Jio-কে টক্কর দিতে কী পদক্ষেপ নিল বাকি মোবাইল সংস্থাগুলি ? দেখে নিন

Last Updated:
জিও লঞ্চ হওয়ার পর থেকেই দেশজুড়ে শুরু হয়ে গিয়েছে ট্যারিফ যুদ্ধ ৷ প্রতিযোগিতার বাজারে একে অপরকে ছাপিয়ে যাওয়ার লড়াইয়ে নেমে পড়েছে মোবাইল ও ইন্টারনেট নেটওয়ার্ক প্রদানকারী সংস্থাগুলি ৷
1/5
জিও লঞ্চ হওয়ার পর থেকেই দেশজুড়ে শুরু হয়ে গিয়েছে ট্যারিফ যুদ্ধ ৷ প্রতিযোগিতার বাজারে একে অপরকে ছাপিয়ে যাওয়ার লড়াইয়ে নেমে পড়েছে মোবাইল ও ইন্টারনেট নেটওয়ার্ক প্রদানকারী সংস্থাগুলি ৷ গ্রাহক টানতে একের পর এক নতুন অফার বাজারে নিয়ে এসেছে বিভিন্ন সংস্থা ৷ এয়ারটেল, ভোডাফেন ও বিএসএনএল একে একে নিজেদের ফ্লেক্স প্ল্যান লঞ্চ করেছে ৷ এক নজরে দেখে নিন বিভিন্ন টেলিকম সংস্থাগুলি কী কী ফ্লেক্স প্ল্যান লঞ্চ করেছে ৷
জিও লঞ্চ হওয়ার পর থেকেই দেশজুড়ে শুরু হয়ে গিয়েছে ট্যারিফ যুদ্ধ ৷ প্রতিযোগিতার বাজারে একে অপরকে ছাপিয়ে যাওয়ার লড়াইয়ে নেমে পড়েছে মোবাইল ও ইন্টারনেট নেটওয়ার্ক প্রদানকারী সংস্থাগুলি ৷ গ্রাহক টানতে একের পর এক নতুন অফার বাজারে নিয়ে এসেছে বিভিন্ন সংস্থা ৷ এয়ারটেল, ভোডাফেন ও বিএসএনএল একে একে নিজেদের ফ্লেক্স প্ল্যান লঞ্চ করেছে ৷ এক নজরে দেখে নিন বিভিন্ন টেলিকম সংস্থাগুলি কী কী ফ্লেক্স প্ল্যান লঞ্চ করেছে ৷
advertisement
2/5
এয়ারটেলের জব্বর অফার- গ্রাহকদের জন্য আরও একটি স্পেশ্যাল ডেটা প্যাক নিয়ে এসেছে ভারতী এয়ারটেল ৷ নতুন অফারে ৯০ দিনের জন্য ৪জি স্পিডে ৩০ জিবি-র আনলিমিটেড ডেটা পাওয়া যাবে ৷ এই ডেটা প্যাকের মূল্য মাত্র ১,৪৯৫ টাকা ৷যারা এয়ারটেলের গ্রাহক তারা এই প্যাকটি পাবে ১,৪৯৬ টাকায় ৷ আর যারা নতুন এয়ারটেলের গ্রাহক হবেন তারা পাবেন ১,৪৯৪ টাকায় ৷ এই ডেটা প্যাক ৪জি হ্যান্ডসেটে ব্যবহার করা যাবে ৷ এই প্যাকে ৯০ দিন পর্যন্ত ৩০ জিবি হাই স্পিড ডেটা পাওয়া যাবে ৷ কিন্তু ৩০ জিবি অতিক্রম করে গেলে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন ২জি স্পিডে ৷ এই প্যাকের সাহায্য ২৪ ঘণ্টা গ্রাহকরা অনলাইন থাকতে পারবেন ৷ ডেটা শেষ হয়ে যাওয়ার কোনও চিন্তা ছাড়াই ৷ সংস্থার তরফে জানানো হয়েছে, ৪জি ব্যবহারকারীরা বেশি মাত্রায় ডেটা ব্যবহার করে থাকেন ৷ সেই গ্রাহকদের কথা মাথায় রেখেই এই ডেটা প্যাক তারা চালু করার সিদ্ধান্ত নিয়েছে ৷
এয়ারটেলের জব্বর অফার- গ্রাহকদের জন্য আরও একটি স্পেশ্যাল ডেটা প্যাক নিয়ে এসেছে ভারতী এয়ারটেল ৷ নতুন অফারে ৯০ দিনের জন্য ৪জি স্পিডে ৩০ জিবি-র আনলিমিটেড ডেটা পাওয়া যাবে ৷ এই ডেটা প্যাকের মূল্য মাত্র ১,৪৯৫ টাকা ৷যারা এয়ারটেলের গ্রাহক তারা এই প্যাকটি পাবে ১,৪৯৬ টাকায় ৷ আর যারা নতুন এয়ারটেলের গ্রাহক হবেন তারা পাবেন ১,৪৯৪ টাকায় ৷ এই ডেটা প্যাক ৪জি হ্যান্ডসেটে ব্যবহার করা যাবে ৷ এই প্যাকে ৯০ দিন পর্যন্ত ৩০ জিবি হাই স্পিড ডেটা পাওয়া যাবে ৷ কিন্তু ৩০ জিবি অতিক্রম করে গেলে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন ২জি স্পিডে ৷ এই প্যাকের সাহায্য ২৪ ঘণ্টা গ্রাহকরা অনলাইন থাকতে পারবেন ৷ ডেটা শেষ হয়ে যাওয়ার কোনও চিন্তা ছাড়াই ৷ সংস্থার তরফে জানানো হয়েছে, ৪জি ব্যবহারকারীরা বেশি মাত্রায় ডেটা ব্যবহার করে থাকেন ৷ সেই গ্রাহকদের কথা মাথায় রেখেই এই ডেটা প্যাক তারা চালু করার সিদ্ধান্ত নিয়েছে ৷
advertisement
3/5
প্রি পেড কাস্টমারদের জন্য ভোডাফোন ফ্লেক্স প্ল্যান- ভোডাফোনের নতুন উপহার ‘ভোডাফোন ফ্লেক্স’ ৷ এর মাধ্যমে গ্রাহকদের ইন্টারনেট, রোমিং, ভয়েস কল এবং এসএমএসের জন্য আলাদা আলাদা রিচার্জের প্রয়োজন পড়বে না ৷ মাত্র একটা রিচার্জেই এই সমস্ত সুবিধা একসঙ্গে পাওয়া যাবে কীভাবে ? আসলে এই প্ল্যানের মধ্যে একটা নির্দিষ্ট অঙ্কের রিচার্জ করলে ডেটা, টকটাইমের পাশাপাশি বেশ কয়েকটি সুবিধা একসঙ্গে পাবেন গ্রাহকরা ৷ কারোর ইন্টারনেট বেশি প্রয়োজন আবার কারোর ফোন কল ৷ তাই নিজের পছন্দ অনুযায়ী ফ্লেক্স প্ল্যান বেছে নিতে পারেন গ্রাহকরা ৷ নূন্যতম ১১৯ টাকা দিয়ে শুরু হচ্ছে এই ফ্লেক্স প্ল্যান ৷ রিচার্জের ভ্যালিডিটি থাকবে ২৮ দিনের ৷ ১১৯ টাকার প্ল্যানে রয়েছে ৩২৫ ফ্লেক্স। এর মাধ্যমে ১ এমবি (২জি, ৩জি ও ৪জি) ডেটা ব্যবহারের ক্ষেত্রে এক ফ্লেক্স করে কাটা যাবে। একইভাবে এসএমএস, রোমিংয়ে এক মিনিট ইনকামিং কলের জন্য ১ ফ্লেক্স কাটা যাবে।
প্রি পেড কাস্টমারদের জন্য ভোডাফোন ফ্লেক্স প্ল্যান- ভোডাফোনের নতুন উপহার ‘ভোডাফোন ফ্লেক্স’ ৷ এর মাধ্যমে গ্রাহকদের ইন্টারনেট, রোমিং, ভয়েস কল এবং এসএমএসের জন্য আলাদা আলাদা রিচার্জের প্রয়োজন পড়বে না ৷ মাত্র একটা রিচার্জেই এই সমস্ত সুবিধা একসঙ্গে পাওয়া যাবে কীভাবে ? আসলে এই প্ল্যানের মধ্যে একটা নির্দিষ্ট অঙ্কের রিচার্জ করলে ডেটা, টকটাইমের পাশাপাশি বেশ কয়েকটি সুবিধা একসঙ্গে পাবেন গ্রাহকরা ৷ কারোর ইন্টারনেট বেশি প্রয়োজন আবার কারোর ফোন কল ৷ তাই নিজের পছন্দ অনুযায়ী ফ্লেক্স প্ল্যান বেছে নিতে পারেন গ্রাহকরা ৷ নূন্যতম ১১৯ টাকা দিয়ে শুরু হচ্ছে এই ফ্লেক্স প্ল্যান ৷ রিচার্জের ভ্যালিডিটি থাকবে ২৮ দিনের ৷ ১১৯ টাকার প্ল্যানে রয়েছে ৩২৫ ফ্লেক্স। এর মাধ্যমে ১ এমবি (২জি, ৩জি ও ৪জি) ডেটা ব্যবহারের ক্ষেত্রে এক ফ্লেক্স করে কাটা যাবে। একইভাবে এসএমএস, রোমিংয়ে এক মিনিট ইনকামিং কলের জন্য ১ ফ্লেক্স কাটা যাবে।
advertisement
4/5
BSNL-এর আনলিমিটেড ১১৯৯ প্ল্যান- সম্প্রতি ১১৯৯ টাকায় আনলিমিটেড ডেটা ও কলিংয়ের প্ল্যান লঞ্চ করেছে বিএসএনএল ৷ এই প্ল্যানে গ্রাহকরা পুরো মাস ২ mbps স্পিডে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন ৷ পাশাপাশি আনলিমিটেড কলিং ও ফ্রি রোমিংয়ের সুবিধা পেতে পারেন ৷ এর আগে ২৪৯ টাকায় ৩০০ জিবি ইন্টারনেটের প্ল্যান লঞ্চ করেছিল BSNL ৷
BSNL-এর আনলিমিটেড ১১৯৯ প্ল্যান- সম্প্রতি ১১৯৯ টাকায় আনলিমিটেড ডেটা ও কলিংয়ের প্ল্যান লঞ্চ করেছে বিএসএনএল ৷ এই প্ল্যানে গ্রাহকরা পুরো মাস ২ mbps স্পিডে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন ৷ পাশাপাশি আনলিমিটেড কলিং ও ফ্রি রোমিংয়ের সুবিধা পেতে পারেন ৷ এর আগে ২৪৯ টাকায় ৩০০ জিবি ইন্টারনেটের প্ল্যান লঞ্চ করেছিল BSNL ৷
advertisement
5/5
রিল্যায়েন্স জিও প্ল্যান- প্রতিযোগিতায় টিকে থাকতে প্রি ভয়েস কল, প্রি মেসেজ ও সস্তার ৪জি প্ল্যান ঘোষণা করেছে রিল্যায়েন্স কমিউনিকেশন ৷
রিল্যায়েন্স জিও প্ল্যান- প্রতিযোগিতায় টিকে থাকতে প্রি ভয়েস কল, প্রি মেসেজ ও সস্তার ৪জি প্ল্যান ঘোষণা করেছে রিল্যায়েন্স কমিউনিকেশন ৷
advertisement
advertisement
advertisement