Provident Fund Balance Check: প্রভিডেন্ট ফান্ডে টাকা জমা হচ্ছে কি না তা জানতে পারবেন মাত্র একটি ক্লিকে; জানুন উপায়

Last Updated:
EPFO-এর মাধ্যমে কর্মী এবং কোম্পানি দুজনের তরফেই বার্ষিক বেতনের ১২% জমা দেওয়া হয়। যা কর্মীদের পেনশনের সুবিধা দিতে পারে।
1/6
মাত্র একটি ক্লিকেই জানতে পারা যাবে প্রভিডেন্ট ফান্ডে নিজেদের টাকা জমা হচ্ছে কি না। একজন বেসরকারি কর্মীর জন্য প্রভিডেন্ট ফান্ড হল অবসরকালীন টাকা সঞ্চয় করার উপায়, যা পেনশনের সুবিধা দিতে পারে।
মাত্র একটি ক্লিকেই জানতে পারা যাবে প্রভিডেন্ট ফান্ডে নিজেদের টাকা জমা হচ্ছে কি না। একজন বেসরকারি কর্মীর জন্য প্রভিডেন্ট ফান্ড হল অবসরকালীন টাকা সঞ্চয় করার উপায়, যা পেনশনের সুবিধা দিতে পারে।
advertisement
2/6
EPFO-এর মাধ্যমে কর্মী এবং কোম্পানি দুজনের তরফেই বার্ষিক বেতনের ১২% জমা দেওয়া হয়। যা কর্মীদের পেনশনের সুবিধা দিতে পারে। কর্মীদের বেতনের থেকে প্রতি মাসে এই টাকা প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়। এর থেকে কেন্দ্রীয় সরকার প্রতি বছরে রিটার্ন দেয়। এক ক্লিকেই জানা যেতে পারে নিজেদের EPFO অ্যাকাউন্টে এই টাকা জমা হচ্ছে কি না।
EPFO-এর মাধ্যমে কর্মী এবং কোম্পানি দুজনের তরফেই বার্ষিক বেতনের ১২% জমা দেওয়া হয়। যা কর্মীদের পেনশনের সুবিধা দিতে পারে। কর্মীদের বেতনের থেকে প্রতি মাসে এই টাকা প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়। এর থেকে কেন্দ্রীয় সরকার প্রতি বছরে রিটার্ন দেয়। এক ক্লিকেই জানা যেতে পারে নিজেদের EPFO অ্যাকাউন্টে এই টাকা জমা হচ্ছে কি না।
advertisement
3/6
এর জন্য সবার প্রথমে EPFO Member Passbook পোর্টালে যেতে হবে। এরপর নিজেদের UAN নম্বরের মাধ্যমে সেই পোর্টালে লগ-ইন করতে হবে। EPFO Member Passbook পোর্টালে প্রথমবারের জন্য লগ-ইন করলে, প্রথমেই নিজেদের UAN নম্বর অ্যাক্টিভ করতে হবে। এরপর যে অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করতে হবে তা সিলেক্ট করে ক্লিক করতে হবে।
এর জন্য সবার প্রথমে EPFO Member Passbook পোর্টালে যেতে হবে। এরপর নিজেদের UAN নম্বরের মাধ্যমে সেই পোর্টালে লগ-ইন করতে হবে। EPFO Member Passbook পোর্টালে প্রথমবারের জন্য লগ-ইন করলে, প্রথমেই নিজেদের UAN নম্বর অ্যাক্টিভ করতে হবে। এরপর যে অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করতে হবে তা সিলেক্ট করে ক্লিক করতে হবে।
advertisement
4/6
এরপর চোখের সামনেই সেই অ্যাকাউন্টের সকল তথ্য ওপেন হয়ে যাবে। এরপর সেই পোর্টাল থেকেই নিজেদের অ্যাকাউন্টের লগআউট করা যাবে। প্রভিডেন্ট ফান্ডের ব্যালেন্স চেক করার জন্য যে কেউ নিজেদের ফোনের এসএমএস পরিষেবাও ব্যবহার করতে পারে। ফিচার ফোন অথবা স্মার্টফোনের মাধ্যমে টেক্সট করে নিজেদের প্রভিডেন্ট ফান্ডের ব্যালেন্স খুব সহজেই চেক করা যেতে পারে।
এরপর চোখের সামনেই সেই অ্যাকাউন্টের সকল তথ্য ওপেন হয়ে যাবে। এরপর সেই পোর্টাল থেকেই নিজেদের অ্যাকাউন্টের লগআউট করা যাবে। প্রভিডেন্ট ফান্ডের ব্যালেন্স চেক করার জন্য যে কেউ নিজেদের ফোনের এসএমএস পরিষেবাও ব্যবহার করতে পারে। ফিচার ফোন অথবা স্মার্টফোনের মাধ্যমে টেক্সট করে নিজেদের প্রভিডেন্ট ফান্ডের ব্যালেন্স খুব সহজেই চেক করা যেতে পারে।
advertisement
5/6
নিজেদের ফোন থেকে EPFOHO UAN লিখে ৭৭৩৮২৯৯৮৯৯ নম্বরে সেন্ড করতে হবে। এই সম্পর্কে জানা যেতে পারে ইংরেজি সহ ১২টি অন্যান্য ভাষায়। মেসেজ করার জন্য রেজিস্টার় মোবাইল নম্বর ব্যবহার করতে হবে। এছাড়াও নিজেদের UAN নম্বরও অ্যাক্টিভ থাকতে হবে।
নিজেদের ফোন থেকে EPFOHO UAN লিখে ৭৭৩৮২৯৯৮৯৯ নম্বরে সেন্ড করতে হবে। এই সম্পর্কে জানা যেতে পারে ইংরেজি সহ ১২টি অন্যান্য ভাষায়। মেসেজ করার জন্য রেজিস্টার় মোবাইল নম্বর ব্যবহার করতে হবে। এছাড়াও নিজেদের UAN নম্বরও অ্যাক্টিভ থাকতে হবে।
advertisement
6/6
যাদের কাছে স্মার্টফোন রয়েছে তারা অ্যাপের মাধ্যমে ইপিএফ ব্যাল্যান্স চেক করতে পারবে। উমঙ্গ অ্যাপের মাধ্যমে ইপিএফ ব্যাল্যান্স দেখা যেতে পারে। এর জন্য প্রথমেই উমঙ্গ অ্যাপ খুলে ইপিএফও-তে ক্লিক করতে হবে। এরপরে ক্লিক করতে হবে এমপ্লয়ি সেন্ট্রিক সার্ভিসেসে (Employee Centric Services)। এরপর ক্লিক করতে হবে ভিউ পাসবুকে (View Passbook)। ভিউ পাসবুকে ক্লিক করে এন্টার করতে হবে ইউএএন এবং পাসবই। এরপরে নিজেদের রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ওটিপি (OTP) আসবে। সেই ওটিপি এন্টার করার পরেই দেখা যাবে নিজেদের ইপিএফ ব্যালেন্স। এভাবেই চেক করা যাবে নিজেদের ইপিএফ ব্যালেন্স।
যাদের কাছে স্মার্টফোন রয়েছে তারা অ্যাপের মাধ্যমে ইপিএফ ব্যাল্যান্স চেক করতে পারবে। উমঙ্গ অ্যাপের মাধ্যমে ইপিএফ ব্যাল্যান্স দেখা যেতে পারে। এর জন্য প্রথমেই উমঙ্গ অ্যাপ খুলে ইপিএফও-তে ক্লিক করতে হবে। এরপরে ক্লিক করতে হবে এমপ্লয়ি সেন্ট্রিক সার্ভিসেসে (Employee Centric Services)। এরপর ক্লিক করতে হবে ভিউ পাসবুকে (View Passbook)। ভিউ পাসবুকে ক্লিক করে এন্টার করতে হবে ইউএএন এবং পাসবই। এরপরে নিজেদের রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ওটিপি (OTP) আসবে। সেই ওটিপি এন্টার করার পরেই দেখা যাবে নিজেদের ইপিএফ ব্যালেন্স। এভাবেই চেক করা যাবে নিজেদের ইপিএফ ব্যালেন্স।
advertisement
advertisement
advertisement