Indian Railways: রেলের বাম্পার সিদ্ধান্ত! Waiting-এর দিন শেষ! এই ট্রেনগুলিতে টিকিট কাটলেই সর্বদা Confirm Tickets?

Last Updated:
Indian Railways: ঝামেলা ঝক্কির দিন শেষ, দারুণ আনন্দে ট্রেনে সফর করুন
1/26
ইতিমধ্যেই স্কুল কলেজে গরমের ছুটি পড়ে গিয়েছে ৷ এর মধ্যে আপনি যদি বা আন্য কোথাও যাওয়ার প্ল্যান করছেন তাহলে দেরি আর করে কোনও লাভ নেই ৷ প্রতীকী ছবি ৷
ইতিমধ্যেই স্কুল কলেজে গরমের ছুটি পড়ে গিয়েছে ৷ এর মধ্যে আপনি যদি বা আন্য কোথাও যাওয়ার প্ল্যান করছেন তাহলে দেরি আর করে কোনও লাভ নেই ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/26
কেননা ট্রেনের টিকি আর ওয়েটিং লিস্টের দিন শেষ ৷ যাত্রীদের জন্য রেলের বড় পদক্ষেপ ৷ এবার ট্রেনের টিকি কাটতে গেলে আর কোনও ভাবেই সমস্যায় পড়তে হবেনা ৷ প্রতীকী ছবি ৷
কেননা ট্রেনের টিকি আর ওয়েটিং লিস্টের দিন শেষ ৷ যাত্রীদের জন্য রেলের বড় পদক্ষেপ ৷ এবার ট্রেনের টিকি কাটতে গেলে আর কোনও ভাবেই সমস্যায় পড়তে হবেনা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/26
আসলে উত্তর পশ্চিম রেলের (North Western Railway) পক্ষ থেকে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ রেলের পক্ষ থেকে ২১ জোড়া ট্রেনের স্থায়ী কোচ সংযুক্তকরণের জন্য ৷ প্রতীকী ছবি ৷
আসলে উত্তর পশ্চিম রেলের (North Western Railway) পক্ষ থেকে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ রেলের পক্ষ থেকে ২১ জোড়া ট্রেনের স্থায়ী কোচ সংযুক্তকরণের জন্য ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/26
AC-3, AC-2 বা Sleeper Class বা চেয়ার কারের জন্য বিভিন্ন কোচের ব্যবস্থা করা হয়েছে ৷ রাজস্থান, মধ্যপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, অসম ও ওড়িশার মত রাজ্যের যাত্রীদের টিকিট সংক্রান্ত কোনও বিষয়ে আর কোনও সমস্যা হবেনা ৷ প্রতীকী ছবি ৷
AC-3, AC-2 বা Sleeper Class বা চেয়ার কারের জন্য বিভিন্ন কোচের ব্যবস্থা করা হয়েছে ৷ রাজস্থান, মধ্যপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, অসম ও ওড়িশার মত রাজ্যের যাত্রীদের টিকিট সংক্রান্ত কোনও বিষয়ে আর কোনও সমস্যা হবেনা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/26
উত্তর-পশ্চিম রেলের পক্ষ থেকে ক্যাপ্টেন শশী কিরণ এই বিষয়ে তথ্য দিতে গিয়ে জানিয়েছেন কোন কোন ট্রেনে বাড়তি কোচ সংযুক্ত করা হচ্ছে ৷ প্রতীকী ছবি ৷
উত্তর-পশ্চিম রেলের পক্ষ থেকে ক্যাপ্টেন শশী কিরণ এই বিষয়ে তথ্য দিতে গিয়ে জানিয়েছেন কোন কোন ট্রেনে বাড়তি কোচ সংযুক্ত করা হচ্ছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/26
 ট্রেন নম্বর 19601/19602: উদয়পুর সিটি-নিউজলপাইগুড়ি-উদয়পুর সিটি এক্সপ্রেস ০৪.০৬.২০২২ এবং নিউ জলপাইগুড়ি থেকে ০৬.০৬.২০২২ তারিখ রওনা হবে যে ট্রেন তার ০১টি থার্ড এসি কোচ স্থায়ী রূপে বৃদ্ধি করা হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
ট্রেন নম্বর 19601/19602: উদয়পুর সিটি-নিউজলপাইগুড়ি-উদয়পুর সিটি এক্সপ্রেস ০৪.০৬.২০২২ এবং নিউ জলপাইগুড়ি থেকে ০৬.০৬.২০২২ তারিখ রওনা হবে যে ট্রেন তার ০১টি থার্ড এসি কোচ স্থায়ী রূপে বৃদ্ধি করা হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/26
ট্রেন নম্বর 20971/20972: উদয়পুর সিটি-শালিমার-উদয়পুর সিটি এক্সপ্রেস ০৪.০৬.২০২২ তারিখ উদয়পুর থেকে ও ০৫.০৬.২২ শালিমার থেকে ছাড়বে সেই ট্রেনের ০১টি থার্ড এসি কোচ স্থায়ী রূপে বৃদ্ধি করা হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
ট্রেন নম্বর 20971/20972: উদয়পুর সিটি-শালিমার-উদয়পুর সিটি এক্সপ্রেস ০৪.০৬.২০২২ তারিখ উদয়পুর থেকে ও ০৫.০৬.২২ শালিমার থেকে ছাড়বে সেই ট্রেনের ০১টি থার্ড এসি কোচ স্থায়ী রূপে বৃদ্ধি করা হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/26
ট্রেন নম্বর 12996/12995: আজমেঢ়-বান্দ্রা টার্মিনাস-আজমেঢ় এক্সপ্রেস ৷ আজমেঢ় থেকে ০২.০৬.২০২২ থেকে ও বান্দ্রা চার্মিনাস থেকে ০৩.০৬.২০২২ থেকে যে ট্রেন ছাড়বে তাতে ০১টি থার্ড এসি কোচ স্থায়ী রূপে বৃদ্ধি করা হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
ট্রেন নম্বর 12996/12995: আজমেঢ়-বান্দ্রা টার্মিনাস-আজমেঢ় এক্সপ্রেস ৷ আজমেঢ় থেকে ০২.০৬.২০২২ থেকে ও বান্দ্রা চার্মিনাস থেকে ০৩.০৬.২০২২ থেকে যে ট্রেন ছাড়বে তাতে ০১টি থার্ড এসি কোচ স্থায়ী রূপে বৃদ্ধি করা হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/26
ট্রেন নম্বর 19615/19616: উদয়পুর সিটি-কামাক্ষ্যা-উদয়পুর সিটি এক্সপ্রেস ০৬.০৬.২২ উদয়পুর থেকে ০৯.৬০.২০২২ কামাক্ষ্যা থেকে ছাড়বে সেই ট্রেনের ০১টি থার্ড এসি কোচ স্থায়ী রূপে বৃদ্ধি করা হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
ট্রেন নম্বর 19615/19616: উদয়পুর সিটি-কামাক্ষ্যা-উদয়পুর সিটি এক্সপ্রেস ০৬.০৬.২২ উদয়পুর থেকে ০৯.৬০.২০২২ কামাক্ষ্যা থেকে ছাড়বে সেই ট্রেনের ০১টি থার্ড এসি কোচ স্থায়ী রূপে বৃদ্ধি করা হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
10/26
ট্রেন নম্বর 12991/12992: উদয়পুর সিটি-জয়পুর-উদয়পুর সিটি এক্সপ্রেস ০১.০৬.২২ তারিখ উদয়পুর থেকে ছাড়বে সেই ট্রেনের ০১টি সেকেন্ড এসি কোচ স্থায়ী রূপে বৃদ্ধি করা হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
ট্রেন নম্বর 12991/12992: উদয়পুর সিটি-জয়পুর-উদয়পুর সিটি এক্সপ্রেস ০১.০৬.২২ তারিখ উদয়পুর থেকে ছাড়বে সেই ট্রেনের ০১টি সেকেন্ড এসি কোচ স্থায়ী রূপে বৃদ্ধি করা হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
11/26
ট্রেন নম্বর 19608/19607: মদার-কলকাতা-মদার এক্সপ্রেস ০৬.০৬.২০২২ মাদার থেকে ছাড়বে ও ০৯.০৬.২০২২ কলকাতা থেকে ছাড়বে সেই ট্রেনে একটি থার্ড এসি কোচ স্থায়ী রূপে বৃদ্ধি করা হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
ট্রেন নম্বর 19608/19607: মদার-কলকাতা-মদার এক্সপ্রেস ০৬.০৬.২০২২ মাদার থেকে ছাড়বে ও ০৯.০৬.২০২২ কলকাতা থেকে ছাড়বে সেই ট্রেনে একটি থার্ড এসি কোচ স্থায়ী রূপে বৃদ্ধি করা হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
12/26
ট্রেন নম্বর 19715/19716: জয়পুর-গোমতিনগর (লখনউ)-জয়পুর এক্সপ্রেস, জয়পুর থেকে ০১.০৬.২২ তারিখে ও ০২.০৬.২০২২ গোমতিনগর থেকে ছাড়বে সেই ট্রেনের একটি থার্ড এসি কোচ স্থায়ী রূপে বৃদ্ধি করা হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
ট্রেন নম্বর 19715/19716: জয়পুর-গোমতিনগর (লখনউ)-জয়পুর এক্সপ্রেস, জয়পুর থেকে ০১.০৬.২২ তারিখে ও ০২.০৬.২০২২ গোমতিনগর থেকে ছাড়বে সেই ট্রেনের একটি থার্ড এসি কোচ স্থায়ী রূপে বৃদ্ধি করা হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
13/26
ট্রেন নম্বর 14801/14802: যোধপুর-ইনদওর-যোধপুর এক্সপ্রেসয যোধপুর থেকে ০১.০৬.২০২২ ও ইনদওর থেকে ০৪.০৬.২০২২ যে ট্রেনটি ছাড়বে তাতে একটি থার্ড এসি কোচ স্থায়ী রূপে বৃদ্ধি করা হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
ট্রেন নম্বর 14801/14802: যোধপুর-ইনদওর-যোধপুর এক্সপ্রেসয যোধপুর থেকে ০১.০৬.২০২২ ও ইনদওর থেকে ০৪.০৬.২০২২ যে ট্রেনটি ছাড়বে তাতে একটি থার্ড এসি কোচ স্থায়ী রূপে বৃদ্ধি করা হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
14/26
ট্রেন নম্বর 12465/12466: ইনদওর-যোধপুর-ইনদওর এক্সপ্রেস ০২.০৬.২০২২ ও যোধপুর থেকে ০৩.০৬.২০২২ তারিখ যে ট্রেনটি ছাড়বে তাতে একটি থার্ড এসি কোচ স্থায়ী রূপে বৃদ্ধি করা হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
ট্রেন নম্বর 12465/12466: ইনদওর-যোধপুর-ইনদওর এক্সপ্রেস ০২.০৬.২০২২ ও যোধপুর থেকে ০৩.০৬.২০২২ তারিখ যে ট্রেনটি ছাড়বে তাতে একটি থার্ড এসি কোচ স্থায়ী রূপে বৃদ্ধি করা হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
15/26
ট্রেন নম্বর 14806/14805: বারমের-যশবন্তপুর-বারমের থেকে ট্রেনটি ০২.০৬.২০২২ বারমের থেকে ও ০৬.০৬.২০২২ যশবন্তপুর থেকে যে ট্রেনটি ছাড়বে তার একটি থার্ড এসি কোচ স্থায়ী রূপে বৃদ্ধি করা হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
ট্রেন নম্বর 14806/14805: বারমের-যশবন্তপুর-বারমের থেকে ট্রেনটি ০২.০৬.২০২২ বারমের থেকে ও ০৬.০৬.২০২২ যশবন্তপুর থেকে যে ট্রেনটি ছাড়বে তার একটি থার্ড এসি কোচ স্থায়ী রূপে বৃদ্ধি করা হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
advertisement
advertisement