনের ১৩১, ১৪২(১) অথবা ১৪৮ ধারার আওতায় আয়কর বিভাগের জেরার মুখে পড়তে হবে।
advertisement
5/5
ক্যাশ ডিপোজিট এবং 26AS অথবা AIS ফর্ম:গ্রাহকের হাই-ভ্যালু ট্রানজ্যাকশন তাঁর 26AS অথবা AIS ফর্মে দিয়ে দেবে ব্যাঙ্ক। এবার ট্যাক্স অফিসাররা সেই গ্রাহকের ফাইল করা আইটিআর-এর সঙ্গে তা ম্যাচ করাবেন। সেখানে গড়মিল থাকলে গ্রাহকের কাছে ব্যাখ্যা চেয়ে নোটিস পাঠানো হবে।
ক্যাশ ডিপোজিট এবং 26AS অথবা AIS ফর্ম:গ্রাহকের হাই-ভ্যালু ট্রানজ্যাকশন তাঁর 26AS অথবা AIS ফর্মে দিয়ে দেবে ব্যাঙ্ক। এবার ট্যাক্স অফিসাররা সেই গ্রাহকের ফাইল করা আইটিআর-এর সঙ্গে তা ম্যাচ করাবেন। সেখানে গড়মিল থাকলে গ্রাহকের কাছে ব্যাখ্যা চেয়ে নোটিস পাঠানো হবে।
advertisement
advertisement
advertisement