ভারতীয় '১ টাকা' কোন দেশে '৫০০ টাকার' সমান বলুন তো...? শুনলেই চমকাবেন 'উত্তরে'!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Knowledge Story: মূল্যবৃদ্ধির যুগে এখন ১ টাকা ২ টাকায় প্রায় কিছুই হয়না। পকেটে যত টাকাই থাকুক সবই যেন কম মনে হয়। কিন্তু আপনি কি জানেন যে এমন একটি দেশ আছে যেখানে ভারতীয় রুপির মূল্য এত বেশি যে আপনি হয়ত বিশ্বাসই করতে পারবেন না।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
 ইরানে ভারতীয় ১ টাকার মূল্য কত?বর্তমানে, এক ভারতীয় রুপি ৫০৭.২২ ইরানি রিয়ালের সমান। এর অর্থ হল, যদি একজন ভারতীয় ১০০০০ টাকা নিয়ে ইরানে যান, তাহলে তিনি সেখানে বিলাসবহুলভাবে থাকতে এবং ঘোরাফেরা করতে পারবেন। এমনকি একটি ভাল পাঁচতারা হোটেলের ভাড়া এখানে প্রতিদিন ৭০০০ টাকা পর্যন্ত হয়, তবে মাঝারি মানের হোটেলগুলি ২০০০ টাকা থেকে ৪০০০ টাকার মধ্যে সহজেই পাওয়া যায়। Representative Image
advertisement
 এই দেশে ডলার রাখা অপরাধ:যদিও ইরানে ডলার রাখা একটি বড় অপরাধ। কিন্তু রুপি রাখা যেতে পারে। ইরান গত কয়েক বছর ধরে ডলার গ্রহণ বন্ধ করে দিয়েছে। এখন তারা ভারত-সহ অনেক দেশের সঙ্গে তাদের স্থানীয় মুদ্রায় ব্যবসা করে। কিন্তু এর ফলে সেখানেও ডলার পাচারের অবৈধ ব্যবসা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। Representative Image
advertisement
 বিশ্বের প্রাচীনতম মুদ্রাগুলির মধ্যে একটি :রিয়াল ইরানে একটি অত্যন্ত প্রাচীন মুদ্রা। এটি প্রথম ১৭৯৮ সালে চালু হয়েছিল কিন্তু ১৮২৫ সালে, রিয়াল জারি করা বন্ধ করে দেওয়া হয়। এটি আবার জারি করা হয়। ২০১২ সাল থেকে রিয়াল দ্রুত পতন শুরু করে। ২০১৮ সালের শুরু থেকে ইরানি রিয়াল প্রায় পাঁচবার পতন ঘটে। ২০২০ সালের জুন নাগাদ সেখানে মুদ্রাস্ফীতি রেকর্ড গতিতে বাড়তে শুরু করে। এখন সেখানে জিনিসপত্র খুব ব্যয়বহুল হয়ে উঠেছে। Representative Image
advertisement
advertisement
advertisement
advertisement
 বর্তমান প্রেক্ষাপটে ইজরায়েল–ইরানের সম্পর্ক ব্যাপকভাবে উত্তপ্ত অবস্থায় রয়েছে। ইজরায়েল কখনোই আত্মরক্ষামূলক পদক্ষেপ হিসেবে এ ধরনের হামলা বন্ধ করবে না বলে ঘোষণার পাশাপাশি, ইরান সেকেন্ডে সেকেন্ডে পাল্টা কার্যক্রম শুরু করবে বলে আশঙ্কা করছে। যার প্রভাব এখানকার মুদ্রার গুরুত্বের উপরও পরতে চলেছে বলেই আশঙ্কা করা হচ্ছে।

