Latest Gold Price: আজ সোনার দাম কত হল ? বাড়ল না কমল ?

Last Updated:
Latest Gold Rate: গত কয়েক সপ্তাহে রেকর্ড গড়ছে সোনা। যার জেরে রেকর্ড হাই-এ পৌঁছে গিয়েছে হলুদ ধাতুর মূল্য।
1/5
শনিবার সোনার দাম বাড়ল না কমল ? শনিবার ফের বেড়ে গেল সোনালি ধাতুর দাম ৷ সম্প্রতি সোনার দামে লাগাতার বৃদ্ধি দেখা গিয়েছে ৷ ৷ এর জেরে বেশ কিছুটা চিন্তায় রয়েছেন সাধারণ মানুষ ৷ মার্কেট বিশেষজ্ঞদের মতে ১ লাখ ছুঁতে বেশিদিন সময় নেবে না সোনা ৷ সম্প্রতি যে ভাবে দাম বৃদ্ধি হয়েছে সোনার তাতে স্বাভাবিক ভাবেই বাজারে সোনার চাহিদায় কিছুটা হলেও প্রভাব পড়েছে ৷ ২২ ক্যারেটের দাম আপাতত ৯০ হাজারের উপরেই রয়েছে ৷
শনিবার সোনার দাম বাড়ল না কমল ? শনিবার ফের বেড়ে গেল সোনালি ধাতুর দাম ৷ সম্প্রতি সোনার দামে লাগাতার বৃদ্ধি দেখা গিয়েছে ৷ ৷ এর জেরে বেশ কিছুটা চিন্তায় রয়েছেন সাধারণ মানুষ ৷ মার্কেট বিশেষজ্ঞদের মতে ১ লাখ ছুঁতে বেশিদিন সময় নেবে না সোনা ৷ সম্প্রতি যে ভাবে দাম বৃদ্ধি হয়েছে সোনার তাতে স্বাভাবিক ভাবেই বাজারে সোনার চাহিদায় কিছুটা হলেও প্রভাব পড়েছে ৷ ২২ ক্যারেটের দাম আপাতত ৯০ হাজারের উপরেই রয়েছে ৷
advertisement
2/5
বর্তমানে সোনার যা দাম, তা এখন মধ্যবিত্তের ধরাছোঁয়ার বাইরেই বলা চলে! সোনা কিনতে গেলেই হাতে যেন ছ্যাঁকা লাগছে। সোনা বিক্রি করার থাকলে এটা সেরা সময় হতে পারে বলে অনেকেই মনে করছেন ৷
বর্তমানে সোনার যা দাম, তা এখন মধ্যবিত্তের ধরাছোঁয়ার বাইরেই বলা চলে! সোনা কিনতে গেলেই হাতে যেন ছ্যাঁকা লাগছে। সোনা বিক্রি করার থাকলে এটা সেরা সময় হতে পারে বলে অনেকেই মনে করছেন ৷
advertisement
3/5
গত কয়েক সপ্তাহে রেকর্ড গড়ছে সোনা। যার জেরে রেকর্ড হাই-এ পৌঁছে গিয়েছে হলুদ ধাতুর মূল্য। আসলে দেশীয় এবং বিদেশি বাজারে এক লহমায় প্রচুর দাম বেড়ে গেল সোনার।
গত কয়েক সপ্তাহে রেকর্ড গড়ছে সোনা। যার জেরে রেকর্ড হাই-এ পৌঁছে গিয়েছে হলুদ ধাতুর মূল্য। আসলে দেশীয় এবং বিদেশি বাজারে এক লহমায় প্রচুর দাম বেড়ে গেল সোনার।
advertisement
4/5
শনিবার ১০ মে ফের বেড়ে গেল সোনার দাম ৷ ২২ ক্যারেট সোনার দাম ৯১৭০ টাকা হয়েছে ৷ ১৮ ক্যারেটের দাম ৭৫৩০ টাকা হয়েছে ৷ ১ কেজি রুপোর দাম হয়েছে ৯৬৫৫১ টাকা হয়েছে ৷ সোনা ও রুপো কেনার সময়ে উপরে দেওয়া দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে।
শনিবার ১০ মে ফের বেড়ে গেল সোনার দাম ৷ ২২ ক্যারেট সোনার দাম ৯১৭০ টাকা হয়েছে ৷ ১৮ ক্যারেটের দাম ৭৫৩০ টাকা হয়েছে ৷ ১ কেজি রুপোর দাম হয়েছে ৯৬৫৫১ টাকা হয়েছে ৷ সোনা ও রুপো কেনার সময়ে উপরে দেওয়া দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে।
advertisement
5/5
গত কয়েক বছরে যে ভাবে হু হু করে বেড়ে চলেছে সোনালি ধাতুর দাম তার জেরে অনেকেই এখন অন্যান্য বিনিয়োগের মাধ্যমে পাশাপাশি সোনায় বিনিয়োগ করা লাভজনক মনে করেছেন ৷তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC) ৷
গত কয়েক বছরে যে ভাবে হু হু করে বেড়ে চলেছে সোনালি ধাতুর দাম তার জেরে অনেকেই এখন অন্যান্য বিনিয়োগের মাধ্যমে পাশাপাশি সোনায় বিনিয়োগ করা লাভজনক মনে করেছেন ৷তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC) ৷
advertisement
advertisement
advertisement