তারপরে রেজিস্ট্রেশন ফর্মে নাম, ঠিকানা, ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিস্তারিত বিবরণ, আইএফএসসি কোড ইত্যাদি দিয়ে নাম নথিভুক্ত করতে হবে ৷ এরপরে সাবমিট বোতাম টিপতে হবে ৷ তারপরেই পিএম কিসান মোবাইল অ্যাপে নথিভুক্তকরণ প্রক্রিয়া শেষ হবে ৷ কোনও রকমের জিজ্ঞাসাবাদের জন্য পিএম কিসান হেল্পলাইন নম্বর 155261/011-24300606 ব্যবহার করা যেতে পারে ৷ প্রতীকী ছবি ৷