PAN-আধার লিঙ্ক না করালে গাড়ি নিয়ে আর নামতে পারবেন না রাস্তায়? জেনে নিন বিস্তারিত!
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
এই পদ্ধতি মেনে না চললে রাস্তায় গাড়ি নিয়ে বেরোনও বন্ধ হয়ে যেতে পারে।
আগামী ৩১ মার্চ ২০২৩ তারিখের মধ্যে PAN-আধার সংযুক্তি খুবই প্রয়োজনীয়। না হলে PAN নিষ্ক্রিয় হয়ে যাবে আগামী ১ এপ্রিল ২০২৩ তারিখের মধ্যে। অনেকেই মনে করছেন তাঁর PAN ও আধার লিঙ্ক করানোর প্রয়োজন নেই। কিন্তু প্রয়োজন আছে পরোক্ষ নানা কারণে। এমনকী এই পদ্ধতি মেনে না চললে রাস্তায় গাড়ি নিয়ে বেরোনও বন্ধ হয়ে যেতে পারে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
১. সরকার কর্তৃক জারি করা পরিচয়ের প্রমাণপত্র যেমন PAN, আধার কার্ড, পাসপোর্ট ২. ঠিকানার প্রমাণপত্র, যেমন ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট ৩. সাম্প্রতিক ছবি ৪. গাড়ির রেজিস্ট্রেশন নম্বর ৫. গাড়ির আরসি বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট ৬. PUC শংসাপত্র ৭. পুরনো বিমা পলিসির নম্বর ৮. অনলাইন ব্যাঙ্কিংয়ের জন্য ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের বিবরণ
advertisement