Money Making Tips: এই তেল থেকে লাখ লাখ টাকা আয় করছেন কৃষকরা, মিলছে সরকারি সাহায্যও
- Written by:Trending Desk
- local18
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
Money Making Tips: কৃষকের জমির পরিমাণ অনুযায়ী সহায়তা মিলবে। এর মধ্যে পরিবহণ খরচও যুক্ত রয়েছে।
advertisement
অয়েল পাম চাষের জন্য ভর্তুকি দিচ্ছে সরকার। প্রতি হেক্টরে ভর্তুকি দেওয়া হয়। সরকারি তথ্য অনুযায়ী, কোনও কৃষক যদি অয়েল পাম চাষ শুরু করতে চান তাহলে দেশি চারায় প্রতি হেক্টরে ২০ হাজার টাকা এবং আমদানি করা চারা চাষে হেক্টর প্রতি ২৯ হাজার টাকা ভর্তুকি দেবে সরকার। সোজা কথায়, কৃষকের জমির পরিমাণ অনুযায়ী সহায়তা মিলবে। এর মধ্যে পরিবহণ খরচও যুক্ত রয়েছে। ভর্তুকি পেতে হলে অয়েল পাম প্রকল্পের অধীনে কোম্পানি পরিচালিত নার্সারি থেকে চারা কিনে চাষ শুরু করতে হবে।
advertisement
advertisement
advertisement
দুটি চারার মধ্যে 9 m × 9 m × 9 m দূরত্বে সমবাহু ত্রিভুজের আকারে অয়েল পাম রোপণ করতে হয়। এতে চারার সংখ্যা হবে ১৪৩টি। বীজ রোপণের সময় এই দিকে বিশেষ খেয়াল রাখতে হয় কৃষকদের। পাশাপাশি চারার সঠিক যত্ন নেওয়াও প্রয়োজন। কৃষি বিশেষজ্ঞরা জানান, বিভিন্ন জাতের অয়েল পাম চাষ হয়। এর মধ্যে তেনেরা জাতের বীজ সবচেয়ে জনপ্রিয়। প্রতি হেক্টরে ৫ থেকে ৩২ টন পাম উৎপাদন হয়। ফলন হয় ৩ থেকে ৫ বার।






