এই ৫ ধরনের আয় সম্পর্কে ITR-এ জানাতেই হবে, না হলে নোটিস পাঠাতে পারে আয়কর দফতর!
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
৯৬১-এর আয়কর আইনের ধারা ১৪ অনুযায়ী আয়কে ৫টি শিরোনামে ভাগ করা হয়েছে। সেই অনুযায়ী কর দিতে হয়।
advertisement
advertisement
advertisement
গৃহসম্পত্তি থেকে আয়: বাড়ি ভাড়া, বিক্রি বা এই সংক্রান্ত যে কোনও আয়ের উপর কর দিতে হয়। দাখিল করতে হয় আইটিআর। এক্ষেত্রে করদাতাকে যদি বাড়ি ভাড়া দিতে না হয় এবং ভাড়া হিসেবে তিনি যে টাকা পেতেন সেটা করযোগ্য আয় হিসেবে বিবেচিত হবে। গৃহসম্পত্তি এবং বাণিজ্যিক সম্পত্তি, উভয় থেকে অর্জিত আয়ের উপর কর ধার্য করা হয়।
advertisement
advertisement
advertisement
ব্যবসা থেকে লাভ: করদাতার আয় এই শিরোনামে বিবেচনা করা হবে যদি তাঁর উপার্জন কোনও ব্যবসা থেকে আসে বা তিনি যদি স্ব-নিযুক্ত হন। লাভ বা মোট আয় গণনা করতে, মোট আয় থেকে ব্যয় বাদ দিতে হবে। তারপর, এই আয় শিরোনামে কর প্রযোজ্য হবে। বোনাস, বেতন এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাথে অংশীদারিত্বের কারণে অর্জিত লাভ এই শিরোনামের অধীনে করযোগ্য।
advertisement