৩১ মার্চের মধ্যে আধার-PAN সংযুক্তিকর সেরে ফেলতে হবে। না হলে নিষ্ক্রিয় হয়ে যেতে পারে PAN। সরাসরি না হলেও পরোক্ষ ভাবে এর প্রভাব পড়বে অর্থনীতির অন্য প্রায় সব ক্ষেত্রেই। যেমন PAN ও আধার লিঙ্ক করা না থাকলে ১ এপ্রিল ২০২৩ থেকে স্টক এক্সচেঞ্জ এবং সেন্ট্রাল ডিপোজিটরি সার্ভিসেস (ইন্ডিয়া) লিমিটেড (সিডিএসএল) বিনিয়োগকারীদের ডিম্যাট অ্যাকাউন্টগুলি স্থগিত করে দেবে।
ধাপে ধাপে লিঙ্ক করার পদ্ধতি:
১. প্রথমে NSDL-এর নিজস্ব ওয়েব পোর্টালে যেতে হবে।
২. তারপর Link Aadhaar to Demat Account অপশন বেছে নিতে হবে।
৩. প্রদত্ত অংশ নাম, ডিপোজিটারি পার্টিসিপ্যান্টের আইডি এবং PAN-এর বিশদ জানাতে হবে।
৪. এসময় রেজিস্টার্ড মোবাইল নম্বরে OTP আসবে। তা সঠিক ভাবে পূরণ করতে হবে।
৫. এরপর ১২ সংখ্যার আধার নম্বর এবং জন্ম তারিখ জানাতে হবে।
৬. এবার আরও একটা OTP আসবে রেজিস্টার্ড মোবাইল নম্বরে। দ্বিতীয় OTP-টিও জানাতে হবে।
৭. তারপর পাওয়া যাবে কনফার্মেশন। এই কনফার্মেশনের বার্তা মোবাইলে এবং ই-মেলে আসবে।
কিছু বিষয়ে সতর্ক থাকতে হবে:
১. ফোন নম্বরের সঙ্গে আধার লিঙ্ক করা থাকতে হবে।
২. NSDL-কে নিজের রেজিস্টার্ড মোবাইল নম্বর ও ই-মেল আইডি জানাতে হবে।
৩. আধার অনুযায়ী নিজের নামের বানানের সঙ্গে ডিম্যাট অ্যাকাউন্টে থাকা নামের বানান মিলতে হবে।
৪. এই লিঙ্ক করার সময় কোনও ভাবেই পাবলিক Wi-Fi বা পাবলিক কম্পিউটার ব্যবহার করা উচিত নয়। এতে তথ্য ফাঁসের আশঙ্কা বাড়ে।