New Money Making Tips: এই ব্যবসাগুলোর কথা কখনও ভেবে দেখেছেন? যেমন অভিনব, টাকা আসবে মুঠো মুঠো
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
ফর্মুলা নিয়ে নামা যেতেই পারে এই তিন ব্যবসায়, মার খাওয়ার ভয় নেই, সঙ্গে মোটা মুনাফাও নিশ্চিত।
advertisement
advertisement
advertisement
মেডিক্যাল ইক্যুইপমেন্ট মেডিক্যাল ইক্যুইপমেন্টের ব্যবসা নতুন কিছু নয়। তবে কি না এই ধরনের দোকানগুলো ভিড় করে থাকে হাসপাতাল এলাকায়। তা বলে নিজের পাড়ায় হসপিটাল কট, অক্সিজেন সিলিন্ডার, ক্রাচ ইত্যাদির দরকার যে পড়ে না, এমনটা কিন্তু নয়। ফলে, পাড়ায় যদি এমন একটা দোকান থাকে আর তা যদি লাভ রেখেও সাশ্রয়ী মূল্যে পরিষেবা দেয়, লোকে আসবেই।
advertisement
অ্যাম্বুলেন্স বিজনেস অ্যাম্বুলেন্সের যে বাজারে অভাব আছে, এমনটা নয়। কিন্তু ভাল অ্যাম্বুলেন্স পরিষেবার অভাব আছে বইকি। অনেকেই গাড়ি কিনে ওলা বা উবেরের মাধ্যমে ভাড়া খাটান, এই অ্যাম্বুলেন্স ব্যবসা তারই এক উন্নত রূপ। এর জন্য একটা অ্যাম্বুলেন্স কিনতে হবে, লাগবে প্রয়োজনীয় রেজিস্ট্রেশন। এর পর পরিচিতদের মধ্যে যোগাযোগের নম্বর ছড়িয়ে দিতে হবে, পাড়ার দোকানে লিফলেট ফেলা যায়, তৈরি করতে হবে একটা সোশ্যাল মিডিয়া পেজও। লোকের দরকার হবেই এই পরিষেবা, টাও আসতে থাকবে।
advertisement