Liquor facts: সাড়ে ৩ কোটি মানুষের বাস, তবু মদের দোকান মাত্র ১টি! মদ কিনতে দিতে হয় পরীক্ষা, কোথায় সে দেশ?
- Published by:Ratnadeep Ray
Last Updated:
Liquor facts: সারা দেশের জনসংখ্যা সাড়ে ৩ কোটি হলেও মদের দোকান রয়েছে মাত্র ১টিই। জানেন কোন দেশ? দেশটির নাম সৌদি আরব। আরও অবাক করার বিষয়, এই দোকান থেকে সবাই মদ কিনতে পারে না। কারা এখান থেকে মদ কিনতে পারে?
advertisement
advertisement
নিউ ইয়র্ক পোস্ট-সহ বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, এই দোকান সম্প্রতি অ-মুসলিম বিদেশিদেরও মদ বিক্রি শুরু করেছে, কিন্তু খুব কড়া শর্তে। এটা সবার জন্য উন্মুক্ত না। বেশির ভাগ ক্ষেত্রেই, নির্দিষ্ট কিছু ধনী expatriates-রা যারা নির্দিষ্ট মানদণ্ড পূরণ করে, তারাই এখানে ঢুকতে পারে, মানে নিয়ম কিছুটা শিথিল হলেও পুরোপুরি না।
advertisement
advertisement
অর্থাৎ, সৌদি আরবে গড় মাসিক বেতন প্রায় ১০,২৫০ Riyals ($২,৭৫০)। মানে, মদ কেনার জন্য যেই ইনকাম দরকার, সেটা সৌদি আরবের মানুষের গড় বেতনের প্রায় পাঁচ গুণ। যারা মদ কিনতে চায়, তাদের আয়ের প্রমাণ বা পে-স্লিপ দোকানে দেখাতে হয়। শুরুতে এই দোকান শুধু বিদেশি কূটনীতিকদের জন্য ছিল, কিন্তু এখন কিছু নির্দিষ্ট বাসিন্দার জন্য নিয়ম একটু শিথিল হয়েছে।
advertisement
advertisement






