New Business Ideas: ৮-৯ ঘণ্টার চাকরিতে জীবন ওষ্ঠাগত! একঘেয়েমি কাটানোর জন্য রইল দারুন ব্যবসার আইডিয়া!
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
বহু মানুষই বর্তমানে স্টার্ট-আপ করছেন। অন্যান্য পার্সোনালাইজড জিনিসপত্রের মতো পার্সোনালাইজড কফি মগের চাহিদা এখন তুঙ্গে।
চাকরিবাকরি ছেড়ে অনেকেই আজকাল ব্যবসার দিকে ঝুঁকছেন। আসলে সময় বাঁধা চাকরি অনেকেরই না-পসন্দ। তাই আরও বেশি করে নিজের মতো ব্যবসা করতে চাইছেন তাঁরা। তবে ব্যবসার জন্য চাই উদ্ভাবনী চিন্তাশক্তি বা অনন্য ভাবনা। কারণ বহু মানুষই বর্তমানে স্টার্ট-আপ করছেন। আজ একটা অসাধারণ এবং অন্য রকম ব্যবসার আইডিয়ার বিষয়েই কথা হলা যাক।
advertisement
advertisement
advertisement
advertisement
কফি মগের ধরন: কোন ধরনের কফি মগ নিয়ে কাজ হবে, সেটা ঠিক করতে হবে। কাস্টোমাইজড কফি মগের ব্যবসার জন্য নানা ধরনের কফি মগ পাওয়া যায়। সেরামিক মগ, ট্রান্সপারেন্ট মগ, পটারি মগ, স্পোর্ট মগ, ট্রাভেল মগ, স্টেনলেস স্টিল মগ, ম্যাজিক মগের মতো বিভিন্ন ধরনের কফি মগ বাজারে সহজেই মেলে। গ্রাহকের পছন্দ অনুযায়ীও ডিজাইন করা যেতে পারে।
advertisement
advertisement
advertisement