দীপাবলিতেই বাজারে আসতে চলেছে (Jio Next Phone may be launched in this Diwali) ৷ অন্তত এমনটাই খবর এর আগে ১০ সেপ্টেম্বরের মধ্যে বাজারে আসার কথা ছিল ৷ প্রতীকী ছবি ৷
2/ 10
জিওর পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে (According to Jio Officials) এই ফোন বেশ সীমিত কিছু গ্রাহকদের মধ্যে পরীক্ষামূলক ব্যবহার করা হচ্ছে যাতে দীপাবলির সময়ে বড় লঞ্চ করা যায় তার জন্যই তোড়জোড় চলছে ৷ প্রতীকী ছবি ৷
3/ 10
বর্তমানে চিপের চাহিদার তুলনায় যোগানে ঘাটতি থাকায় স্মার্টফোন উৎপাদনে ব্যাঘাত ঘটবে ৷ তবে সংস্থার পক্ষ থেকে আশাপ্রকাশ করা হয়েছে এই সাময়িক সমস্যা নিরসন হবে ৷ প্রতীকী ছবি ৷
4/ 10
জিও নেক্সট ফোন (Jio Next Phone) লঞ্চ করার আসল উদ্দেশ্য হল এখনও পর্যন্ত যে সমস্ত মানুষেরা এখনও ফিচার ফোন ব্যবহার করেন ৷ জিও-র পক্ষ থেকেও এও দাবি করা হয়েছে সারা পৃথিবীর সব থেকে সস্তা 4G ফোন ৷ প্রতীকী ছবি ৷
5/ 10
যদিও এখনও পর্যন্ত যা জানতে পারা গিয়েছে তা নির্ভর করে বলা যেতে পারে জিও-র এই ফোনটির দাম ৩,৪৯৯ টাকা হওয়ার সম্ভাবনা (The price may be 3,499 rupees) ৷ প্রতীকী ছবি ৷
6/ 10
এর আগেই বারেবারে বলা হয়েছে যে সংস্থার পক্ষ থেকে দামেও বিষয়ে কোনও বার্তা দেওয়া হয়নি ঠিকই তবে অ্যান্ড্রয়েডের লেটেস্ট ভার্সান (Latest Version wiyll be Jio Next Phone) এতে পাওয়া যাবে এটা নিশ্চিত ৷ প্রতীকী ছবি ৷
7/ 10
সব থেকে উল্লেখযোগ্য বিষয় হল যে ফিচার সত্যিকারেই গ্রাহকদের মুগ্ধ করবে সেগুলি হল - 'Read Aloud', 'Translate Now' ও Google Play preloaded থাকবে ৷ Android 11, 5.5 inch HD display ৷ প্রতীকী ছবি ৷
8/ 10
উন্নত মানের Qualcomm QM215 processor, 2GB থেকে 3GB RAM থাকতে পরে 16 GB or 32 GB eMMC 4.5 স্টোরেজ থাকতে পারে এই ফোনে ৷ প্রতীকী ছবি ৷
9/ 10
২,৫০০ mAh ব্যাটারি ১৩ মেগাপিক্সল, সেলফি ক্যামেরা ৮ মেগাপিক্সল ও ১৩ মেগা পিক্সল প্রাইমারি ক্যামেরা রয়েছে এই ফোনে ৷ প্রতীকী ছবি ৷
10/ 10
DuoGo and Google Camera-র সঙ্গে 4G VoLTE সাপোর্ট পাওয়া যাবে ৷ একই সঙ্গে ডুয়াল SIM-এর সুবিধা পাওয়া যাবে ৷ প্রতীকী ছবি ৷